X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

আরও ‘কঠোর বিধিনিষেধ’ আসছে?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ এপ্রিল ২০২১, ০৮:০৬আপডেট : ০৮ এপ্রিল ২০২১, ০৮:০৬

করোনা সংক্রমণ প্রতিরোধে সাত দিনের লকডাউনের চতুর্থ দিন চলছে আজ বৃহস্পতিবার। গত কয়েকদিনের পরিস্থিতি পর্যালোচনা করে আজ পরবর্তী পদক্ষেপের সিদ্ধান্ত আসতে পারে। গত সোমবার (৫ এপ্রিল) মন্ত্রিপরিষদের বৈঠকের এই তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। দেশে করোনা সংক্রমণ বাড়তে থাকায় এবার কঠোর বিধিনিষেধ আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে ইঙ্গিত পাওয়া গেছে।

মন্ত্রিপরিষদ সচিব সোমবার সভা শেষে করা প্রেসব্রিফিংয়ে বলেন, পরবর্তী বিধিনিষেধের সিদ্ধান্ত বৃহস্পতিবার দেওয়া হবে। পরবর্তীতে মঙ্গলবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানান, কঠোর বিধিনিষেধ বিষয়ে এক-দুই দিনের মধ্যে নতুন নির্দেশনা আসতে পারে।

করোনা ভাইরাসজনিত রোগ কোভিড-১৯ এর বিস্তার রোধে দেশজুড়ে লকডাউনসহ বেশ কয়েক দফা নির্দেশনা দেয় সরকার যা সোমবার সকাল ৬টা থেকে কার্যকর হয়ে চলবে ১১ এপ্রিল রবিবার রাত ১২টা পর্যন্ত।

প্রথমে গণপরিবহন চলাচলে নিষেধাজ্ঞা দিলেও পরে তা উঠিয়ে নেওয়া হয়। বুধবার থেকে সিটি করপোরেশন এলকার মধ্যে গণপরিবহন চলছে, তবে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ। অফিসগামী যাত্রীদের জন্যই মূলত এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী।

এদিকে আজ বৃহস্পতিবার (৮ এপ্রিল) থেকে দেশের সব শপিংমল ও দোকানপাট খুলতে চান বলে বুধবার জানান ব্যবসায়ীরা। তবে তা কোনোক্রমেই সরকারি সিদ্ধান্ত অমান্য করে নয়। সরকারের অনুমতি পেলেই তারা তাদের ব্যবসা প্রতিষ্ঠান খুলবেন বলে জানিয়েছেন। সব মিলিয়ে আগামী দিনগুলোতে নতুন কী নিয়ম মানতে হবে তার নির্দেশনা আসতে পারে আজ।

উল্লেখ্য, বুধবার করোনা বিষয়ক স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় মারা গেছেন ৬৩ জন। এর আগে মঙ্গলবার এখন পর্যন্ত সর্বোচ্চ মৃত্যু ছিল ৬৬ জন। আর এ দিন শনাক্ত হয়েছেন সাত হাজার ৬২৬ জন। যা দেশে করোনাকালের সর্বোচ্চ শনাক্ত।

আরও পড়ুন-

ঢাকা বারুদের ওপর দাঁড়িয়ে আছে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

লকডাউনে কী করবেন, কী করবেন না

লকডাউন বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত বৃহস্পতিবার

নির্দেশনা পালনে কঠোর হতে বলেছেন প্রধানমন্ত্রী

সরকার বাধ্য হয়ে লকডাউন দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

 

/ইউআই/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাষ্ট্রপতির ক্ষমার বিষয়ে নীতিমালা প্রণয়নে ঐকমত্য হয়েছে: ডা. তাহের
রাষ্ট্রপতির ক্ষমার বিষয়ে নীতিমালা প্রণয়নে ঐকমত্য হয়েছে: ডা. তাহের
মিয়ানমারে ইন্দোনেশিয়ান ইনফ্লুয়েন্সারকে ৭ বছরের কারাদণ্ড
মিয়ানমারে ইন্দোনেশিয়ান ইনফ্লুয়েন্সারকে ৭ বছরের কারাদণ্ড
মুজিববাদী সংবিধান পরিবর্তন না করে নির্বাচন হতে দেওয়া হবে না: নাহিদ ইসলাম
মুজিববাদী সংবিধান পরিবর্তন না করে নির্বাচন হতে দেওয়া হবে না: নাহিদ ইসলাম
বাংলাদেশ সমঅধিকার পার্টিকে নিবন্ধন দিতে হাইকোর্টের নির্দেশ
বাংলাদেশ সমঅধিকার পার্টিকে নিবন্ধন দিতে হাইকোর্টের নির্দেশ
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
‘দেশের ৩২টি বিমা কোম্পানি উচ্চ ঝুঁকিতে’
‘দেশের ৩২টি বিমা কোম্পানি উচ্চ ঝুঁকিতে’