X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

বিএনপি মানুষ পোড়াতে ধ্বংসাত্মক কাজে নেমেছে: হাছান মাহমুদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ নভেম্বর ২০২০, ১৬:৪৯আপডেট : ১৭ নভেম্বর ২০২০, ১৭:৩০

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ (ছবি: ফোকাস বাংলা)

বিএনপি মানুষ পোড়ানোর জন্য ধ্বংসাত্মক কাজে নেমেছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘সমগ্র দেশের মানুষ যখন করোনাভাইরাসে জর্জরিত, আতঙ্কিত এবং উদ্বিগ্ন—ঠিক তখন বিএনপি মানুষের পাশে না দাঁড়িয়ে বরং মানুষ পোড়ানোর জন্য ধ্বংসাত্মক কাজে নেমে পড়েছে।’

মঙ্গলবার (১৭ নভেম্বর) ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) ভাসানী আয়োজিত মওলানা ভাসানীর ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত  আলোচনা সভায় ভার্চুয়ালি অংশগ্রহণ করে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এই সভার সভাপতিত্ব করেন দলের চেয়ারম্যান এম এ ভাসানী।

হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি বাসে আগুন দিচ্ছে। বাসে আগুন দেওয়ার মাধ্যমে অতীতে যেমন মানুষ পুড়িয়েছে, ঠিক একইভাবে মানুষ পোড়ানোর জন্য নোংরা খেলায় তারা নেমেছে। ন্যক্কারজনক ঘটনা ঘটিয়ে তারা আজকে এই ঘটনাকে অস্বীকার করছে। এটি দিবালোকের মতো স্পষ্ট এই ঘটনা তারা ঘটিয়েছে।’

তিনি  বলেন, ‘বিএনপি যেভাবে ২০১৩, ১৪ ও ১৫ সালে  আগুন দিয়ে মানুষ পোড়ানোর খেলায় মেতেছিল, ঠিক এখনও সেই খেলায় মেতেছে। তারা আর যদি আগুন নিয়ে খেলে, তাহলে তারা সেই আগুনে জ্বলে-পুড়ে নিঃশেষ হয়ে যাবে।’

তথ্যমন্ত্রী  বলেন, ‘বিএনপি তাদের অস্তিত্ব জানান দেওয়ার জন্য কি বাস পোড়াতে হবে? রাজনীতিতে টিকে থাকার জন্য কি মানুষ পোড়াতে হবে? অনেকেই আজ প্রশ্ন করছে যে, বিএনপি মাথা তুলে দাঁড়াতে পারছে না। তখন তারা বলছে, বিএনপি দাঁড়িয়ে আছে। আমি বলবো বিএনপি দাঁড়িয়ে আছে, কিন্তু তাদের পা ও হাঁটু নড়ছে। আমি আশা করবো, তারা এই পথ থেকে ফিরে আসবে।’

তথ্যমন্ত্রী বলেন, ‘আমরা দেশে শক্তিশালী বিরোধী দল চাই। আসলে বিএনপি ভোটে বিশ্বাস করে না। অতীতে তারা যেমন রাজপথে নানা ষড়যন্ত্র করেছিল, এখনও সেই ষড়যন্ত্রে লিপ্ত। বিএনপি ষড়যন্ত্রের পথই বেছে নিয়েছে।’

/এসএস/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১৯ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৯ মে, ২০২৪)
উত্তরা ইউনিভার্সিটিতে রিসার্চ অ্যান্ড পাবলিকেশন অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
উত্তরা ইউনিভার্সিটিতে রিসার্চ অ্যান্ড পাবলিকেশন অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
চট্টগ্রামে লরি চাপায় মৃত্যু বেড়ে তিন
চট্টগ্রামে লরি চাপায় মৃত্যু বেড়ে তিন
রাজধানীতে রিকশাচালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার
রাজধানীতে রিকশাচালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক