X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

আগুনে আতঙ্কিত না হয়ে করণীয় জানতে হবে

সাদ্দিফ অভি
৩১ মার্চ ২০১৯, ১০:৫৭আপডেট : ৩১ মার্চ ২০১৯, ১৪:৪৭

এফ আর টাওয়ারে আগুন

গত কয়েক দিনে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে অগ্নিকাণ্ডের ঘটনা অহরহ ঘটছে। আগুনে প্রাণহানি থেকে শুরু করে সম্বলহারা হচ্ছে সাধারণ মানুষ। পাশপাশি ঘন ঘন আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে জনমনে। তবে আতঙ্কিত না হয়ে আগুনের সময় করণীয় কী তা জানার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। গণমাধ্যম এসব করণীয় প্রচার করলে মানুষের মধ্যে এক ধরনের আস্থা তৈরি হবে, এতে দুর্যোগ মুহূর্তে ব্যবস্থাপনার কাজটি সাধারণ মানুষ নিজেরাই করতে পারবেন। এর পাশাপাশি দুর্ঘটনায় আক্রান্ত ব্যক্তির লাশের ছবি কিংবা দুর্ঘটনার ছবি প্রচারে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে বলেও মন্তব্য করেন সংশ্লিষ্টরা।

২০ ফেব্রুয়ারি চকবাজারের চুরিহাট্টায় অগ্নিকাণ্ডে ৭৮ জনের প্রাণহানি ঘটে। সেদিন রাত সাড়ে ১০টার দিকে আগুনের সূত্রপাত হলে ফায়ার সার্ভিসের পাঁচ ঘণ্টা সময় লাগে আগুন নিয়ন্ত্রণে আনতে। চকবাজারের আগুনের রেশ কাটতে না কাটতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বনানীর এফ আর টাওয়ারে। বৃহস্পতিবার দুপুরে লাগা এই আগুন প্রায় সাড়ে ছয় ঘণ্টা চেষ্টার পর সন্ধ্যা ৭টার দিকে নেভানো সম্ভব হয়। ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট আগুন নেভানোর কাজ করে। এই অগ্নিকাণ্ডে ২৬ জনের প্রাণহানি ঘটেছে। আহত ও অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন আরও অর্ধ শতাধিক। তার ঠিক একদিন পরেই শনিবার ভোরে আগুন লাগে গুলশানের ডিএনসিসি কাঁচা বাজারে। ভোর পৌনে ছয়টায় আগুনের সূত্রপাত হলে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের প্রচেষ্টায় সকাল সাড়ে ৮টায় আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়। এই আগুনে পুরো কাঁচাবাজার পুড়ে গেছে।

এছাড়া,  শনিবার দুপুরে গুলশানের ডেল্টা টাওয়ারে আগুনের ঘটনা ঘটলে তাৎক্ষণিক পদক্ষেপে নিভিয়ে ফেলা সম্ভব হয়েছে।

এদিকে ঘন ঘন এ আগুনের ঘটনা মানুষকে আতঙ্কিত করে তুলছে। কর্মস্থলে যাওয়ার পথে কিংবা কর্মস্থলে, এমনকি বাসায় মানুষ নিজেকে নিরাপদ মনে না করে আতঙ্কে দিন কাটাচ্ছে।

এক্ষেত্রে বিশেষজ্ঞদের পরামর্শ আতঙ্কিত না হয়ে আগুন লাগলে করণীয় নিয়ে ভাবতে হবে। আগুন লাগলে কী করতে হবে আর কী না তার ধারণা সবারই থাকা জরুরি।

আগুন লাগলে করণীয় হিসেবে ফায়ার সার্ভিস বলছে, ফায়ার সার্ভিসকে তাৎক্ষণিকভাবে অবহিত করে শুরুতেই আগুন নেভানোর চেষ্টা করতে হবে। এসময় বহনযোগ্য অগ্নি নির্বাপনী যন্ত্র ব্যবহার করতে হবে। বৈদ্যুতিক লাইনে/যন্ত্রপাতিতে আগুন ধরলে পানি ব্যবহার করা যাবে না। বহনযোগ্য কার্বন ডাই-অক্সাইড/ড্রাইকেমিক্যাল পাউডার এক্সটিংগুইসার ব্যবহার করতে হবে। তা না পেলে শুকনো বালি ব্যবহার করতে হবে। তেল জাতীয় পদার্থের আগুনে পানি ব্যবহার বিপদজনক। বহনযোগ্য ফোমটাইপ ফায়ার এক্সটিংগুইসার/শুকনো বালি/ ভেজা মোটা কাপড় বা চটের বস্তা দিয়ে আগুন চাপা দিতে হবে। গায়ে বা পরনের কাপড়ে আগুন ধরলে মাটিতে গড়াগড়ি করতে হবে।

