X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

ছাত্রলীগ নেতার চাপাতির কোপে আহত নার্গিস লাইফ সাপোর্টে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ অক্টোবর ২০১৬, ১২:২৩আপডেট : ০৪ অক্টোবর ২০১৬, ১৬:৩৯

আহত নার্গিস

সিলেটে ছাত্রলীগ নেতার চাপাতির কোপে গুরুতর আহত কলেজছাত্রী খাদিজা বেগম নার্গিসকে ঢাকার স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। সোমবার রাতে তার অবস্থার অবনতি হলে নার্গিসকে সিলেট ওসমানী হাসপাতাল থেকে স্কয়ার হাসপাতালে নিয়ে আসা হয়।

সোমবার বিকালে নার্গিসকে ছাত্রলীগ নেতা বদরুল ইসলাম প্রকাশ্যে কুপিয়ে আহত করে।

ছাত্রলীগ নেতার চাপাতির কোপে আহত নার্গিস লাইফ সাপোর্টে

নার্গিসের পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে সিটি স্ক্যান করার পর তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।  তার চাচা আবদুল কুদ্দুস ও মামা আবদুল বাসেদ জানান, চিকিৎসরা তাদের জানিয়েছেন নার্গিসের অবস্থা সংকটাপন্ন।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, তার মাথার নানা অংশে আঘাতে করা হয়েছে। চিকিৎসকরা দুপুর ২টার মধ্যে তার অপারেশনের ব্যাপারে সিদ্ধান্ত নিতে বলেছে। অপারেশনের ব্যাপারে পরিবারের সম্মতি পাওয়ার পর এরই মধ্যে তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। তবে চিকিৎসকরা জানিয়েছেন, অপারেশনের ৭২ ঘণ্টার আগে তারা কিছুই বলতে পারবে না।

স্কয়ার হাসপাতালের নিউরো সার্জন ডা. এ এম রেজাউস সাত্তারের বরাত দিয়ে নার্গিসের আত্মীয়রা জানিয়েছেন, নার্গিসের অবস্থা গুরুতর। অস্ত্রোপচারের পর তার সম্পর্কে বলা যাবে।

সোমবার বিকালে দ্বিতীয় বর্ষের পরীক্ষা দিতে এমসি কলেজ ক্যাম্পাসে গিয়েছিলেন নার্গিস। বিকালে পরীক্ষা দিয়ে বেরিয়ে আসার সময় ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসম্পাদক বদরুল। পরে অন্য শিক্ষার্থীরা তাকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় পরে শাহজালাল থানায় হত্যাচেষ্টার মামলা দায়ের হয়েছে।

এমসি কলেজ পুকুর পাড়ে রাস্তার ওপর মোবাইল ফোনে ধারণ করা ওই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে ফেসবুকে। আটক বদরুলের কয়েকজন সহযোগীও আশপাশে ছিল বলে ফেসবুকে আসা ছবির মন্তব‌্যে লিখেছেন একজন।

/জেএ/এমডিপি/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি
মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক