X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

এবার নিহতদের ‘সঠিক’ সংখ্যা জানতে চায় হেফাজত

চৌধুরী আকবর হোসেন
০৫ মে ২০১৭, ১২:০৮আপডেট : ০৫ মে ২০১৭, ১৯:৩৬

হেফাজতে ইসলাম

আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, ২০১৩ সালের ৫ মে রাজধানীসহ বিভিন্ন স্থানে হেফাজতের ২২ কর্মীসহ ৩৯ জন নিহত হয়েছিল। আর হেফাজতের দাবি, শুধু শাপলা চত্বরেই নিহত হয়েছিল শতাধিক। এরপর বিভিন্ন সময় হেফাজত নিজেই নিহতদের তালিকা প্রকাশের কথা বললেও গত চার বছরে তারা তা করেনি। এবার এ সংগঠনটি সরকারের কাছে শাপলা চত্বরে নিহতদের ‘সঠিক’ সংখ্যা প্রকাশের দাবি জানিয়েছে।

ইসলাম ধর্মের অবমাননা বন্ধে আইন পাসসহ ১৩ দফা দাবিতে আন্দোলনে নেমেছিল হেফাজতে ইসলাম। অরাজনৈতিক সংগঠন হলেও ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর নেতারাই হেফাজতের নেতৃত্বে ছিলেন। এ সংগঠনের আমির হাটহাজারী দারুল উলুম মইনুল ইসলাম মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী। তাকে সামনে রেখে এই আন্দোলন শুরু হলেও পরবর্তীতে তা রাজনৈতিক আন্দোলনের রূপ নেয়। তার চূড়ান্ত রূপ দেখা যায় ২০১৩ সালের ৫ মে। এদিন রাজধানীসহ সারাদেশে ব্যাপক সহিংসতা ও নাশকতা হয়েছিল। এ ঘটনায় রাজধানীসহ বিভিন্ন স্থানে হেফাজতের ২২ কর্মীসহ ৩৯ জন নিহত হন। ৮৩ মামলায় ৩ হাজার ৪১৬ জনের নাম উল্লেখসহ ৮৪ হাজার ৯৭৬ জনকে আসামি করা হয় বলে পুলিশ সদর দফতর জানায়। এসব মামলায় হেফাজতে ইসলাম, ইসলামী ঐক্যজোট, জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির, নেজামে ইসলাম, খেলাফত মজলিশ, খেলাফত আন্দোলন, জমিয়তে উলামায়ে ইসলাম, বিএনপি, যুবদল ও ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকর্মীদের আসামি করা হয়।

নিহতদের তালিকা প্রকাশ প্রসঙ্গে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, ‘আমাদের আমির আল্লামা শফী বলেছেন, ৫মে সরকারই আমাদের কর্মীদের হত্যা করেছে তাই সরকারই তালিকা করবে। এরপরও যদি হেফাজতেকে কিছু করতে হয় তবে হেফাজতের আমির সিদ্ধান্ত নেবেন।’

তিনি আরও বলেন, ‘প্রথম থেকেই আমরা বলেছি, ৫ মে কাউকে আমরা মারতে যাইনি। সেদিন সরকার আমাদের দাঁড়াতে দেয়নি, জানাজাও পড়েতে দেয়নি, আমরা তালিকা কোথা থেকে করবো। এজন্য সরকারের দায়িত্ব নিহতেদের সঠিক সংখ্যা প্রকাশ করা। আমাদের কর্মীদের উপর ১ লাখ ৫৪ হাজার গুলি ছোড়া হয়েছিল।’

এদিকে, ২০১৩ সালে ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জসহ হওয়া নাশকতার ৮৩ মামলার মধ্যে এখনও ৬৮ মামলার তদন্ত শেষ হয়নি। এর মধ্যে রাজধানীতে মামলা দায়ের হয়েছিল ৫৩টি। গত চার বছরে পুলিশ ১৫টি মামলার অভিযোগপত্র দিয়েছে।

 ৫ মে নিয়ে কর্মসূচি প্রসঙ্গে হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব মুফতি ফয়জুল্লাহ বলেন, ‘হেফাজতের সব সিদ্ধান্ত দেন আহমদ শফী। আমরা সব সময় দেশের মানুষের এবং সব শহীদদের জন্য দোয়া করি। ৫মে দোয়া হবে। তবে দিবস হিসেবে পালন করা হবে না।’

হেফাজতের নেতা-কর্মীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন মুফতি ফয়জুল্লাহ। তিনি বলেন, ‘আহমদ শফীর নেতৃত্বে হেফাজতে ইসলাম শুরু থেকেই নির্ভীক। ১৩ দফা দাবিসহ অন্যান্য লক্ষ্য পূরণের বিষয়ে অটল আছে এবং আাগামীতেও থাকবে।’

/সিএ/এসটি/

আরও পড়ুন: সেই হেফাজত এই হেফাজত

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন