X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

সাহিত্যের কোনও সীমানা নেই: জুলফিকার রাসেল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ নভেম্বর ২০১৭, ১৬:৪৫আপডেট : ০৯ নভেম্বর ২০১৭, ১৯:২৫

বাংলা ট্রিবিউনের সম্পাদক জুলফিকার রাসেল বৈঠকির নাম ‘সীমানাই যখন কেন্দ্র’ রাখার যথার্থতা উল্লেখ করে বাংলা ট্রিবিউনের সম্পাদক জুলফিকার রাসেল বলেন, ‘সাহিত্যের কোনও সীমানা নেই। উদাহরণ হিসেবে বলতে পারি, আমার দেশেরই একদম প্রত্যান্ত অঞ্চলের কোনও লেখক যদি কিছু লিখেন, তখন তার লেখা দেশ-বিদেশে ছড়িয়ে যায় এবং তিনি বাংলাদেশকেই প্রতিনিধিত্ব করেন। আবার বিদেশি কোনও লেখক অথবা সাহিত্যিক কিন্তু নিজেও তার নিজের দেশের প্রতিনিধিত্ব করেন।’
বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকাল ৪টা ১৫ মিনিটে শুরু হওয়া ‘সীমানাই যখন কেন্দ্র’ শীর্ষক বাংলা ট্রিবিউন বৈঠকিতে বাংলা ট্রিবিউনের সম্পাদক এসব কথা বলেন। ১৬ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া সাহিত্যিকদের মিলনমেলা ‘ঢাকা লিট ফেস্ট’কে সামনে রেখে এই বিশেষ বৈঠকির আয়োজন করা হয়।
বৈঠকিতে জুলফিকার রাসেল আরও বলেন, ‘‘ঢাকা লিট ফেস্ট এমনই একটি সাহিত্য সম্মেলন যেখানে দেশি-বিদেশি অনেক লেখক সাহিত্যিক আসেন, আসবেন। তারা নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করবেন। এই যে লেখক-সাহিত্যিকদের মিলনমেলা, এটাকেই বলা হচ্ছে ‘সীমানাই যখন কেন্দ্র’।’’
বৈঠকিতে আলোচক হিসেবে আরও উপস্থিত আছেন সাহিত্যিক আনিসুল হক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কবি শামীম রেজা, দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার নির্বাহী সম্পাদক ও কবি মাসুদা ভাট্টি, ঢাকা লিট ফেস্টের পরিচালক সাদাফ সায্‌ সিদ্দিকী ও আহসান আকবার এবং সাহিত্যিক অদিতি ফাল্গুনী।
মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকি সরাসরি সম্প্রচার করা হচ্ছে এটিএন নিউজে। এছাড়া, বাংলা ট্রিবিউনের ওয়েবসাইট ও ফেসবুক পেজ থেকেও সরাসরি সম্প্রচার করা হচ্ছে বৈঠকি। বৈঠকির খবর পড়তে চোখ রাখুন বাংলা ট্রিবিউনে।
আরও পড়ুন-

‘সীমানাই যখন কেন্দ্র’ শীর্ষক বৈঠকি শুরু

/আরএআর/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সিরিয়ায় ইসরায়েলি হামলায় ৮ সেনা আহত
সিরিয়ায় ইসরায়েলি হামলায় ৮ সেনা আহত
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
এক উপজেলায় ১৩ প্রার্থীর সবাই আ.লীগের
এক উপজেলায় ১৩ প্রার্থীর সবাই আ.লীগের
শিরোপাজয়ী দল কি কোটি টাকা পাবে?
ফিরছে সুপার কাপশিরোপাজয়ী দল কি কোটি টাকা পাবে?
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক