X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের বহু মানুষ বিচার পায় না: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ এপ্রিল ২০১৬, ১২:২৪আপডেট : ২৯ এপ্রিল ২০১৬, ০৩:১৮

শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমি জানি বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আইনগত সহায়তার কোনও ব্যবস্থা না থাকায় বাংলাদেশের বহু মানুষ বিচার পায় না।’
আইনগত সহায়তা দিবস উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন। এ সময় কারাগারে বিনা বিচারে দীর্ঘদিন ধরে বন্দি মানুষদের তালিকা করে আইনি সহায়তা দেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, ‘অনেক সময় মিথ্যা মামলায় পড়ে বছরের পর বছর ধরে কারাগারে পড়ে আছেন অনেকে। তারা বা তাদের পরিবারের সদস্যরা জানেনই না কিভাবে এ দুঃসহ যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায়, কিভাবে আইনগত সহায়তা পেতে হয়। তাদের পরিবার এতো অসহায় হয়ে পড়ে যে কী পদক্ষেপ নিতে হবে সেব্যাপারে ওয়াকিবহাল থাকে না। তাদের কল্যাণেই জাতীয় আইনগত সহায়তা কর্মসূচি চালু করেছে সরকার। বিনা বিচারে এভাবে যারা দীর্ঘদিন ধরে কারাগারে বন্দি রয়েছেন, তাদের তালিকা করে আইনি সহায়তা দিতে হবে, তারা যেন বিচার পান।’

তিনি আরও বলেন, ‘সাধারণ মানুষ যাতে সরকারি আইনি সহায়ত সম্পর্কে জানতে পারে সেজন্য চার বছর আগে ২৮ এপ্রিলকে আমি আইনগত সহায়তা দিবস ঘোষণা করি। আজ আইন সহায়তা বিষয়ক জাতীয় কল সেন্টার চালুর মাধ্যমে দেশের মানুষকে আইনি সহায়তার আওতায় আনা হবে। এখন ঘরে বসেই মোবাইলে ফোন করে মানুষ আইনগত সহায়তা নিতে পারবেন।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি একজন ভুক্তভোগী। ১৯৭৫ সালে মা-বাবা, ভাই-বোনসহ ১৮ জনকে হত্যা করা হয়। সর্বোচ্চ দুর্ভাগ্যের বিষয় এ ব্যাপারে কোনও বিচার হবে না বলে অধ্যাদেশ জারি হয়। পরিবার হত্যার বিচার চাওয়ার অধিকার আমাদের কারোরই ছিল না। এটাই সবচেয়ে দুঃখজনক।’

কিছুটা আবেগভরা কণ্ঠে প্রধানমন্ত্রী বলেন, ‘আজ অনেক ঘটনায় সবাই আমার কাছে বিচার চায়। সবসময় আমার মনে হয়, আমি তো তখন বিচার পাইনি। বিচার চাওয়ার অধিকারটুকুও তখন কেড়ে নেওয়া হয়েছে।’

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইনমন্ত্রী আনিসুল হক। প্রধানমন্ত্রী কল সেন্টারে ফোন করে কী কী আইনি সহায়তা দেওয়া হবে সেবিষয়ে কথা বলেন। আইনি সহায়তা কেন্দ্রের গত চার বছরের কার্যক্রমের ওপর অনুষ্ঠানে একটি ডকুমেন্টারিও দেখানো হয়। 

আরও পড়ুন- 
এখনও জ্বলছে সুন্দরবনের আগুন

ব্যবসাকেন্দ্রে পরিণত হয়েছে ধানমণ্ডির ‘রবীন্দ্র সরোবর’


/পিএইচসি/এফএস/এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা