X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
২৯ বৈশাখ ১৪৩২

সম্মেলন শুরুর আগেই ভোগান্তি

ওমর ফারুক
২২ অক্টোবর ২০১৬, ০৯:৩৯আপডেট : ২২ অক্টোবর ২০১৬, ১২:২২

রাজধানীতে ভোগান্তি মতিঝিল থেকে মোহাম্মদপুরে যাওয়ার চেষ্টা করছিলেন এটিসিএল বাসের চালক রফিক। সময় তখন শনিবার সকাল সাড়ে ৮টা। গুলিস্তান মোড়ে আসার পর ট্রাফিক পুলিশ তাকে রমনার রাস্তা এড়িয়ে দোয়েল চত্বর হয়ে নিউমার্কেট নিয়ে যাওয়ার কথা বলে দেন। কিন্তু দোয়েল চত্বরে এসেই তিনি বাস নিয়ে আটকে পড়েন। শহীদ মিনারের দিকে যাওয়ার জন্য ২০ মিনিটেও বেশি অপেক্ষা করতে হয় তাকে।

একই অবস্থা আওয়ামী লীগের ২০ তম কাউন্সিল স্থলের আশপাশের সবগুলো মোড়সহ রাজধানীর বিভিন্ন রাস্তায়। শনিবার (২২ অক্টোবর) সকাল ১০ টায় কাউন্সিল শুরুর কথা থাকলেও ভোর থেকেই বিভিন্ন জেলা থেকে আসা কাউন্সিলর ও ডেলিগেটরা সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সম্মেলন স্থলে আসতে শুরু করেন। তবে বিশৃঙ্খলা এড়াতে গণপরিবহনের জন্য বিকল্প পথ নির্দিষ্ট করেও যানজট এড়ানো যায়নি। রাজধানীতে ভোগান্তি

শনিবার মৎস ভবন, হাইকোর্টের সামনে কদম ফোয়ারার মোড়, শিক্ষা ভবনের সামনে রমনাগামী মোড়, দোয়েল চত্বর থেকে টিএসসি ও শহীদমিনারের দিকের মোড়, শাহবাগ থেকে টিএসসি ও কাঁটাবন সিগন্যালের দিকের রাস্তা ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। শনিবার ছুটির দিন হওয়ার পরও সবগুলো মোড়েই সকাল থেকেই যানজট দেখা গেছে।  

সাধারণ যাত্রীরা অভিযোগ করেন, সম্মেলনস্থলের আশপাশের রাস্তাগুলোয় গাড়ি স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে না। তারওপর নেতাকর্মীরা যেভাবে খুশি রাস্তা দিয়ে চলাচল করার কারণেও বিশৃঙ্খলা তৈরি হয়েছে। পর্যাপ্ত ট্রাফিক পুলিশও নেই রাস্তায়। সম্মেলনে অংশ নিতে আসা লোকেরা ইচ্ছামতো গাড়ি পার্ক করছে। রাজধানীতে ভোগান্তি

মেয়র হানিফ ফ্লাইওভারের ধীরে যান চলাচল করছে। চানখারপুল মোড়ে যানজট তৈরি হয়েছে সকাল থেকেই। বকশিবাজার মোড় সহ আশপাশের সব রাস্তায়ই যানজট।

সকাল ৯টার দিকেও চানখারপুল মোড়ে ট্রাফিক পুলিশের কোনও সার্জেন্ট দেখা যায়নি। ট্রাফিক বিভাগের একজন এএসআই ছিলেন সেখানে। এএসআই আখতার বলেন, ‘সকাল থেকেই চেষ্টা করছি যান নিয়ন্ত্রণের। বেলা বাড়ছে, গাড়িও বাড়ছে, দেখি পরিস্থিতি কী হয়।’

সম্মেলন স্থলে প্রবেশের জন্য কাউন্সিলরদের জন্য ৪টি গেট নির্ধারিত থাকলেও এখন পর্যন্ত তাদের বেশি প্রবেশ করতে দেখা গেছে রমনা কালিমন্দির ও টিএসটি গেট দিয়ে। এছাড়া পল্টন থেকে শাহবাগ আসার সব রাস্তা বন্ধ করে দেওয়ায় লোকজন বাধ্য হয়ে পায়ে হেঁটে চলাচল করছেন। রাজধানীতে ভোগান্তি

এদিকে সাইনল্যাব মোড় থেকে এলিফ্যান্ট রোডের দিকে যান চলাচল শনিবার সকাল ৭টা থেকেই বন্ধ। পথচারীদের তল্লাশি করে যেতে দেওয়া হচ্ছে সে পথে। মিরপুর-১ ও গাবতলী থেকে আসা বাসা আসাদগেট হয়ে ফার্মগেট যেতে পারছে না। আবার শুক্রাবাদ থেকে পান্থপথ হয়েও কাওরানবাজার বাসে করে যাওয়ার সুযোগ নেই। ফলে কাওরানবাজার যেতে হলে আসাদগেট থেকে হেঁটে যেতে হচ্ছে। রাজধানীতে ভোগান্তি

আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে রাজধানীতে যান চলাচল নিয়ন্ত্রণ করবে পুলিশ। এই দুদিন শাহবাগ হয়ে মৎস্য ভবনের দিকে এবং জাতীয় প্রেসক্লাব হয়ে শাহবাগের দিকে কোনও গাড়ি চলতে দেওয়া হবে না বলে আগেই জানিয়ে দিয়েছে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ।

আরও পড়ুন-

আ. লীগের সম্মেলন: নেতৃত্বের আশায় বুক বেঁধেছে তরুণরা 

কী হবে সেটা নেত্রী আর আমি জানি: আশরাফ

শেখ হাসিনার দিকেই তাকিয়ে কাউন্সিলররা

বিএনপির নিবিড় পর্যবেক্ষণে আ.লীগের জাতীয় সম্মেলন

সেলফি না তোলার আহ্বান নেতাকর্মীদের

/ওএফ/এফএস/ 

সম্পর্কিত
‘আ. লীগের নতুন নেতৃত্ব জনগণের প্রত্যাশা পূরণ করবে’
নতুন নেতৃত্বের কাছে দুই প্রত্যাশা
আ.লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হলেন যারা
সর্বশেষ খবর
আ.লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন মত প্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ন করে না: অন্তর্বর্তী সরকার
আ.লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন মত প্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ন করে না: অন্তর্বর্তী সরকার
সাবেক এমপি শিল্পী মমতাজ গ্রেফতার
সাবেক এমপি শিল্পী মমতাজ গ্রেফতার
দায়িত্বশীল সাংবাদিকতায় বাংলা ট্রিবিউনের এগিয়ে চলা
দায়িত্বশীল সাংবাদিকতায় বাংলা ট্রিবিউনের এগিয়ে চলা
ইউক্রেন-রাশিয়া বৈঠকে যোগ দিতে পারেন ট্রাম্প
ইউক্রেন-রাশিয়া বৈঠকে যোগ দিতে পারেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