X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

মাধ্যমিকের বই লেখায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষককে হুমকি

জাবি প্রতিনিধি
০২ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:৫৪আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ০২:১৩

মাধ্যমিক পর্যায়ের বই লেখায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে উড়ো চিঠি ও সামাজিক যোগাযোগমাধ্যমে হুমকির দেওয়ার অভিযোগ উঠেছে। তিন শিক্ষক হলেন প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. স্বাধীন সেন, ইতিহাস বিভাগের অধ্যাপক ড. আনিছা পারভীন ও অর্থনীতি বিভাগের শরমিন্দ নীলোর্মি।

খোঁজ নিয়ে জানা যায়, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) অধীন ষষ্ঠ শ্রেণির একটি পরীক্ষামূলক বই লেখায় যুক্ত ছিলেন এই তিন শিক্ষক। বইয়ের একটি চ্যাপ্টারকে কেন্দ্র করে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে বেশ আলোচনা হয়। এর পরিপ্রেক্ষিতে ওই শিক্ষকদের ই-মেইল ও সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন ফেক অ্যাকাউন্ট থেকে গালিগালাজ ও হুমকি দেওয়া হয়। হুমকির ঘটনায় তিন শিক্ষক সাভার মডেল থানা ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে।

বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক আনিছা পারভীন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা ১১ জন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের ষষ্ঠ শ্রেণির একটি পরীক্ষামূলক বই লেখার সঙ্গে যুক্ত ছিলাম। এই বইয়ের একটি চ্যাপ্টারকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে মিথ্যা তথ্য ছড়াচ্ছেন। আমরা নিজেরাও জানি না কে কোন অংশ লিখেছি। কিন্তু একটি মহল বিভিন্ন ভিডিও ও ফেসবুক পোস্টের মাধ্যমে আমাদের তিন জনকে আওয়ামী লীগের দালাল, ইসলামবিদ্বেষী ইত্যাদি প্রমাণের চেষ্টা করছে। স্বাধীন সেন, আমি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেবাশীষ কুমার কুণ্ডু বেশি আক্রমণের শিকার হচ্ছি। স্বাধীন ভাইয়ের কাছে উড়ো চিঠি এসেছে। মেইল এবং মেসেঞ্জারে গালাগালি করায় আইডি ডিঅ্যাকটিভ করে রেখেছি।’

এদিকে এই তিন শিক্ষককে হুমকির ঘটনায় দোষীদের চিহ্নিত করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক এম শামীম কায়সার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যম ও ই-মেইলে ফেক আইডি থেকে শিক্ষকদের হুমকি দেওয়া হয়েছে। আমরা শিক্ষক সমাজ এটি নিয়ে শঙ্কিত। বিশ্ববিদ্যালয় থেকে তাদের নিরাপত্তার জন্য একটি জিডি করা হয়েছে। তাদের সার্বক্ষণিক নিরাপত্তার পাশাপাশি যারা এ ঘটনায় জড়িত আছে তাদের খুঁজে বের করে শাস্তির ব্যবস্থা করা হোক।’

শিক্ষক সমিতির সভাপতি ও পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ফরিদ আহমদ বলেন, ‘আমরা যতটুকু জেনেছি ষষ্ঠ শ্রেণির বই লেখার সঙ্গে যুক্ত থাকায় তাদের তিন জনকে হুমকি দেওয়া হয়েছে। বিষয়টি আমাদের শিক্ষক সমাজের জন্য খুবই উদ্বেগের।’

এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলে শরমিন্দ নীলোর্মি কোনও মন্তব্য করতে রাজি হননি। স্বাধীন সেনকে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি।

/এএম/
সম্পর্কিত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেটে ফেলা হলো অর্ধশতাধিক গাছ, প্রতিবাদে বিক্ষোভ
শিক্ষার্থীদের তোপের মুখে আওয়ামীপন্থি ডিনের পদত্যাগ
পেছালো জাকসু নির্বাচন, নতুন তারিখ ঘোষণা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক