X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

দুই-একটা কেন্দ্রে গণ্ডগোলের চেষ্টা করেছে দুষ্টুরা, সফল হয়নি: ইসি সচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুন ২০১৯, ২২:২৩আপডেট : ১৮ জুন ২০১৯, ২২:৩৯

ইসি সচিব আলমগীর হোসেন (ছবি– সংগৃহীত) শেষ ধাপের উপজেলা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলে দাবি করেছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আলমগীর হোসেন। তিনি বলেছেন, ‘প্রত্যেকটি কেন্দ্রেই সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে। দুই-একটা কেন্দ্রে সামান্য একটু গণ্ডগোল করার চেষ্টা করেছে দুষ্টু লোকজন, কিন্তু তারা সফল হয়নি।’

মঙ্গলবার (১৮ জুন) শেষ ধাপের নির্বাচন শেষে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসি সচিব এ দাবি করেন। শেষ ধাপে দেশের ২০ উপজেলা পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়।

ইসি সচিব আলমগীর হোসেন বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়ায় একটি কেন্দ্রে ইভিএম ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। তাদের গ্রেফতারও করা হয়েছে। এরপর অল্প কিছুক্ষণের জন্য ভোটগ্রহণ স্থগিত ছিল। ইভিএম রি-ইনস্টল করে আবার ভোটগ্রহণ শুরু হয়।’

সচিব বলেন, ‘একটা উপজেলায় কিছু লোক জোর করে ভোট দেওয়ার চেষ্টা করেছিল। তারা পাঁচটা ব্যালট পেপারে জোর করে ভোট দিয়েছিল। ওই পাঁচটা ভোট বাতিল করে দেওয়া হয়েছে। তাদের গ্রেফতারও করা হয়েছে।’ এই কয়েকটি ঘটনা ছাড়া বাকি উপজেলাগুলোতে ভোট মোটামুটি সুষ্ঠু হয়েছে বলে দাবি করেছেন ইসি সচিব।
পঞ্চম ধাপে চারটি উপজেলার সব কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হয়েছে। অভিযোগ রয়েছে, ইভিএম কেন্দ্রগুলোর ফল দ্রুত আসার কথা থাকলেও তা আসছে না।

এ বিষয়ে ইসি সচিব বলেন, ‘আমাদের চারটা উপজেলার সব কেন্দ্রে ইভিএমে ভোট হচ্ছে। ইভিএম কেন্দ্রগুলোর ভোটের ফল যদি রাত ৮টার পর পাই, তাহলে আমরা এই মন্তব্য করতে পারবো যে দেরি হচ্ছে কেন?’

সম্প্রতি ইসি সচিবের দায়িত্ব পাওয়া আলমগীর হোসেন বলেন, ‘আগের সময়ের কথা বলতে পারবো না। এবার দেখেন কী হয়?’

/ইএইচএস/এমএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতিত্বের দায়িত্ব পেলো পাকিস্তান
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতিত্বের দায়িত্ব পেলো পাকিস্তান
মুন্সীগঞ্জের সাবেক এমপি ফয়সাল বিপ্লবের সাত দিনের রিমান্ড
মুন্সীগঞ্জের সাবেক এমপি ফয়সাল বিপ্লবের সাত দিনের রিমান্ড
‘ক্যাপ্টেন কুল’ নামটা নিজের করে নিচ্ছেন ধোনি! 
‘ক্যাপ্টেন কুল’ নামটা নিজের করে নিচ্ছেন ধোনি! 
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
অন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
প্রশাসনে থামছে না আন্দোলনঅন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি