X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

‘বিদেশিদের ওপর হামলার পরিকল্পনা ছিল জঙ্গিদের’

এফ এম মীজানুর রহমান, চট্টগ্রাম
১৬ মার্চ ২০১৭, ১২:৩৬আপডেট : ১৬ মার্চ ২০১৭, ১২:৩৬

সীতাকুণ্ডে জঙ্গি আস্তানায় অভিযান চট্টগ্রামের সীতাকুণ্ডে দুই জঙ্গি আস্তানার জঙ্গিরা হয়তো চট্টগ্রামে কর্মরত বিদেশি নাগরিকদের ওপর হামলার পরিকল্পনা করেছিল বলে ধারণা করছে পুলিশ। পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম এই তথ্য জানিয়েছেন। সীতাকুণ্ডের প্রেমতলার ‘ছায়ানীড়’ নামের বাড়িতে চালানো অপারেশন ‘অ্যাসল্ট সিক্সটিন’ শেষ হওয়ার পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

চট্টগ্রামে মীরসরাই ও সীতাকুণ্ডে পরপর জঙ্গিদের কয়েকটি আস্তানা শনাক্তের বিষয়ে জানতে চাইলে ডিআইজি বলেন, ‘সরকারের উন্নয়নমূলক কাজ বাধাগ্রস্ত করার জন্যই জঙ্গিরা তৎপর হয়েছে বলে আমরা ধারণা করছি।’ সীতাকুণ্ডে জঙ্গি আস্তানায় অভিযান

এসময় শফিকুল ইসলাম আরও বলেন, ‘চট্টগ্রামে এখন অনেক বিদেশি কর্মরত রয়েছেন। জঙ্গিরা হয়তো তাদের ওপর হামলার পরিকল্পনা করেছিল।’

তিনি জানান, অপারেশন শেষে এখন বোম্ব ডিসপোজাল ইউনিট বাসার ভেতরে প্রবেশ করছে। তারা বোমা নিষ্ক্রিয় করার কাজ করছে।

অপারেশন অ্যাসল্ট সিক্সটিনের অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (১৬ মার্চ) ভোর সোয়া ৬টা থেকে সোয়া এক ঘণ্টার অভিযান চালানো হয়। ঢাকার কাউন্টার টেরোরিজম ইউনিটের সোয়াত টিমের নেতৃত্বে অভিযানে অংশ নেন চট্টগ্রাম সোয়াত, র‌্যাব ও পুলিশ সদস্যরা। অভিযান শুরুর পর সোয়াত সদস্যদের লক্ষ্য করে আত্মঘাতী হামলা চালায় জঙ্গিরা। অভিযানে এক নারী ও তিন পুরুষ জঙ্গি নিহত হয়েছে। নিহত জঙ্গিদের সবাই নব্য জেএমবির সদস্য। জঙ্গি আস্তানায় সোয়াতের অভিযান

এর আগে বুধবার (১৫ মার্চ) সন্ধ্যার পর সীতাকুণ্ড পৌরসভার আমিরাবাদ এলাকায় নামারবাজারে ‘সাধনকুটির’ নামের একটি বাড়ি থেকে জসিম ও আরজিনা নামের দুই জঙ্গিকে আটক করে পুলিশ। ওই নারীর গায়ে আত্মঘাতী হামলার ভেস্ট ছিল। সাধনকুটির থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়।

/টিআর/এফএস/

আরও পড়ুন-

সম্পর্কিত
সর্বশেষ খবর
মিরপুরে ট্রাফিক বক্সে আগুন দিলো অটোরিকশাচালকরা
মিরপুরে ট্রাফিক বক্সে আগুন দিলো অটোরিকশাচালকরা
অচিরেই জলাবদ্ধতা সমস্যার সমাধান হবে
অচিরেই জলাবদ্ধতা সমস্যার সমাধান হবে
রাজস্ব আদায়ে সব মাইলফলক অতিক্রম করবে: মেয়র তাপস
রাজস্ব আদায়ে সব মাইলফলক অতিক্রম করবে: মেয়র তাপস
রোহিঙ্গা ক্যাম্পে হ্যান্ডগ্রেনেড ও অস্ত্রসহ ৪ আরসা সদস্য আটক
রোহিঙ্গা ক্যাম্পে হ্যান্ডগ্রেনেড ও অস্ত্রসহ ৪ আরসা সদস্য আটক
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক