X
শনিবার, ১৮ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

কাপড় পেঁচিয়ে হাতকড়া আড়াল করেছিল রুবেল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ নভেম্বর ২০১৬, ১৩:৪২আপডেট : ১৫ নভেম্বর ২০১৬, ১৭:০৮

পুলিশের সামনে দিয়ে এভাবেই আদালত থেকে পালিয়ে যায় রুবেল। সিসি ক্যামেরার ফুটেজ থেকে নেওয়া।

গারো তরুণী ধর্ষণ মামলার প্রধান আসামি রাফসান হোসেন রুবেল হাতকড়া পরা অবস্থায় আদালত থেকে পালিয়ে যায়। পালাতে সক্ষম হলেও হাতকড়া খুলতে পারেনি সে। হাতকড়া আড়াল করতে হাতে কাপড় পেঁচিয়ে রাখে সে। মঙ্গলবার সকালে পুলিশের হাতে ধরা পড়ে রুবেল। এ সময়ও তার হাত কাপড় দিয়ে পেঁচানো ছিল।

মঙ্গলবার সকালে তাকে গ্রেফতারের পর বনানীতে ডিসি গুলশানের কার্যালয়ে সংবাদ সম্মেলন এসব কথা জানায় পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার মোস্তাক আহমেদ।

তিনি বলেন, রুবেল আদালত থেকে বের হয়ে হাতকড়া আড়াল করে শাঁখারি বাজারের দিকে যায়। পথে লেপ-তোষকের দোকার থেকে এক খণ্ড কাপড় নিয়ে হাতে পেঁচিয়ে নেয়। পরে শাখারিবাজার মসজিদে গিয়ে ঢোকে। সেখানে আসরের নামাজ পড়ে সন্ধ্যা পর্যন্ত ভেতরে বসে থাকে। পরে বের হয়ে তার এক বন্ধুকে ফোন করে বিকাশের মাধ্যমে এক হাজার টাকা নেয়। সেখান থেকে গুলিস্তানে যায়। পরে গ্রামীণ পরিবহনের একটি গাড়িতে বাড্ডা চলে আসে। সেখান থেকে যায় ভাটারা নূরের চালায়। পরে বন্ধুদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তারা সাড়া না দেওয়ায় একটি নির্মাণাধীন ভবনে রাত কাটায়। সকালে সে ঢাকার বাইরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। পরে সে বাসে করে টঙ্গীতে যায়। ভিড় এড়াতে সে বিভিন্ন ফাঁকা স্থানে ঘোরাঘুরি করে। এর মধ্যে সে রাস্তায় চটপটি খায়। যেহেতু পুলিশ তাকে খুঁজছে তাই সে কোনও হোটেলে যায়নি। একপর্যায়ে কোথায় যাবে সিদ্ধান্ত নিতে না পেরে সন্ধ্যায় আবার বাড্ডা চলে আসে। সুবাস্তু টাওয়ারের কাছে একটি কালভার্টের পাশে বস্তিঘরের পাশে রাত কাটায়। সকালে আবার ঢাকার বাইরে যাওয়ার জন্য সুবাস্তু টাওয়ারের কাছে বাসস্ট্যান্ডে আসে।

এরমধ্যে পুলিশ ম্যানুয়ালি রুবেলকে কোথায় কোথায় দেখা গেছে সেই খবর পায়। পুলিশ সাদা পোশাকে বিভিন্ন স্থানে নজরদারি করছিল। মঙ্গলবার সকালে সুবাস্ত টাওয়ারের পাশের বাসস্ট্যান্ডে রুবেলকে দেখে বাড্ডা থানার এসআই বিএম মামুন দৌঁড়ে গিয়ে জাপটে ধরে তাকে। এসআই সাদা পোশাকে থাকায় তাকে ছিনতাইকারী বলে ফাঁসানোর চেষ্টা করে রুবেল। ততক্ষণে পুলিশের অন্য সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে যায়। পরে তারা রুবেলের হাতে পেঁচানো কাপড় খুলে ফেলে। রুবেলের হাতে হাতকড়া দেখিয়ে পুলিশ জনগণকে বিষয়টি অবহিত করে।

আদালতে রুবেলের ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।  

/এনএল/বিটি/এসটি/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘শেখ হাসিনা দেশে ফিরেছিলেন বলেই স্বাধীনতার সুফল ভোগ করছি’
‘শেখ হাসিনা দেশে ফিরেছিলেন বলেই স্বাধীনতার সুফল ভোগ করছি’
তালের শাঁসের ৩ রেসিপি
তালের শাঁসের ৩ রেসিপি
ধর্ষণের অভিযোগে গ্রেফতার জুজুৎসুর নিউটন
ধর্ষণের অভিযোগে গ্রেফতার জুজুৎসুর নিউটন
কানের লাল গালিচায় হাঁটতে কী লাগে, জানালেন প্রিয়তী
কানের লাল গালিচায় হাঁটতে কী লাগে, জানালেন প্রিয়তী
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি