X
সোমবার, ১২ মে ২০২৫
২৯ বৈশাখ ১৪৩২

‘বাংলাদেশে যা কিছু অর্জন তা আ. লীগের দান’

বাংলা ট্রিবিউন ডেস্ক
২২ অক্টোবর ২০১৬, ১৩:৪২আপডেট : ২২ অক্টোবর ২০১৬, ১৯:৪৫

শেখ হাসিনা

 

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘পৃথিবীর প্রাচীনতম সংগঠনগুলোর আওয়ামী লীগ অন্যতম। ‘‘৫২ এর ভাষা আন্দোলন, ‘৬৬ এর ৬ দফা এবং মহান স্বাধীনতা সবই এসেছে আওয়ামী লীগের নেতৃত্বে। আজকে আমরা রাষ্ট্র পেয়েছি, আত্মপরিচয়ের সুযোগ পেয়েছি এবং মাতৃভাষা বাংলায় কথা বলতে পারছি। এসবই আওয়ামী লীগের দান। আওয়ামী লীগই বাংলাদেশের সব কিছু এনে দিয়েছে।’’

সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে দলীয় সভাপতি হিসেবে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন,  ‘বারবার আঘাত এসেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর। শত আঘাত উপেক্ষা করে আমাদের নেতাকর্মীরা এই দল ধরে রেখেছে। কত মানুষ আঘাতে পঙ্গু হয়েছেন, মারা গেছেন। আজকের দিনে আমি তাদের সবার প্রতি শ্রদ্ধা জানাই।’

এ সময় তিনি আওয়ামী লীগ ও তার সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশ আর কোনও দরিদ্র মানুষ যেন না থাকে সেজন্য আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে বয়স্ক, দুস্থ ও প্রতিবন্ধীদের ভাতা দেওয়া হচ্ছে। ৫৫ লাখ ৫০ হাজার মানুষ ভাতা পাচ্ছে। এ ধরনের ১৪৫টি সামাজিক নিরাপত্তা কর্মসূচি এখন চলছে। সমাজের অনগ্রসর বেদে, হিজরা, হরিজন সম্প্রদায়কে মাসে ৬০০ টাকা করে ভাতা দেওয়া হচ্ছে। চা শ্রমিকদের জন্য ১৫ কোটি টাকা ভাতা দেওয়া হচ্ছে।

আমরা সারাদেশে খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করেছি। কৃষকদের সাহায্য করার জন্য জামানত ছাড়া কৃষি ব্যাংকের ম্যাধ্যমে কৃষি ঋণের ব্যবস্থা করেছি। ২ কোটি ৫ লাখ ৭৫ হাজার ৩৯৭টি ভতুর্কি কার্ড দিয়েছি। আমরা এখন খাদ্যে স্বয়ং সম্পূর্ণ। বছরে এখন ৩ কোটি ৯০ লাখ মেট্রিন টনের ওপর খাদ্য উৎপাদন হচ্ছে।

তিনি আরও বলেন, শুধু ভাতা দিয়ে চলবে না। তাই আমরা একটি বাড়ি একটি খামার প্রকল্প হাতে নিয়েছি। তাদের জন্য মাইক্রো ক্রেডিটের পরিবর্তে মাইক্রো সেভিংস চালু করেছি। ভূমিহীন, গৃহহীনদের জন্য আমরা ঘর-বাড়ি করে দিচ্ছি। ঘর দিয়ে ঋণ দিয়ে আবাসনের ব্যবস্থা করে দিচ্ছি। যা দারিদ্র্য মুক্তিতে সাহায্য করবে।

প্রধানমন্ত্রীর ভাষণে তিনি বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ এখন আর স্বপ্ন নয়। সারাদেশে এখন ইন্টারনেট আছে। সবার হাতে মোবাইল তুলে দিয়েছি। মোবাইল ফোনের মাধ্যমে কৃষকরা তথ্য পাচ্ছে। ডিজিটাল সেন্টার, ই-কমার্স সেন্টার করা হয়েছে।’

শিক্ষার উন্নয়নের জন্য বিনামূল্যে শিক্ষার্থীদের জন্য ১৯৩ কোটি বই বিনামূল্যে দিয়েছি। শিক্ষাক্ষেত্রে মাল্টিমিডিয়া ক্লাসরুমের ব্যবস্থা করা হয়েছে। তাদের বৃত্তির ব্যবস্থা করা হয়েছে।

দেশের মানুষকে বিনা পয়সায় ৩০ প্রকার ওষুধ দেওয়া হচ্ছে। যাতে করে মাতৃ ও শিশু মৃত্যুর হার কমে এসেছে। এছাড়া দেশের এক লাখ পরিবারকে স্বাস্থ্যকার্ড দেওয়ার পরিকল্পনাও আছে।

দেশের অবকাঠামো উন্নয়নের কার্যক্রম হিসেবে সড়ক, রেল ও বিমান যোগাযোগের ব্যাপক উন্নয়ন করা হয়েছে। এসব উন্নয়নের মাধ্যমে দেশে বিদেশি বিনিয়োগ বাড়ানোর ব্যবস্থা করেছি।

নারীদের এগিয়ে নেওয়ার জন্য যুগোপযোগী নারী নীতিমালা প্রণয়ন করা হয়েছে। কর্মক্ষেত্রসহ সব জায়গায় নারীদের সমান অধিকার নিশ্চিত করতে কাজ করেছি। প্রতিটি নির্বাচনের নারীদের অংশগ্রহণ নিশ্চিত করেছি। বাংলাদেশের পার্লামেন্ট একমাত্র পার্লামেন্ট যেখানে স্পিকার, ডেপুটি স্পিকার ও দুই দলের নেত্রী নারী। পৃথিবীর আর কোথাও এমন পরিস্থিতি নেই।  

/এসটি/টিএন/

আরও পড়ুন:

সম্মেলন শুরুর আগেই রাজধানীজুড়ে ভোগান্তি

সোহরাওয়ার্দী উদ্যানে আসতে শুরু করেছেন কাউন্সিলররা

আ. লীগের ২০তম জাতীয় সম্মেলন আজ

সেলফি না তোলার আহ্বান নেতাকর্মীদের

আ. লীগের সম্মেলন: নেতৃত্বের আশায় বুক বেঁধেছে তরুণরা 

কী হবে সেটা নেত্রী আর আমি জানি: আশরাফ

শেখ হাসিনার দিকেই তাকিয়ে কাউন্সিলররা

বিএনপির নিবিড় পর্যবেক্ষণে আ.লীগের জাতীয় সম্মেলন

রোজগার্ডেন থেকে গণভবন

আ. লীগের কোনও কর্মী ব্যথা পেলে আমার হৃদয়ে লাগে: আশরাফ
সম্মেলন উদ্বোধন করলেন শেখ হাসিনা

আওয়ামী লীগের যত সম্মেলন

রাজধানীতে যেন ঈদ

সম্পর্কিত
‘আ. লীগের নতুন নেতৃত্ব জনগণের প্রত্যাশা পূরণ করবে’
নতুন নেতৃত্বের কাছে দুই প্রত্যাশা
আ.লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হলেন যারা
সর্বশেষ খবর
ঢাবিতে সম্মিলিত কণ্ঠে শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন
ঢাবিতে সম্মিলিত কণ্ঠে শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন
নাফ নদে আরাকান আর্মির গুলিতে বাংলাদেশি দুই জেলে আহত
নাফ নদে আরাকান আর্মির গুলিতে বাংলাদেশি দুই জেলে আহত
তৈরি পোশাক রফতানিতে ইইউ শীর্ষে, যুক্তরাষ্ট্র দ্বিতীয়
তৈরি পোশাক রফতানিতে ইইউ শীর্ষে, যুক্তরাষ্ট্র দ্বিতীয়
ঈদে ২০০ টাকা অতিরিক্ত ভাড়া দাবি বাস মালিকদের
ঈদে ২০০ টাকা অতিরিক্ত ভাড়া দাবি বাস মালিকদের
সর্বাধিক পঠিত
তালের শাঁস খেলে এত উপকার পাওয়া যায় জানতেন?
তালের শাঁস খেলে এত উপকার পাওয়া যায় জানতেন?
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
একাত্তরে গণহত্যায় সহযোগিতায় অভিযুক্তদের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যার আহ্বান এনসিপি’র
একাত্তরে গণহত্যায় সহযোগিতায় অভিযুক্তদের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যার আহ্বান এনসিপি’র