X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ঢাকা-মেক্সিকো নিয়মিত রাজনৈতিক বৈঠকের আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ সেপ্টেম্বর ২০২১, ১৫:১২আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ১৫:১২

স্বাধীনতার ২০০ বছর পূর্তি উৎসবে অংশগ্রহণের জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছে মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রে ম্যানুয়েল লোপেজ অবরাডর। ওই উৎসব উপলক্ষ্যে দেওয়া ভাষণে তিনি এই ধন্যবাদ দেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই উৎসবে যোগ দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমসহ একটি প্রতিনিধি দল। এছাড়া সামরিক বাহিনীর একটি কন্টিন্টজেন্ট ও সাংস্কৃতিক দল উৎসবে অংশগ্রহণ করছে।

এদিকে মেক্সিকোর সঙ্গে নিয়মিত রাজনৈতিক বৈঠকের উপর জোর দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। সোমবার (২৭ সেপ্টেম্বর) মেক্সিকোতে ওই দেশের ডেপুটি ফরেন মিনিস্টার কারমেন মোরেনো টোসানোর সঙ্গে বৈঠকে শাহরিয়ার আলম বলেন, ছয় বছর আগে দু’দেশের মধ্যে ফরেন অফিস কনসালটেশন চুক্তি সই হয়েছিল এবং তার অধীনে নিয়মিত বৈঠক করতে চায় ঢাকা।

‘বৈঠক কী ধরনের এবং কীভাবে হবে’ সেটির বিষয়ে নমনীয় মনোভাব পোষণ করে সরকার বলে মেক্সিকানদের জানিয়েছেন প্রতিমন্ত্রী।

এর উত্তরে মেক্সিকোর ডেপুটি মিনিস্টার প্রথম দিকে মহাপরিচালক পর্যায়ে বৈঠকে আগ্রহী বলে জানায়। এছাড়া, মেক্সিকোর স্বাধীনতার দু’শো বছর পূর্তি উপলক্ষ্যে বাংলাদেশ থেকে পাঠানো সামরিক কন্টিনজেন্টের জন্য ধন্যবাদ জানিয়ে কারমেন বলেন, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর সমাপনী অনুষ্ঠানে মেক্সিকোর একটি সামরিক দল অংশগ্রহণ করবে।

জয়শংকরের সঙ্গে বৈঠক
দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস জয়শংকরের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠকে দুইপক্ষের জন্য প্রয়োজনীয় বিষয়াদি নিয়েও আলোচনা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ভারত ছাড়াও নেদারল্যান্ড, সার্বিয়া, ফ্রান্স ও গ্রিসের মন্ত্রীদের সঙ্গেও বৈঠক করেন প্রতিমন্ত্রী।

/এসএসজেড/ইউএস/
সম্পর্কিত
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিমার্কিন মানবাধিকার প্রতিবেদনে ভিত্তিহীন তথ্য রয়েছে
ফিরলেন ১৭৩ বাংলাদেশি, মিয়ানমারে ফেরত যাবেন ২৮৮ জন
কাতারের আমিরের সফররাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে
সর্বশেষ খবর
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা