X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

এক বাসেই ১০০ কি.মি. আসা-যাওয়া দেড়শ’র বেশি শিক্ষার্থীর

বশেমুরবিপ্রবি প্রতিনিধি 
২১ নভেম্বর ২০২২, ২০:২৭আপডেট : ২১ নভেম্বর ২০২২, ২০:২৭

খুলনা-গোপালগঞ্জ রুটের ৫০ আসনের একটি বাসে প্রতিদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দেড়শ’র বেশি শিক্ষার্থী আসা যাওয়া করছেন। ধারণক্ষমতার বেশি যাত্রী নিয়ে মহাসড়কে এমন চলাচলে যেকোনও সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন শিক্ষার্থীরা। এছাড়া এভাবে প্রতিদিন ১০০ কিলোমিটারের বেশি যাতায়াত শিক্ষার্থীদের জন্য খুবই কষ্টসাধ্য বলছেন তারা। এ অবস্থায় ওই রুটে বাস বাড়ানোর দাবি শিক্ষার্থীদের। 

সরেজমিনে দেখা যায়, সোমবার (২১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ৫০ আসন বিশিষ্ট ৫ নাম্বার বাসটি খুলনা থেকে প্রায় ১৬২ জন শিক্ষার্থী নিয়ে বিশ্ববিদ্যালয়ের দিকে রওনা হয়। এ সময় অনেক শিক্ষার্থী বাসে উঠতে পারেননি। রাস্তার বিভিন্ন পয়েন্ট থেকেও অন্য কোনও শিক্ষার্থী বাসে উঠতে না পেরে সড়কেই দাঁড়িয়ে থাকেন। যারা বাসে ওঠেন তারা প্রতি দুই আসনে তিন জন করে বসে ক্যাম্পাসে আসেন।  

বাসে দাঁড়িয়ে থেকে ক্যাম্পাসে পৌঁছানো ইতিহাস বিভাগের আব্দুল কাদির বলেন, আমরা অনেক স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয়ে এসেছি। কিন্তু এখান জীবনের ঝুঁকি নিয়ে বাসে চলাচল করতে হয়। এ অবস্থার পরিবর্তন না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যাওয়ার শঙ্কা রয়েছে।  

বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নাহিদ আল ফাহামিদ বলেন, বাসে ওঠা নিয়মিত একটা যুদ্ধ। এমনভাবে দাঁড়িয়ে চলাচল করলে শরীর অসুস্থ হয়ে যায়। এ কারণে ক্লাসেও মনোযোগ দেওয়া যায় না। 

এ বিষয়ে জানতে চাইলে বাসচালক মিজানুর রহমান বলেন, ‘এমন ওভারলোড গাড়ি চালানো অনেক ঝুঁকির বিষয়। ৫০ জনের একটা বাস তিনগুণের বেশি যাত্রী নিয়ে চালালে তা নিয়ন্ত্রণ করা কষ্টসাধ্য বিষয় হয়ে দাঁড়ায়। এতে যেকোনও সময় দুর্ঘটনার আশঙ্কা থাকে।’ 

বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক দফতর সূত্রে জানা যায়, প্রতিদিন খুলনা-গোপালগঞ্জ দুটি বাস চলাচল করে। এরমধ্যে একটি বিশ্ববিদ্যালয়ের ৫০ আসনের বাস। অন্যটি বিআরটিসির ভাড়া করা ডাবল ডেকার বাস। প্রতিদিন খুলনার শিববাড়ি মোড় থেকে গোপালগঞ্জের গোবড়া এলাকায় অবস্থিত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসা যাওয়া করে বাস দুটি।  

বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাসে শিক্ষার্থীদের ১০০ কিলোমিটারের বেশি পথ ঝুঁকি নিয়ে আসা-যাওয়ার বিষয়ে জানতে চাইলে পরিবহন প্রশাসক হাসেম রেজা বলেন, ‘অঘোষিত বন্ধের পর আজ হঠাৎ ক্লাস শুরু হওয়ায় চাপ বেশি ছিল, তবে প্রতিদিন এমন অবস্থা থাকে না।’

তবে শিক্ষার্থীদের দাবি, ওই রুটে প্রতিদিনই ৫০ জনের আসনের বাসটিতে ১১০-১২০ জন যাত্রী আসা যাওয়া করেন। 

এ বিষয়ে লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী তিথি আক্তার বলেন, অন্তত রবি ও বৃহস্পতিবার একটি বাস বাড়ানো দরকার। তবে ঝুঁকি কমাতে বাস বাড়ানোর বিকল্প নেই বলে জানান তিনি।  

শিক্ষার্থীদের ভোগান্তির বিষয়টি জানিয়ে সমাধান জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ কিউ এম মাহবুব আলম ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান। তিনি বলেন, ‘সবকিছুর জন্য ভিসিকে কেন ফোন দিতে হবে? এসব বিষয়ে পরিবহন প্রশাসক কথা বলবেন।’ 

পরিবহন প্রশাসক আপনার অনুমতি ছাড়া সিদ্ধান্ত দিতে পারেন না জানালে, ভিসি আর কোনও কথা না বলে কল কেটে দেন।  

 

/টিটি/
সম্পর্কিত
বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১১ বছর পর স্থায়ী রেজিস্ট্রার
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের বিরুদ্ধে অবৈধ সনদে চাকরির অভিযোগ
আল্টিমেটাম দিয়ে গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা