X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

টিকা নিয়ে ফিকে হলো আশা?

জাকিয়া আহমেদ
০৫ জানুয়ারি ২০২১, ১৩:০০আপডেট : ০৬ জানুয়ারি ২০২১, ০৯:০৮

বাংলাদেশকে অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনকার তৈরি করোনার টিকা পেতে আরও সময় লাগবে। মূলত ভারতের সিরাম ইনস্টিটিউটের উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনকার করোনা ভ্যাকসিন এ মাসেই বাংলাদেশের পাওয়ার কথা ছিল। চলতি বছরের জানুয়ারিতেই দেশে করোনার টিকা আসতে পারে বলে একাধিকবার বলেছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। কিন্তু হঠাৎ করেই ভারত সরকার ভ্যাকসিন রফতানিতে নিষেধাজ্ঞা আরোপ করায় বাংলাদেশে জন্য টিকা প্রাপ্তিতে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, আমাদের যথা সময়ে টিকা পাওয়ার আশা এখন অনেকটাই ফিকে হয়ে গেলো। 

রবিবার (৩ ডিসেম্বর) মার্কিন বার্তা সংস্থা এপি’র এক প্রতিবেদনে বলা হয়, ভারতে সিরাম ইনস্টিটিউটের  উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনকার করোনা ভ্যাকসিন রফতানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে সে দেশের সরকার। এর ফলে দরিদ্র দেশগুলোর ভ্যাকসিন পেতে আরও কয়েক মাস অপেক্ষা করতে হবে। ইনস্টিটিউটের সিইও আদর পুনাওয়ালা এপিকে বলেন, ‘কয়েক মাসের জন্য ভ্যাকসিন রফতানির অনুমতি দেবে না ভারত। ভারতীয়রা যাতে যথাযথভাবে ভ্যাকসিন পায়, সেজন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

এদিকে সোমবার (৪ জানুয়ারি) স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সচিবালয়ে সাংবাদিকদের জানিয়েছেন,টিকা কবে পাওয়া যাবে, সেটা নিশ্চিত নয়। তিনি বলেন, ‘এটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। নিশ্চিত হলে বলতে পারবো। এ সমস্যাটি নতুন করে তৈরি হয়েছে। শনিবারও (৩ জানুয়ারি) আমরা নিশ্চিত ছিলাম টিকা পাবো। আজ শুনলাম ভারত সরকার টিকা রফতানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে।’

এর পরপরই সোমবার সন্ধ্যায়  বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন জানান, ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে করা চুক্তিটি বাণিজ্যিক, এটি সরকারের সঙ্গে সরকারের (জিটুজি) চুক্তি নয়। তিনি এও নিশ্চিত করেন যে টিকা পাওয়া নিয়ে কোনও অনিশ্চয়তা নেই।

বেক্সিমকো ফার্মার বক্তব্যের পর সিরাম ইনস্টিটিউট কর্তৃক ভারতে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনোকার করোনা ভ্যাকসিন আমদানির অনুমতি দেয় ওষুধ প্রশাসন অধিদফতর। তবে ভারতের রফতানি পলিসি এখনও স্পষ্ট না হওয়ায় ভ্যাকসিন কবে নাগাদ পাওয়া যাবে সে বিষয়ে কিছু অনিশ্চয়তা রয়েই গেছে।  

টিকা নিয়ে অনিশ্চয়তার বিষয়ে জানতে চাইলে কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সদস্য অধ্যাপক ডা. ইকবাল আর্সলান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভারত সে দেশের জনগণের জন্য টিকার ব্যবস্থা সুনিশ্চিত না করা পর্যন্ত বাংলাদেশকে টিকা দেবে না। এ বিষয়টি আমি অনেক আগেই বলেছিলাম, আমরা মে- জুনের আগে টিকা পাবো বলে  মনে হয় না। এখন দেখা যাক, হয়তো মে-জুনের মধ্যে আমরা পেয়ে যাবো।’

