X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

নোবিপ্রবি ক্যাম্পাসের যেখানে-সেখানে ময়লার স্তূপ

নোবিপ্রবি প্রতিনিধি
১৪ জুন ২০২৩, ১৬:৪০আপডেট : ১৪ জুন ২০২৩, ১৬:৪০

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ১০১ একরের ক্যাম্পাসে প্রতিদিন প্রায় সাত হাজারের বেশি শিক্ষক-শিক্ষার্থীর পদচারণা। তবে এই ক্যাম্পাসে ময়লা-আবর্জনার কারণে স্বচ্ছন্দে চলাফেরা করা যায় না। ক্যাম্পাসজুড়ে দেখা যায়, যেখানে-সেখানে ময়লার স্তূপ, অপ্রয়োজনীয় আসবাব, সৌন্দর্য বিনষ্ট করা ব্যানার-পোস্টারের ছড়াছড়ি। কিছুদিন আগে বিভিন্ন জায়গায় ডাস্টবিন স্থাপন করা হলেও সেখান থেকে আবর্জনা ঠিকমতো অপসারণ করা হয় না।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘুরে দেখা যায়, এই ক্যাম্পাসে ডাস্টবিন আছে মাত্র চারটি। সেগুলোও আবার নিয়মিত পরিষ্কার করা হয় না। এ ছাড়া যত্রতত্র ফেলা হয়েছে কাগজ, প্লাস্টিকের বোতল আর পলিথিনসহ বিভিন্ন ময়লা-আবর্জনা। একটু বৃষ্টি হলেই পানি জমে থাকে বিভিন্ন স্থানে। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় পানি জমে পরিবেশ দুর্গন্ধময় ও স্যাঁতসেঁতে হয়ে থাকে। চলাফেরার অসুবিধায় পড়েন শিক্ষার্থীরা।

অস্থায়ীভাবে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় স্তূপ করে ময়লা-আবর্জনা ফেলা হয়। পরে সেই স্থানটি ময়লা-আবর্জনা ফেলার স্থায়ী জায়গায় রূপ নেয়। এমনই কয়েকটি জায়গা হলো– মেডিক্যাল সেন্টারের সামনে, অডিটোরিয়াম ভবনের পাশে, পকেট গেটের সামনে, অ্যাকাডেমিক ভবন-১-এর পাশে এবং সালাম হলের সামনে। সেসব জায়গায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা আবর্জনায় খাবারের খোঁজে ঘুর ঘুর করে কাক আর কুকুরের দল। এই প্রাণীগুলোর মাধ্যমে ময়লা ছড়িয়ে পড়ে পুরো ক্যাম্পাসে।

ডাস্টবিনগুলো থেকে ময়লা অপসারণ যথাযথ স্থানে নিয়ে যাওয়া হয় না অপরিচ্ছন্ন ক্যাম্পাস নিয়ে ক্ষোভ জানিয়ে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রাকিবুল হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের ক্যাম্পাস পরিচ্ছন্ন করা এবং নির্দিষ্ট স্থানে ময়লা-আবর্জনা ফেলার ব্যবস্থা করা প্রয়োজন। ছড়িয়ে থাকা ময়লাগুলো পোকামাকড়  ও জীবাণুর কারখানা। তা ছাড়া অপরিচ্ছন্নতার কারণে বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্যও নষ্ট হচ্ছে। ছোট ক্যাম্পাস অথচ ঝোপঝাড়ে পরিপূর্ণ।’

অনুজীববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাহিদুল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের পরিবেশ যদি শিক্ষার্থীদের আশানুরূপ না হয় তবে তাদের বিকাশ আর শিক্ষার অগ্রগতি কীভাবে হবে।’

এ বিষয়ে পরিবেশবিজ্ঞান এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক সজীব আহমদ বলেন, ‘ময়লা-আবর্জনার সঠিক ব্যবস্থাপনা না থাকলে মানুষ ও পরিবেশ ক্ষতির সম্মুখীন হবে। বর্জ্য পোড়ানো হলে বায়ুদূষণের মাধ্যমে পরিবেশ তথা কম্যুনিটির মানুষকে আক্রান্ত করতে পারে। বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে আমাদের ক্যাম্পাসের সবচেয়ে বড় বাধা সঠিক স্থানে ময়লা না ফেলা এবং যথাযথ স্থানে না নিয়ে যাওয়া। আমাদের বিনগুলোতে আবর্জনা উপচে পড়ে, কিন্তু সেখান থেকে তা অপসারণ যথাযথ স্থানে নিয়ে যাওয়া হয় না। এ কারণে ডাস্টবিনে বর্জ্য ফেলতে এখানকার বাসিন্দারা নিরুৎসাহিত হচ্ছে।’ 

সরেজমিন দেখা গেছে, ক্যাম্পাসের ডাস্টবিনগুলোর বেশির ভাগই অব্যবহৃত। কিছু ডাস্টবিনে ময়লা ফেলা হলেও সেগুলোর পাশে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে ময়লার স্তূপ।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অর্থনীতি বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল হোসাইন বলেন, ‘আমরা স্থায়ীভাবে ময়লা অপসারণের জন্য কাজ করছি। আর শিক্ষার্থীসহ সবাইকে সচেতন হতে হবে। যেখানে-সেখানে ময়লা না ফেলে ডাস্টবিনে ফেললে ক্যাম্পাস কম অপরিচ্ছন্ন হবে।’

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর এ বিষয়ে বলেন, ‘ইতোমধ্যে আমি পৌর মেয়রের সঙ্গে কথা বলেছি ময়লা অপসারণের বিষয়ে। তবে এ বিষয়ে সবাইকেই সচেতন থাকতে হবে। পরিচ্ছন্নতার জন্য আমরা একটি কমিটিও করে দিয়েছি। তারাও নির্দিষ্ট স্থানে ডাস্টবিন স্থাপনের কাজ করছে।’

/এমএএ/
সম্পর্কিত
পরীক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে দেওয়ার দাবি নোবিপ্রবি শিক্ষকদের
‘বিশৃঙ্খলা’ ঠেকাতেই ইফতার পার্টিতে নিষেধাজ্ঞা: নোবিপ্রবি ভিসি
নোবিপ্রবি ও শাবিপ্রবিতে ইফতার পার্টি না করার বিজ্ঞপ্তি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী