X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

বাস ভাঙচুর করায় আইডিয়ালের সাইনবোর্ড খুলে ফেললো ঢাকা কলেজের শিক্ষার্থীরা

ঢাকা কলেজ প্রতিনিধি 
০২ মার্চ ২০২৩, ১৫:৪২আপডেট : ০২ মার্চ ২০২৩, ১৯:১৭

ঢাকা কলেজের শিক্ষার্থী পরিবহনের একটি বাস ভাঙচুরের অভিযোগ উঠেছে রাজধানীর আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের বিরুদ্ধে। পরে ঢাকা কলেজের শিক্ষার্থীরা আইডিয়াল কলেজে গিয়ে সাইনবোর্ড খুলে ফেলেছে। বৃহস্পতিবার (২ মার্চ ) দুপুর ১টার দিকে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় বাসটি ভাঙচুর করা হয়।

জানা গেছে, ক্যাম্পাসে ফেরার পথে ঢাকা কলেজের ‘বিজয় ৭১’ নামের বাসটি সাইন্স ল্যাবরেটরি এলাকায় পৌঁছালে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ভাঙচুর করে। এতে বাসের পেছনের গ্লাস ও জানালা ভেঙে যায়। ওই বাসের চালকও আহত হন। পরে ঢাকা কলেজের শতাধিক শিক্ষার্থী মিছিল নিয়ে আইডিয়াল কলেজের সামনে যান। এতে দুপক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। তখন আইডিয়াল কলেজের সাইনবোর্ডটি খুলে টেনে নিয়ে যেতে দেখা যায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের।

ঢাকা কলেজ পরিবহন কমিটির আহ্বায়ক ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ইদ্রিস হাওলাদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চালকের কাছ থেকে জানতে পারি, বাসটি ফেরার পথে সাইন্সল্যাবে এলে হঠাৎ ইট এসে গ্লাসে লাগে। মুহূর্তেই পেছনের গ্লাস ও কয়েকটি জানালা ভেঙে যায়। পরে শুনেছি কিছু শিক্ষার্থী আইডিয়ালের সামনে গেছে। তাদের আমরা সরিয়ে নিয়ে আসি। তাদের কয়েকজনকে আহত অবস্থায় পাওয়া যায়। পুলিশের সঙ্গে যোগাযোগ করেছি। আইডিয়াল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারিনি।’

এ বিষয়ে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ ইউসুফ বলেন, ‘তোমরা ঢাকা কলেজের সম্মান রক্ষা করেছো। আমি তোমাদের নিয়ে গর্ব করি। যারা অন্যায়ভাবে ঢাকা কলেজের ওপরে আঘাত করবে, যতদিন আমি আছি কাউকে ছাড় দেওয়া হবে না। আমি তদন্ত কমিটি গঠন করবো। এই ঘটনার পেছনে যারা দায়ী তাদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে।’

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
পূজার অনুষ্ঠানে হামলায় আহত ৩, গ্রেফতার ২
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ভবন ঘেরাও করে অটোচালকদের হামলা, আহত ১০
গাইবান্ধায় আ.লীগের কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ, খুলে নিয়ে গেছে জানালার গ্রিল-রড
সর্বশেষ খবর
খেলাফত শ্রমিক আন্দোলনের নেতার জন্য থানা ঘেরাও, মুক্তি না দিলে হরতাল
খেলাফত শ্রমিক আন্দোলনের নেতার জন্য থানা ঘেরাও, মুক্তি না দিলে হরতাল
পূজার অনুষ্ঠানে হামলায় আহত ৩, গ্রেফতার ২
পূজার অনুষ্ঠানে হামলায় আহত ৩, গ্রেফতার ২
এনবিআর ভেঙে দুই ভাগ হলো, অধ্যাদেশ জারি
এনবিআর ভেঙে দুই ভাগ হলো, অধ্যাদেশ জারি
কালুরঘাটে হচ্ছে নতুন সেতু, ভিত্তিপ্রস্তরে থাকছে না প্রধান উপদেষ্টার নাম
কালুরঘাটে হচ্ছে নতুন সেতু, ভিত্তিপ্রস্তরে থাকছে না প্রধান উপদেষ্টার নাম
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি