X
রবিবার, ১১ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

ঢাবিতে কেন্দ্রীয় নাট্যোৎসব শুরু সোমবার সন্ধ্যায়

ঢাবি প্রতিনিধি
০১ অক্টোবর ২০২৩, ২১:২১আপডেট : ০১ অক্টোবর ২০২৩, ২১:২৩

আগামী ২ হতে ১০ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘১৭তম কেন্দ্রীয় বার্ষিক নাট্যোৎসব’ অনুষ্ঠিত হবে। থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের আয়োজনে ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে প্রতিদিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শুরু হবে এই উৎসব। এতে বিভাগের স্নাতক সমাপনী সেমিস্টারের শিক্ষার্থীদের নির্দেশনায় মোট ১৫টি বাংলা নাটক মঞ্চস্থ হবে।

রবিবার (১ অক্টোবর) বিকালে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বিভাগের চেয়ারপার্সন কাজী তামান্না হক সিগমা। এতে আরও উপস্থিত ছিলেন বিভাগের সিনিয়র অধ্যাপক ড. ইস্রাফিল শাহীন এবং সহকারী অধ্যাপক তানভীর নাহিদ খান।

নাট্যোৎসবে বিশেষ সম্মাননা দেওয়া হবে প্রখ্যাত নাট্যকার, অভিনেতা, নির্দেশক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মামুনুর রশীদকে।

উদ্বোধনী দিন সন্ধ্যা ৬টা ৩০মিনিটে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৯ দিনব্যাপী এই নাট্যোৎসব উদ্বোধন করবেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে থাকবেন ঢাবি প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।

উদ্বোধনী দিনে মঞ্চায়িত হবে ইফতি শাহরিয়ার রাইয়ানের নির্দেশনায় রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী সৃষ্টি ‘ডাকঘর’।

উৎসবের সূচিপত্র

৩ অক্টোবর থাকছে রিফাত জাহান শাওনের নির্দেশনায় সেলিম আল দীনের নাটক ‘সংবাদ কার্টুন’ এবং রিফাত করবীর নির্দেশনায় আহমদ ছফার ‘মরণবিলাস’। ৪ অক্টোবর মুজাহিদুল ইসলাম রিফাতের নির্দেশনায় মনোজ মিত্রের ‘মহাবিদ্যা’ এবং রিজভী সুলতানার নির্দেশনায় রবীন্দ্রনাথ ঠাকুরের ‘চণ্ডালিকা’। ৫ অক্টোবর তাহিয়া তাসনিমের নির্দেশনায় সৈয়দ শামসুল হকের ‘ঈর্ষা’ এবং মৌমিতা সরকারের রচনা ও নির্দেশনায় ‘বৈদেহী’। ৬ অক্টোবর মিরহাজুল শিবলীর নির্দেশনায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী নাটক ‘কমলাকান্তের জবানবন্দি’ এবং জাদিদ ইমতিয়াজ আহমেদের নির্দেশনায় আবদুল্লাহ আল মামুনের ‘কোকিলারা। ৭ অক্টোবর তরিকুল সর্দারের নির্দেশনায় উৎপল দত্তের ‘মেঘ’ এবং সালমান নূরের নির্দেশনায় নূরুল মোমেনের ‘নেমেসিস’। ৮ অক্টোবর প্রাণ কৃষ্ণ বণিকের নির্দেশনায় শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ‘সত্যান্মেষী’ এবং এস এ তানভীরের নির্দেশনায় রবীন্দ্রনাথের ঠাকুরের ‘স্ত্রীর পত্র’। ৯ অক্টোবর থাকছে দেবলীনা চন্দ্র দৈবীর নির্দেশনায় বদরুজ্জামান আলমগীরের ‘অহরকন্ডল’ ও জয়া কস্তার নির্দেশনায় মুনীর চৌধুরীর নাটক ‘দণ্ডকারণ্য’।

বিভাগের চেয়ারপারসন কাজী তামান্না হক সিগমা বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক পথচলার অন্যতম বাহক থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ। এবারের উৎসবের বিশেষ দিক হচ্ছে-তরুণরা বাংলা ভাষার প্রতিথযশা সাহিত্যিক রচিত পাণ্ডুলিপি নিয়ে নাটক নির্দশনা দিচ্ছে। এই নান্দনিক আয়োজনে শিক্ষক-শিক্ষার্থীরা ঐতিহ্য ও অসাম্প্রদায়িক মানবিক মূল্যবোধ আরও বেগবান হবে বলে আমার দৃঢ় বিশ্বাস।’

/আরআইজে/
সম্পর্কিত
সোমবারের মধ্যে পিএসসি সংস্কারের রোডম্যাপের দাবি
বান্দরবানে গৃহবধূকে ধর্ষণের প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ
হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ
সর্বশেষ খবর
জাতীয় কারাতে প্রতিযোগিতায় খেলোয়াড়-সমর্থকদের সংঘর্ষে আহত ৩
জাতীয় কারাতে প্রতিযোগিতায় খেলোয়াড়-সমর্থকদের সংঘর্ষে আহত ৩
রাজশাহীতে মকবুল হত্যা মামলার পাঁচ আসামিকে কক্সবাজার থেকে গ্রেফতার
রাজশাহীতে মকবুল হত্যা মামলার পাঁচ আসামিকে কক্সবাজার থেকে গ্রেফতার
এলডিসি গ্র্যাজুয়েশনে দ্রুত ও সমন্বিত উদ্যোগের আহ্বান প্রধান উপদেষ্টার
এলডিসি গ্র্যাজুয়েশনে দ্রুত ও সমন্বিত উদ্যোগের আহ্বান প্রধান উপদেষ্টার
আ.লীগ নিষিদ্ধের উদ্যোগ আরও আগেই নেওয়া উচিত ছিল: এ্যানি
আ.লীগ নিষিদ্ধের উদ্যোগ আরও আগেই নেওয়া উচিত ছিল: এ্যানি
সর্বাধিক পঠিত
আরও কমলো স্বর্ণের দাম
আরও কমলো স্বর্ণের দাম
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