ধোঁয়ার মধ্যে মুখ না ঢেকে বের হওয়া যাবে না। এমনকি হেঁটেও বের হওয়া থেকে বিরত থাকতে হবে। যদি সারা বাড়ি ঘন কালো ধোঁয়ায় ভরে যায়, তাহলে নিচু হয়ে হামাগুড়ি দিয়ে অথবা গড়াতে গড়াতে বের হতে হবে। মুখ সম্পূর্ণ ঢেকে ধোঁয়ার তলা দিয়ে বের হয়ে আসুন। ধোঁয়ার মধ্যে নিশ্বাস নেওয়া খুবই বিপদজনক। এতে আপনার শ্বাসনালী পুড়ে যেতে পারে। 

যদি দেখা যায় দরজা গরম, দরজার নিচ দিয়ে বা ফাঁকা জায়গা দিয়ে ধোঁয়া আসছে এবং দরজার হাতলও গরম তাহলে দরজা খুলবেন না। তার মানে বুঝতে হবে আগুন কাছে চলে এসেছে। যদি দেখেন দরজার হাতল ঠাণ্ডা, দরজার ফাঁক দিয়ে ধোঁয়া আসছে না তাহলে ধীরে ধীরে ও সাবধানতার সঙ্গে দরজা খুলুন এবং তাড়াতাড়ি ভবন থেকে বের হওয়ার চেষ্টা করুন।

আপনি যদি ঘরের মধ্যে বন্দি হয়ে পড়েন তাহলে ডাস্ট টেপ, ভেজা তোয়ালে বা কাপড় দিয়ে দরজা ও তার আশেপাশের সব ফাঁকা জায়গা ও বাতাস চলাচলের পথ বন্ধ করে দিন । আগুন যদি আপনার রান্না ঘরের তেল বা গ্রিজ থেকে সৃষ্টি হয়, তাহলে তার ওপর বেকিং সোডা বা লবণ ঢেলে দেওয়ার চেষ্টা করুন। এটা যদি রান্না করার পাত্রে সূত্রপাত হয় তাহলে তা ঢাকনা দিয়ে দ্রুত ঢেকে দিন। জ্বলতে থাকা কড়াইয়ে পানি ঢালবেন না বা ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করবেন না।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আলী আহমদ খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আগুন আসলে প্যানিকের বিষয় নয়। আগুন তো লাগতেই পারে। আপনার যদি প্রস্তুতি থাকে, ফায়ারকে মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকলে প্যানিক হওয়ার কিছু নেই। আগুন লাগলে করণীয় কী সেই বিষয়ে সবার জানতে হবে। এছাড়া আরও কিছু বিষয় জানতে হবে, এর মধ্যে আছে ইলেকট্রিক কেবল কী ধরনের লাগাতে হবে সেই জিনিসটা। এছাড়া আগুন লাগলে কার কী কর্তব্য সেটা জানতে হবে। প্রতিটি বিল্ডিংয়ের একটা আপদকালীন পরিকল্পনা থাকতে হবে, যাতে এই ধরনের পরিস্থিতি মোকাবিলা করা যায়।

দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ গওহার নঈম ওয়ারা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অস্বাভাবিক কিছু দেখলেই মানুষ আতঙ্কিত হয়। কোনোখানে আগুন লাগলে মানুষ জানতে চায় তার কাছের মানুষ সুস্থ আছে কিনা। এটাকে প্যানিক বলা যায় কিংবা কন্সেন্ট বলা যায়। আমাদের আগুনের খবর যেভাবে ছড়ায়, সেই খবর মানুষকে আরও অস্থির করে তোলে। আমরা দুর্ঘটনার জায়গায় ছবি তুলছি, মানুষ লাফায় পড়ছে এমন ছবি। সেই ছবি আবার ভাইরাল করে দিচ্ছি। যেমন নিউ জিল্যান্ডের হামলার ভিডিও বিভিন্ন টিভি চ্যানেলে দেখানো হয়েছে। এগুলো কিন্তু মানুষের মধ্যে ভীতির সঞ্চার করে।’

