X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ইফতার পার্টি না করার অনুরোধ, চলছে সমালোচনা

সিলেট প্রতিনিধি
১১ মার্চ ২০২৪, ২০:০২আপডেট : ১১ মার্চ ২০২৪, ২০:০২

পবিত্র রমজান মাসে ক্যাম্পাসের ভেতরে ইফতার পার্টির আয়োজন না করার অনুরোধ জানিয়েছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান। 

এর আগে রবিবার (১০ মার্চ) বিকালে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়। সোমবার (১১ মার্চ) এ নির্দেশনা সংবলিত একটি বিজ্ঞপ্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দফতর ও বিভাগে পাঠানো হয়। এরই মধ্যে বিষয়টি নিয়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনার পরিপ্রেক্ষিতে এই বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সবাইকে আসন্ন রমজান মাসে ক্যাম্পাসে ইফতার পার্টির আয়োজন না করার জন্য অনুরোধ জানানো হলো।’ সোমবার বিজ্ঞপ্তির অনুলিপি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, লাইব্রেরি প্রশাসক, প্রক্টর, হিসাব পরিচালক, পরীক্ষা নিয়ন্ত্রকসহ সংশ্লিষ্ট দফতরে পাঠানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়

বিশ্ববিদ্যালয়ে প্রক্টর ড. কামরুজ্জামান বলেন, ‘রমজানে ইফতার পার্টি না করার ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা রয়েছে। নির্দেশনার আলোকে ক্যাম্পাসে ইফতার পার্টি না করার অনুরোধ জানানো হয়েছে। মূলত প্রধানমন্ত্রীর নির্দেশনার পরিপ্রেক্ষিতে এ অনুরোধ সবাইকে করা হয়েছে। তবে ক্যাম্পাসের বাইরে ইফতার পার্টি আয়োজনের ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনও বাধা নেই।’

একই বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ‘প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন রমজানে বিশ্ববিদ্যালয়ে কোনও ধরনের ইফতার পার্টির আয়োজন করা যাবে না। তবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে আয়োজন করতে পারবে। সেক্ষেত্রে কর্তৃপক্ষের বাধা নেই।’

বিজ্ঞপ্তি জারির বিষয়টি নিয়ে সমালোচনা করে ফেসবুকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থেকে শুরু করে সমাজের নানা শ্রেণিপেশার মানুষ সরব হন। তারা এই নির্দেশনা বাতিলের আহ্বান জানিয়েছেন।

/এএম/
সম্পর্কিত
মেসে যৌন নির্যাতন ও ভিডিও ধারণের অভিযোগে শাবির দুই শিক্ষার্থী গ্রেফতার
বাসে শাবির ছাত্রীকে হেনস্তা, সুপারভাইজারকে পুলিশে সোপর্দ
বিএনপির ইফতার অনুষ্ঠান নিয়ে সংঘর্ষে আহত আরেকজনের মৃত্যু
সর্বশেষ খবর
বোটক্স সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
বোটক্স সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
রবীন্দ্রনাথ-নজরুল জীবনঘনিষ্ঠ কবি: শিক্ষা উপদেষ্টা
রবীন্দ্রনাথ-নজরুল জীবনঘনিষ্ঠ কবি: শিক্ষা উপদেষ্টা
ব্রিটেনে সন্ত্রাসী সংগঠন হিসেবে প্যালেস্টাইন অ্যাকশনকে নিষিদ্ধের অনুমোদন
ব্রিটেনে সন্ত্রাসী সংগঠন হিসেবে প্যালেস্টাইন অ্যাকশনকে নিষিদ্ধের অনুমোদন
এজবাস্টনে ডাবল সেঞ্চুরিতে গিলের যত রেকর্ড
এজবাস্টনে ডাবল সেঞ্চুরিতে গিলের যত রেকর্ড
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
‘দেশের ৩২টি বিমা কোম্পানি উচ্চ ঝুঁকিতে’
‘দেশের ৩২টি বিমা কোম্পানি উচ্চ ঝুঁকিতে’