X
রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩
১৮ অগ্রহায়ণ ১৪৩০
সংবাদ সম্মেলনে সেলিম ওসমান

‘আমি ক্ষমা চাইব না’

সালমান তারেক শাকিল, নারায়ণগঞ্জ থেকে
১৯ মে ২০১৬, ১৩:৩৩আপডেট : ১৯ মে ২০১৬, ১৩:৫৬





সংবাদ সম্মেলনে সেলিম ওসমান নারায়ণগঞ্জের পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে অপদস্থ করার ঘটনায় ক্ষমা চাইবেন না জাতীয় পার্টির এমপি সেলিম ওসমান। বৃহস্পতিবার নারায়ণগঞ্জ ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি নিজের এ অবস্থান তুলে ধরেন।
সেলিম ওসমান বলেন, ওই শিক্ষককে (শ্যামল কান্তি ভক্ত) কান ধরে উঠবস করানোর ঘটনায় ক্ষমা চাওয়ার প্রশ্নই নেই। আমি কার কাছে ক্ষমা চাইব, যিনি আল্লাহকে কটূক্তি করেছেন? তবে আমি লজ্জিত এবং সমাজের কাছে দুঃখিত যে তারা এমন একটি ভিডিও দেখেছেন যাতে তারা আমাকে ভুল বুঝেছেন।
স্কুলের ম্যানেজিং কমিটি বাতিল ও সাময়িক বরখাস্ত হওয়া ওই শিক্ষককে পদে বহাল এবং কটূক্তির প্রমাণ না পাওয়ার বিষয়ে শিক্ষামন্ত্রীর ঘোষণা প্রসঙ্গে তিনি বলেন, আমি রিপোর্ট পাইনি। আমিও তো আসামি, আমাকেও তো প্রশ্ন করতে হবে। আমি উন্মাদ না, আমার কাছে ওই শিক্ষকের কটূক্তির বিষয়ে প্রমাণ আছে। সেগুলো আমি প্রকাশ করবো। ওই সময় আমি কোনও শিক্ষককে অপমান করিনি এবং তাকে বরখাস্ত করার সিদ্ধান্তও আমি দেইনি।
আরও পড়ুন: স্কুল কমিটি বাতিল, শ্যামল কান্তি পদে বহাল

এ ঘটনায় আদালতের রুলের বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, আদালত রুল জারি করেছেন, এখন আদালত যদি আমার ফাঁসিও দেন, তাহলেও আমি আপত্তি করব না। তবে আমি এটা মনে করব যে, জাহান্নামের আগুন থেকে আমি বেঁচে গেছি। ওই শিক্ষকের সঙ্গে এখনও আমার সুসম্পর্ক আছে।

চলমান তদন্তের বিষয়ে জাতীয় পার্টির এই সংসদ সদস্য বলেন, আমার বিরুদ্ধে তদন্ত চলছে। কিন্তু সেই তদন্ত কমিটি আমার কাছে এখনও আসেনি। এই তদন্ত যতক্ষণ শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আমি চেম্বার অব কমার্স, বিকেএমই ও ফেডারেশনের চেয়ারে বসব না। এ সময় তিনি তদন্ত শেষ হওয়া পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশনেও অংশ নেবেন না বলে জানান।

আদালতে সাজা হলে সব আমি সব ধরনের দায়িত্ব থেকে পদত্যাগ করবো উল্লেখ করে তিনি বলেন, আদালতের রুলে বলা হয়েছে, ওই সময় ভিডিওতে যাদের দেখা গেছে তারা আমার সহকর্মী। তারা আমার সহকর্মী না, তারা ঘটনার সাক্ষী হিসেবে ছিলেন। ফলে যা সাজা হয়, তা যেন সব আমারই হয়।
আরও পড়ুন: ধর্ম নিয়ে শ্যামল কান্তির কটূক্তির সত্যতা পায়নি তদন্ত কমিটি

/এসটিএস/এমও/এজে

সম্পর্কিত
সর্বশেষ খবর
২ দিনের মধ্যে বদলি করতে হবে ডিএমপির ৩৩ থানার ওসিকে
২ দিনের মধ্যে বদলি করতে হবে ডিএমপির ৩৩ থানার ওসিকে
বিকল্পধারার মহাসচিব আবদুল মান্নানের মনোনয়নপত্র বাতিল 
বিকল্পধারার মহাসচিব আবদুল মান্নানের মনোনয়নপত্র বাতিল 
‘এশিয়া ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার অ্যাওয়ার্ড’ গ্রহণ করলেন প্রধানমন্ত্রী
‘এশিয়া ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার অ্যাওয়ার্ড’ গ্রহণ করলেন প্রধানমন্ত্রী
দেশের স্পটিফাই শ্রোতারা কী শোনেন, দেখুন পুরো তালিকা
শীর্ষে জাং কুক, ছয়ে হাবিব এবং জেফার নয় নম্বরে!
সর্বাধিক পঠিত
হঠাৎ নড়েচড়ে বসেছে ইসি
হঠাৎ নড়েচড়ে বসেছে ইসি
একবছরে এক শিক্ষকের ১০২টি গবেষণাপত্র, প্রতিটি তৈরিতে লেগেছে তিন দিন!
একবছরে এক শিক্ষকের ১০২টি গবেষণাপত্র, প্রতিটি তৈরিতে লেগেছে তিন দিন!
আজকের আবহাওয়া: গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘মিগজাউমে’ পরিণত
আজকের আবহাওয়া: গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘মিগজাউমে’ পরিণত
ক্রেডিট কার্ডের টাকা না দেওয়ায় ডলি সায়ন্তনীর মনোনয়নপত্র বাতিল
ক্রেডিট কার্ডের টাকা না দেওয়ায় ডলি সায়ন্তনীর মনোনয়নপত্র বাতিল
হামাসকে ধ্বংস করতে ইসরায়েলের ১০ বছর যুদ্ধ করতে হবে: ম্যাক্রোঁ
হামাসকে ধ্বংস করতে ইসরায়েলের ১০ বছর যুদ্ধ করতে হবে: ম্যাক্রোঁ