X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

বিতর্কিত ব্রিটিশ এমপির বাংলাদেশবিরোধী প্রচারণা

তানভীর আহমেদ, লন্ডন
২৬ মে ২০১৬, ১০:৫১আপডেট : ২৬ মে ২০১৬, ১১:২৬

ব্রিটিশ এমপি সাইমন ডানজুক ব্রিটেনের রচডেল এলাকা থেকে লেবার পার্টির এমপি সাইমন ডানজুকের বরাত দিয়ে দেশটির প্রথম সারির দৈনিক ‘দ্য এক্সপ্রেস’ বলেছে, ‘বাংলাদেশে যে কোনও সময় গৃহযুদ্ধ বেধে যেতে পারে। বাংলাদেশে সুশীল সমাজ চুপসে যাচ্ছে এবং সুশীল সমাজের জায়গায় স্থান করে নিচ্ছে জঙ্গিরা।’

গত ২৪ মে প্রকাশিত দ্য ডেইলি এক্সপ্রেসের ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, ‘অতীতে মধ্যপন্থী মুসলিম দেশ হিসেবে পরিচিত বাংলাদেশে ক্রমেই জঙ্গিরা শক্তিশালী হয়ে উঠছে। সম্প্রতি ছুরি ও চাপাতির আঘাতে যাদের খুন করা হয়েছে তাদের হত্যার দায় স্বীকার করেছে আইএস জঙ্গি গোষ্ঠী। যদিও বাংলাদেশ সরকার এই হত্যাকাণ্ডের সঙ্গে ইসলামিক স্টেটের জঙ্গিদের সম্পৃক্ততা নাকচ করে দিয়েছে।’

দ্য এক্সপ্রেসে দেওয়া সাক্ষাৎকারে সাইমন ডানজুক বলেন, ‘এই পরিস্থিতিতে বাংলাদেশে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়লে আশ্রয়প্রার্থীরা ব্রিটেনে প্রবেশের চেষ্টা করবে।’ ২০১১ সালে প্রকাশিত আদমশুমারি অনুযায়ী ব্রিটেনে প্রায় সাড়ে চার লাখ বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিক রয়েছে। নতুন করে আশ্রয়প্রার্থী ঠেকাতে ব্রিটিশ সরকারকে এখনই এ বিষয়ে নজর দেওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি।

উল্লেখ্য সাইমন ডানজুক চলতি বছর বাংলাদেশে বিএনপির কাউন্সিলে অংশ নিয়েছিলেন। রচডেল এলাকার লেবার দলীয় এই এমপি নানা কারণে বিতর্কিত। এর আগে ধর্ষণ ও যৌন হয়রানির অভিযোগে সাইমনকে লেবার পার্টি থেকে বহিষ্কার করা হয়েছিল। এছাড়াও এমপি থাকাকালে অন্যায়ভাবে সাইমন তার সন্তানদের জন্য লন্ডনে বাড়ি ভাড়া বাবদ ১১ হাজার পাউন্ড ভুয়া খরচ দেখিয়েছেন যা ফেরত দিতে বলেছে ইন্ডিপেনডেন্ট পার্লামেন্ট স্ট্যান্ডার্ড অথরিটি।

সাইমন ডানজুকের ব্যক্তিগত জীবন নিয়েও সমালোচনা রয়েছে। সাইমনের ৩৯ বছর বয়সী সাবেক স্ত্রী সোনিয়া তাকে একজন ‘যৌন শিকারী’ বলে অভিহিত করেছেন। ৪৯ বছর বয়সী সাইমন ১৭ বছর বয়সী এক নারীকে যৌন উত্তেজক এসএমএস দিয়েছেন এবং পরবর্তীতে ওই নারী তার যৌন জীবনের তথ্য ৫ হাজার পাউন্ডের বিনিময়ে ‘দ্য সান‘ পত্রিকার কাছে বিক্রি করে দিয়েছিলেন বলে প্রতিবেদন ছেপেছে ব্রিটেনের অপর শীর্ষ দৈনিক ‘দি ইন্ডিপেন্ডেন্ট।‘ এমন বিতর্কিত এমপিকে নিজেদের কাউন্সিলে আমন্ত্রণ জানিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলো বিএনপি। সাইমন ডানজুক বাংলাদেশ থেকে ফিরে আসার দুই মাসের মাথায় ব্রিটেনের গণমাধ্যম এধরণের সংবাদ ছাপলো।

আরও পড়ুন- 

মহাসচিব হয়েও চরম অস্বস্তিতে মির্জা ফখরুল!

জুলহাজ-তনয় হত্যাকাণ্ড: উন্নত প্রযুক্তিতে যোগাযোগ রাখতো খুনিরা

/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
খুদে ক্রিকেটারদের ৬০ হাজার টাকার শিক্ষাবৃত্তি দিলো প্রাইম ব্যাংক
খুদে ক্রিকেটারদের ৬০ হাজার টাকার শিক্ষাবৃত্তি দিলো প্রাইম ব্যাংক
মে থেকে  বাংলাদেশে ফ্লাইট শুরু করবে ইথিওপিয়ান এয়ারলাইন্স
মে থেকে বাংলাদেশে ফ্লাইট শুরু করবে ইথিওপিয়ান এয়ারলাইন্স
ইলেক্ট্রোলাইট পানীয় কী? কখন খাবেন?
ইলেক্ট্রোলাইট পানীয় কী? কখন খাবেন?
‘উপজেলা নির্বাচনে এমপিদের প্রভাব খাটানোর প্রমাণ পেলে আইনি ব্যবস্থা’
‘উপজেলা নির্বাচনে এমপিদের প্রভাব খাটানোর প্রমাণ পেলে আইনি ব্যবস্থা’
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন: এখনও অপেক্ষায় স্বজনরা
নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন: এখনও অপেক্ষায় স্বজনরা