X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

‘অর্থ পাচারের তথ্য সংগ্রহ সহজ নয়’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুন ২০২১, ০৪:২২আপডেট : ১০ জুন ২০২১, ১৩:৪৭

দেশে জাতীয় সংসদসহ বিভিন্ন জায়গায় অর্থ পাচার নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। বিদেশ থেকে এ বিষয়ে তথ্য আনার জন্য সরকার আন্তরিক নয়; এমন সমালোচনাও রয়েছে। কিন্তু পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন মনে করেন, বিদেশ থেকে তথ্য সংগ্রহ একটি জটিল প্রক্রিয়া এবং চাইলেও বিদেশিরা বাংলাদেশকে তথ্য দেবে না।

বুধবার (৯ জুন) তিনি সাংবাদিকদের বলেন, ‘অর্থ পাচারের তথ্য সংগ্রহ একটি জটিল আইনি প্রক্রিয়া। এটির আইনি দিক-লজিস্টিক দিক দুটোই আছে। সুতরাং কোনও নির্দিষ্ট তথ্যের বিষয় হলে একভাবে এপ্রোচ করা যায়। তবে একজন বিদেশি নাগরিক অর্থাৎ আগে বাংলাদেশি ছিল কিন্তু এখন অন্য দেশের নাগরিক; সেই ব্যক্তির সম্পর্কে তথ্য চাইলে ওই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তথ্য দিতে বাধ্য নয়।’

তিনি বলেন, ‘তাদের দেশের প্রাইভেসি আইন দিয়ে তারা সুরক্ষিত এবং এই বিষয়টা আমাদের বোঝা দরকার। আমি দূতাবাসকে বললাম এবং দূতাবাস পেয়ে গেল বা দিয়ে দিল, বিষয়টা এত সহজ নয়। এটি একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়।’

তবে তিনি বলেন, ‘কেউ যদি অন্যায়ভাবে বা দুর্নীতির মাধ্যমে অর্থ পাচার করে থাকে এবং সেখানে অপরাধমূলক কিছু থেকে থাকে, তাহলে আমরা এটাকে ইন্টারপোলের মাধ্যমে তুলতে পারি। তখন তাদের কিছুটা দায়বোধ জন্মাবে। আমরা যদি র‌্যানডমলি তথ্য চাই সেটি তারা দিতে বাধ্য নয়। সেক্ষেত্রে আমাদের দূতাবাসগুলো চাইলেও তারা বাধ্য নয়।’

দোষী ব্যক্তিদের চিহ্নিত করা ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয় কোনও পদক্ষেপ নিতে পারে কিনা জানতে চাইলে তিনি বলেন, এটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ না এবং এটি কাম্যও নয়।

তিনি বলেন, ‘আমাদের দেশে যেসব দায়িত্বপ্রাপ্ত ইন্সটিটিউশন আছে যেমন বাংলাদেশ ব্যাংকের ফিনানসিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, দুদক, এসবি, ইমিগ্রেশন কর্তৃপক্ষ আছে- এরা আইন ভাঙার বিষয়গুলো দেখবে।’

বিভিন্ন দেশের সঙ্গে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিসট্যান্স (এমএলএ) এর বিষয় আছে এবং সেগুলো হলে করা সাপেক্ষে কেউ যদি দোষী প্রমাণিত হয় সেক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি দেখবে। বেশকিছু দেশের সঙ্গে আমাদের এমএলএ আছে এবং আরও কিছু দেশের সঙ্গে পাইপলাইনে আছে। এই অবকাঠামো আগে করতে হবে বলে তিনি জানান।

 

/এসএসজেড/এফএএন/
সম্পর্কিত
তেহরানে আটকে পড়া ২৮ বাংলাদেশি ঢাকা ফিরতে পারেন মঙ্গলবার
খিলক্ষেতে মণ্ডপ উচ্ছেদ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য
বৃহস্পতিবারের মধ্যে তেহরানে ফিরবেন বাংলাদেশের রাষ্ট্রদূত
সর্বশেষ খবর
দুদকের মামলায় খালাস পেলেন হানিফ পরিবহনের মালিক
দুদকের মামলায় খালাস পেলেন হানিফ পরিবহনের মালিক
সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবার অস্ত্র মামলায় রিমান্ডে
সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবার অস্ত্র মামলায় রিমান্ডে
প্রথম সেট হেরেও কোয়ার্টার ফাইনালে আলকারেজ
প্রথম সেট হেরেও কোয়ার্টার ফাইনালে আলকারেজ
চিকিৎসা ব‍্যয়ভার বিতর্ক: যা বললেন ফরিদা পারভীনের ছেলে
চিকিৎসা ব‍্যয়ভার বিতর্ক: যা বললেন ফরিদা পারভীনের ছেলে
সর্বাধিক পঠিত
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
বিশেষ বিমানে গুজরাট থেকে দুই শতাধিক ‘বাংলাদেশি’কে সীমান্তে পাঠালো ভারত 
বিশেষ বিমানে গুজরাট থেকে দুই শতাধিক ‘বাংলাদেশি’কে সীমান্তে পাঠালো ভারত 
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
নদীতে ইলিশের দেখা মিলছে না কেন
নদীতে ইলিশের দেখা মিলছে না কেন