তিনি আরও বলেন, ‘নিউইয়র্কে টুইন টাওয়ারে যখন হামলা হলো, তখন কিন্তু অনেক লাশ ছিল। সেদেশের গণমাধ্যম লাশের ছবি কোথাও দেখায়নি। সেখানকার মানুষ জানে কী দেখাতে, হবে কি না। সেই এথিক্যাল জায়গায় আমরা নেই। আমাদের গণমাধ্যমকর্মীরা বনানীর ঘটনার দিন সেখানে সংবাদ প্রচার করেছে, কারও মাথায় হেলমেট নেই, কারও মুখে মাস্ক নেই। কীভাবে তাদের প্রতিষ্ঠান পারলো এভাবে পাঠিয়ে দিতে? টুইন টাওয়ারের ঘটনায় পুরো পৃথিবী পাল্টে গেছে, কিন্তু তারা কোনও লাশের ছবি ছাপায়নি, মানুষ যাতে ভীত সন্ত্রস্ত না হয়। সংবাদপত্রের উচিত কীভাবে আগুন লাগলে ব্যবস্থাপনাটি করবেন তা প্রচার করা। কারণ, আপনার বাড়িতেও তো আগুন লাগতে পারে। ব্যবস্থাপনার বিষয়টি যদি প্রচার করা হয়, তাহলে মানুষ আস্থা পাবে। মানুষ তখন বুঝতে পারবে যে নিজের নিরাপত্তার জন্য এক বালতি পানি, এক বালতি বালি রান্নাঘরে রাখতে হবে।’

আরও পড়ুন:

‘এফ আর টাওয়ারের আগুন মনিটর করছেন প্রধানমন্ত্রী’

 ‘আগুন নিয়ন্ত্রণে আসতে ঘণ্টাখানেক সময় লাগতে পারে’

 ভবনে প্রচুর দাহ্য পদার্থ রয়েছে: ফায়ার সার্ভিস

 সব হাসপাতালকে বিনামূল্যে চিকিৎসার নির্দেশ

 এফ আর টাওয়ারে আগুন: বিভিন্ন হাসপাতালে সাতজনের মরদেহ

 ভাঙা কাচের ফাঁক দিয়ে হাত বাড়িয়ে সাহায্যের আকুতি

 আগুনে নিহত একজনের লাশ উদ্ধার

 এফ আর টাওয়ারের পাশের ভবনেও ছড়িয়ে পড়ছে আগুন

 আটকে পড়াদের বের করে আনা হচ্ছে

 দোতলা থেকে লাফ দেন শ্রীলঙ্কান নাগরিক ইন্ডিকা মারসিলিং

 বনানীর আগুন নেভাতে বিমান বাহিনীর হেলিকপ্টার

 ভাঙা কাচের ফাঁক দিয়ে হাত বাড়িয়ে সাহায্যের আকুতি

 বনানীর এফ আর টাওয়ারে আগুন

 

/এসও/টিটি/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডাকসু নির্বাচন নিয়ে অংশীজনদের সুপারিশ পর্যালোচনায় রিটার্নিং কর্মকর্তারা
ডাকসু নির্বাচন নিয়ে অংশীজনদের সুপারিশ পর্যালোচনায় রিটার্নিং কর্মকর্তারা
ছাত্রলীগ নেতাকে আটকের খবর শুনে বাবার মৃত্যু
ছাত্রলীগ নেতাকে আটকের খবর শুনে বাবার মৃত্যু
ঢাবির সব হলের পকেট গেট বন্ধ থাকবে রাত ৯টা থেকে ভোর ৬টা পর্যন্ত  
ঢাবির সব হলের পকেট গেট বন্ধ থাকবে রাত ৯টা থেকে ভোর ৬টা পর্যন্ত  
ঢাবিতে ক্যান্টিন সংস্কারের সময় দেয়াল ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
ঢাবিতে ক্যান্টিন সংস্কারের সময় দেয়াল ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
‘দেশের ৩২টি বিমা কোম্পানি উচ্চ ঝুঁকিতে’
‘দেশের ৩২টি বিমা কোম্পানি উচ্চ ঝুঁকিতে’