একাত্তরের যুদ্ধাপরাধে অভিযুক্ত মীর কাসেম আলী তার মৃত্যুদণ্ডের চূড়ান্ত রায় পুনর্বিবেচনার যে আবেদন করেছিলেন, তার শুনানি আসামিপক্ষের সময়ের আবেদনের কারণে এক মাস পিছিয়ে গেছে ।
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলছেন, আসামিপক্ষ রিভিউ আবেদন করার যথেষ্ট সময় পেয়েছেন।
রবিবার মীর কাসেম আলীর প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন জানান, শুনানি পেছাতে দুই মাসের সময়ের আবেদন করলে এক মাস সময় মঞ্জুর করেছেন আদালত। বর্তমান পরিস্থিতিতে শুনানির জন্য প্রস্তুতি নিতে পারেননি উল্লেখ করেন তিনি।
প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চে শুনানি অনুষ্ঠিত হবে। অন্য বিচারপতিরা হলেন, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান।
এদিকে, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ১৯ জুন তারা রিভিউ আবেদন করেন এবং এর মধ্যে প্রস্তুতির যথেষ্ট সময় তারা পেয়েছেন। তিনি সময় আবেদনের বিরোধিতা করবেন শুনানিতে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর দেওয়া মৃত্যুদণ্ড বহাল রেখে গত ৮ মার্চ মীর কাসেমের মানবতাবিরোধী অপরাধ মামলার সংক্ষিপ্ত আকারে চূড়ান্ত রায় দেন সর্বোচ্চ আদালত। রায়ে শহীদ কিশোর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিনসহ ছয়জনকে হত্যা-গণহত্যারদায়ে ফাঁসির দণ্ডাদেশ বহাল রাখা হয়েছে চট্টগ্রাম অঞ্চলে মানবতাবিরোধী অপরাধের মূল হোতা মীর কাসেম।
৬ জুন ২৪৪ পৃষ্ঠার পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন আপিল বিভাগ। পাঁচ বিচারপতির রায়ে স্বাক্ষরের পর তা প্রকাশিত হয় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে। ১৯ জুন ৬৮ পৃষ্ঠার রিভিউ আবেদন করেন মীর কাসেম আলী। এতে ফাঁসির রায় বাতিল করে খালাস ও অভিযোগ থেকে অব্যাহতির আরজি জানিয়েছেন তিনি।
/ইউআই/এসটি/