X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

মাধ্যমিকের বই লেখায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষককে হুমকি

জাবি প্রতিনিধি
০২ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:৫৪আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ০২:১৩

মাধ্যমিক পর্যায়ের বই লেখায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে উড়ো চিঠি ও সামাজিক যোগাযোগমাধ্যমে হুমকির দেওয়ার অভিযোগ উঠেছে। তিন শিক্ষক হলেন প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. স্বাধীন সেন, ইতিহাস বিভাগের অধ্যাপক ড. আনিছা পারভীন ও অর্থনীতি বিভাগের শরমিন্দ নীলোর্মি।

খোঁজ নিয়ে জানা যায়, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) অধীন ষষ্ঠ শ্রেণির একটি পরীক্ষামূলক বই লেখায় যুক্ত ছিলেন এই তিন শিক্ষক। বইয়ের একটি চ্যাপ্টারকে কেন্দ্র করে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে বেশ আলোচনা হয়। এর পরিপ্রেক্ষিতে ওই শিক্ষকদের ই-মেইল ও সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন ফেক অ্যাকাউন্ট থেকে গালিগালাজ ও হুমকি দেওয়া হয়। হুমকির ঘটনায় তিন শিক্ষক সাভার মডেল থানা ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে।

বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক আনিছা পারভীন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা ১১ জন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের ষষ্ঠ শ্রেণির একটি পরীক্ষামূলক বই লেখার সঙ্গে যুক্ত ছিলাম। এই বইয়ের একটি চ্যাপ্টারকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে মিথ্যা তথ্য ছড়াচ্ছেন। আমরা নিজেরাও জানি না কে কোন অংশ লিখেছি। কিন্তু একটি মহল বিভিন্ন ভিডিও ও ফেসবুক পোস্টের মাধ্যমে আমাদের তিন জনকে আওয়ামী লীগের দালাল, ইসলামবিদ্বেষী ইত্যাদি প্রমাণের চেষ্টা করছে। স্বাধীন সেন, আমি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেবাশীষ কুমার কুণ্ডু বেশি আক্রমণের শিকার হচ্ছি। স্বাধীন ভাইয়ের কাছে উড়ো চিঠি এসেছে। মেইল এবং মেসেঞ্জারে গালাগালি করায় আইডি ডিঅ্যাকটিভ করে রেখেছি।’

এদিকে এই তিন শিক্ষককে হুমকির ঘটনায় দোষীদের চিহ্নিত করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক এম শামীম কায়সার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যম ও ই-মেইলে ফেক আইডি থেকে শিক্ষকদের হুমকি দেওয়া হয়েছে। আমরা শিক্ষক সমাজ এটি নিয়ে শঙ্কিত। বিশ্ববিদ্যালয় থেকে তাদের নিরাপত্তার জন্য একটি জিডি করা হয়েছে। তাদের সার্বক্ষণিক নিরাপত্তার পাশাপাশি যারা এ ঘটনায় জড়িত আছে তাদের খুঁজে বের করে শাস্তির ব্যবস্থা করা হোক।’

শিক্ষক সমিতির সভাপতি ও পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ফরিদ আহমদ বলেন, ‘আমরা যতটুকু জেনেছি ষষ্ঠ শ্রেণির বই লেখার সঙ্গে যুক্ত থাকায় তাদের তিন জনকে হুমকি দেওয়া হয়েছে। বিষয়টি আমাদের শিক্ষক সমাজের জন্য খুবই উদ্বেগের।’

এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলে শরমিন্দ নীলোর্মি কোনও মন্তব্য করতে রাজি হননি। স্বাধীন সেনকে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি।

/এএম/
সম্পর্কিত
হাসপাতালে বসে মামলার বাদীকে হুমকির অভিযোগ
জাকসুর তফশিল ঘোষণা, ভোট গ্রহণ ৩১ জুলাই
নিহত ছাত্রলীগ নেতাকেও বহিষ্কার করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
সর্বশেষ খবর
ধনাগোদা নদীর কয়েক কিলোমিটার এলাকাজুড়ে ভাঙন, বিলীন হচ্ছে জমি-ঘর
ধনাগোদা নদীর কয়েক কিলোমিটার এলাকাজুড়ে ভাঙন, বিলীন হচ্ছে জমি-ঘর
পাকিস্তানকে ভারতের প্রধানমন্ত্রী মোদির চূড়ান্ত হুঁশিয়ারি
পাকিস্তানকে ভারতের প্রধানমন্ত্রী মোদির চূড়ান্ত হুঁশিয়ারি
অজিদের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দলে গ্রিন
অজিদের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দলে গ্রিন
বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের ২১ নেতাকর্মী কারাগারে
বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের ২১ নেতাকর্মী কারাগারে
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
স্বর্ণের দাম আবার কমলো
স্বর্ণের দাম আবার কমলো