আমাদের টিকা পাওয়ার আশা অনেকটাই ফিকে হয়ে গেলো মন্তব্য করে কমিটির আরেক সদস্য অধ্যাপক ডা. নজরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘টিকার জন্য একক নির্ভরশীলতা এর কারণ।আমাদের উচিত ছিল একাধিক সোর্সের সঙ্গে যোগাযোগ করা,যেটা আমরা করিনি। আর কেবল যে করিনি তা-ই নয়, আমরা অবহেলাও করেছি।’

অধ্যাপক নজরুল ইসলাম বলেন, ‘সিনোভ্যাককে আমরা বাংলাদেশে ট্রায়াল করতে দেইনি। সিনোভ্যাককে তাদের রিসার্চ কাউন্সিল অ্যাপ্রুভ করেছিল। বাংলাদেশের মেডিক্যাল রিসার্চ কাউন্সিল অ্যাপ্রুভ করেছিল। এরপর তারা ওষুধ প্রশাসন অধিদফতরে যায়। সেখান থেকে স্বাস্থ্য মন্ত্রণালংয়ের সচিব এটাকে যাচাই-বাছাই করেছেন কয়েকমাস ধরে।’ এই যাচাই-বাছাই সম্পর্কে আমরা জানতে চাই মন্তব্য করে তিনি বলেন, ‘ওনারা কী যাচাই-বাছাই করেছেন, যার জন্য বিরাট একটা সুবিধা থেকে আমরা বঞ্চিত হয়েছি ‘

তিনি বলেন, ‘সিনোভ্যাক যদি ট্রায়াল দিতো, তাহলে ভ্যাকসিন বিষয়ে বাংলাদেশ অনেক এগিয়ে থাকতো। কিন্তু সেটা হলো না।’ এখন যদি ভ্যাকসিন দিতে  চার থেকে পাঁচ মাস দেরি হয়ে যায়, আর তাতে করে কিছু মানুষের মৃত্যু হয়,কিছু মানুষ সংক্রমিত হয়, তার দায়িত্ব স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব নেবেন কিনা বলেও প্রশ্ন করেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশে সিরামের ভ্যাকসিন সরবরাহকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের চিফ অপারেটিং অফিসার রাব্বুর রেজা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা আশা করছি, আমাদের অ্যাগ্রিমেন্টে যেভাবে বলা আছে, অ্যাগ্রিমেন্ট অনুযায়ী ভ্যাকসিন পাবো। তাদের (সেরাম ইনস্টিটিউট) সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ রয়েছে। সোমবারও সেরামের সঙ্গে কথা বলেছি। অ্যাগ্রিমেন্টে যেসব ক্লজ রয়েছে, সেভাবে ভ্যাকসিন আসার কথা, সেভাবেই আমরা ভ্যাকসিন পাবো। তারা আমাদের আশ্বস্ত করেছে।’

/জেএ/এপিএইচ/
সম্পর্কিত
করোনার টিকা নিয়ে ৪ বছর ধরে ‘অজানা রোগে’ ভুগছেন সাংবাদিক বিষ্ণু
দেশে অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়ে উদ্বেগ কতটা?
অ্যাস্ট্রাজেনেকার টিকায় পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে কিনা, খতিয়ে দেখার নির্দেশ
সর্বশেষ খবর
উত্তরা ইউনিভার্সিটিতে রিসার্চ অ্যান্ড পাবলিকেশন অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
উত্তরা ইউনিভার্সিটিতে রিসার্চ অ্যান্ড পাবলিকেশন অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
চট্টগ্রামে লরি চাপায় মৃত্যু বেড়ে তিন
চট্টগ্রামে লরি চাপায় মৃত্যু বেড়ে তিন
রাজধানীতে রিকশাচালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার
রাজধানীতে রিকশাচালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার
স্ত্রীর সঙ্গে ঝগড়া, স্বামীর লাশ উদ্ধার
স্ত্রীর সঙ্গে ঝগড়া, স্বামীর লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
গরমে সুস্থ থাকতে কোন কোন পানীয় খাবেন? ইলেক্ট্রোলাইট পানীয় কখন জরুরি?
গরমে সুস্থ থাকতে কোন কোন পানীয় খাবেন? ইলেক্ট্রোলাইট পানীয় কখন জরুরি?