X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

‘সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণ করে জঙ্গিবাদ নির্মূল সম্ভব না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ আগস্ট ২০১৬, ১২:৪৪আপডেট : ১৩ আগস্ট ২০১৬, ১২:৫৪

 

 

তথ্য প্রবাহের ক্ষেত্র নিয়ন্ত্রণ করলে বিকৃত আকারে মানুষের কাছে যায়। ফেসবুক বন্ধ করে দিলে দেখা গেছে অন্যভাবে খোলা যায়। মূল বিষয় হলো, জঙ্গিবাদের শুরুটা যখন শুরু হলো আমরা মনোযোগ দিইনি। সাংবাদিক মানিক সাহা,  হারুনউর রশীদ হত্যাকাণ্ড ঘটেছে যখন তখন আমরা রাজনীতিটাকে ধরতে চাইনি।

চলমান জঙ্গি সংকটের সময়ে সোশ্যাল মিডিয়া, তার যোগসূত্র ও ভূমিকা বিষয়ে বাংলা ট্রিবিউনের বিশেষ বৈঠকিতে একাত্তর টেলিভিশনের পরিচালক (বার্তা) সৈয়দ ইশতিয়াক রেজা একথা বলেন। ‘সোশ্যাল মিডিয়ার যুগে জঙ্গিবাদ’ শীর্ষক এই বৈঠকিতে তিনি বলেন, এর উত্থান ও হামলাগুলোর পিছনে স্থানীয় রাজনীতির একটা প্রভাব আছে। যেকোন দেশের হামলা স্থানীয় রাজনীতি তাদেরকে সহায়তা করেছে। এই রাজনীতি শক্তিটা ইন্টারনেটে শক্তিশালী হয়েছে আগে। সমাজ যতটা যুক্ত হওয়া দরকার ছিল সেটা হয়নি।

সৈয়দ ইশতিয়াক রেজা

তিনি বলেন, সোশ্যাল মিডিয়া মনিটর করার জন্য বাইরের কোম্পানি কাজ করছে। কোম্পানিগুলো, পত্রিকাগুলো যদি সোশাল মিডিয়া ক্যাম্পেইন পাবলিক রিঅ্যাকশনগলো নিয়ে কাজ করতে পারে, সরকার কেন পারবে না। নিয়ন্ত্রণ করে নির্মূল সম্ভব হবে না। যেকোনও ঘটনা ঘটলে রিঅ্যাক্ট করি দ্রুত কিন্তু আগে থেকে ভাবি না। ভেবে দেখা দরকার কী এক আদর্শ নিম্ন উচ্চবিত্তের সন্তানদের এক ছাদে চলে আসছে। যারা মোটিভেট করছে তারা সফল। আমার মনে হয়, মধ্যবিত্ত অপরারেশন পরিচালনা করছে। তাদের সম্পৃক্ততা আছে,  এটি খাটো করে দেখার সুযোগ নেই।

মিথিলা ফারজানার সঞ্চালনায় বৈঠকিতে অংশ নিচ্ছেন সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজা, অপরাধ বিজ্ঞানী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক জিয়া রহমান, বিজিবির ডিজি মেজর জেনারেল আজিজ আহমেদ, টেলিকম বিশেষজ্ঞ আবু সায়িদ খান, তথ্য প্রযুক্তিবিদ সুমন আহমেদ সাবির, ব্লগার ও লেখক আরিফ জেবতিক এবং বাংলা ট্রিবিউনের ভারপ্রাপ্ত সম্পাদক জুলফিকার রাসেল। বৈঠকি চলবে বেলা ১টা পর্যন্ত।

ছবি: নাসিরুল ইসলাম।

/ইউআই/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি
মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি
সিনেমা নির্মাণে সংগীত পরিচালক ইমন সাহা
সিনেমা নির্মাণে সংগীত পরিচালক ইমন সাহা
বৈষম্যবিরোধী নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ-লাঠিপেটা, আহত ১০
বৈষম্যবিরোধী নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ-লাঠিপেটা, আহত ১০
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক