X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

যুদ্ধে আটক লোকবিনিময় নিয়ে যা বলেছিলেন শরণ সিং

উদিসা ইসলাম
২৯ অক্টোবর ২০২১, ০৮:০০আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ০৮:০০

(বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত তথ্যের ভিত্তিতে বঙ্গবন্ধুর সরকারি কর্মকাণ্ড ও তার শাসনামল নিয়ে মুজিববর্ষ উপলক্ষে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করছে বাংলা ট্রিবিউন। আজ পড়ুন ১৯৭৩ সালের ২৮-৩০ অক্টোবরের ঘটনা।)

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সরদার শরণ সিং বলেন, তিন দেশ থেকে লোকবিনিময় অব্যাহত রাখার নিশ্চয়তা বিধানের জন্য ভারত বাংলাদেশ ও পাকিস্তান পরস্পরের সঙ্গে যোগাযোগ রাখছে। তিনি সাংবাদিকদের সঙ্গে আলোচনায় বলেন, লোকবিনিময় সংক্রান্ত অসুবিধাগুলো মৌলিক নয়, পদ্ধতিগত। সাময়িক অসুবিধাগুলো কাটিয়ে ওঠা যাবে।

এদিকে সরকারি সূত্রে বলা হয়, লোকবিনিময় অব্যাহত থাকবে। তবে ১৯৭৩ সালের নভেম্বর মাসের জন্য কর্মসূচি পদ্ধতি জানানো হয়নি। ভারতীয় পররাষ্ট্র দফতরের যুগ্ম সচিব ঢাকায় এ সংক্রান্ত আলোচনার ধরন তাকে বর্ণনা করেন। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, লোকবিনিময় বিলম্বিত হতে পারে।

দুর্বৃত্তদের উৎখাতে সহায়তা করুন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব তোফায়েল আহমেদ শান্তি বিনষ্টকারীদের দমন করতে জনগণের প্রতি আহ্বান জানান। তোফায়েল এদিন বিকালে ভোলা থেকে ২৫ মাইল দূরে গজারিয়া বাজারে এক জনসভায় ভাষণ দিচ্ছিলেন। তিনি দুষ্কৃতকারীদের উৎপাটনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বান্তকরণে সহযোগিতা করতে জনগণের প্রতি আবেদন জানান।

তিনি বলেন, এদের সংখ্যা খুবই কম। এরা গোপনে হত্যা, লুট, ছিনতাই ও সমাজবিরোধী কাজ করে চলেছে। এদের অবশ্যই দমন করতে হবে। বঙ্গবন্ধু সরকার জনগণের দুঃখ-দুর্দশা দূর করার জন্য অক্লান্তভাবে কাজ করছে।

তিনি আরও বলেন, সমগ্র জাতির শান্তি উন্নতির নিশ্চয়তা বিধান সরকারের উদ্দেশ্য এবং সেজন্যই বঙ্গবন্ধু বিভিন্ন দেশ সফর করছেন।

যুদ্ধে আটক লোকবিনিময় নিয়ে যা বলেছিলেন শরণ সিং

ঈদে গণভবন ছিল উন্মুক্ত

রাষ্ট্রপতি বিচারপতি আবু সাঈদ চৌধুরীর বঙ্গভবন ও প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকারি আবাস গণভবন ঈদের দিন সর্বসাধারণের জন্য উন্মুক্ত ছিল। হাজার হাজার মানুষ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ও গণভবনে বঙ্গবন্ধুর সঙ্গে সাক্ষাৎ করেন। জাতির পিতা বঙ্গবন্ধুকে ঈদ মোবারক জানাতে গণভবনে যান রাষ্ট্রপতি।

২৮ অক্টোবর সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়। স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের জন্য এটি ছিল দ্বিতীয় ঈদুল ফিতর। পাকিস্তান থেকে ফিরে আসা বহু সংখ্যক বাঙালি সেই বছর প্রথম মুক্ত স্বদেশে ঈদ পালন করে। এক মাস সিয়াম সাধনার পর মুসলমানরা শত দুঃখ-কষ্ট ভুলে পরম আনন্দের দিনকে বরণ করে নেন।

ঢাকার প্রধান জামাত অনুষ্ঠিত হয় আউটার স্টেডিয়ামে। এ ছাড়া বায়তুল মোকাররম, আরমানিটোলা ময়দান, ধানমন্ডি ময়দান, লালবাগ শাহী মসজিদ, চকবাজার শাহী মসজিদ, মোহাম্মদপুর ঈদগাহ ময়দান ও বিশ্ববিদ্যালয় ময়দানে জামাত অনুষ্ঠিত হয়। এ ছাড়া শহরের ছোট-বড় মসজিদগুলোতেও ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রপতি বিচারপতি আবু সাঈদ চৌধুরী আউটার স্টেডিয়ামে নামাজ আদায় করেন। এই জামাতের ইমামতি করেন মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ।

রাষ্ট্রপতির কাছে আরব নেতৃবৃন্দের শুভেচ্ছা

মিসরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত, সৌদি আরবের বাদশাহ ফয়সাল, ইরানের প্রেসিডেন্ট হাসান আলবদর ও সিরিয়ার প্রেসিডেন্ট হাফিজ আল আসাদ ঈদুল ফিতর উপলক্ষে রাষ্ট্রপতি বিচারপতি আবু সাঈদ চৌধুরীর নিকট শুভেচ্ছা বাণী পাঠান। বাংলাদেশের জনগণের কল্যাণে সর্বক্ষেত্রে সুখ-সমৃদ্ধি কামনা করেন তারা।

ডেইলি অবজারভার, ৩১ অক্টোবর ১৯৭৩

ভাসানচর-পাথরঘাটায় কম্বিং অপারেশন

যেসব দুষ্কৃতকারী ২৬ থেকে ২৮ অক্টোবর বরিশালের মেহেন্দিগঞ্জ থানার ভাসানচর পুলিশ ফাঁড়ি ও পটুয়াখালী জেলার পাথরঘাটা থানায় আক্রমণ করেছিল তাদের গ্রেফতার, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের জন্য কম্বিং অপারেশন পুরোদমে চলছিল বলে জানানো হয়। বিডিআর, রক্ষীবাহিনী ও পুলিশ স্থানীয় লোকজনের সহযোগিতায় অভিযান চালায়। উল্লেখ্য, ২৬ অক্টোবর ভাসানচর পুলিশ ফাঁড়িতে আক্রমণ চলাকালে সাধারণ পোশাকধারী এক পুলিশ কনস্টেবল সাহসিকতার সঙ্গে দুষ্কৃতকারীদের প্রতিরোধের সময় বুলেটের আঘাতে মৃত্যুবরণ করেন।

গুলিবিনিময়ে বহু দুষ্কৃতকারী নিহত হয়। কিছু দুষ্কৃতকারী অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ নিয়ে পালিয়ে যায়। ঈদের দিন ওরা পটুয়াখালীর পাথরঘাটা থানা ঘেরাও করে পুলিশ পরিবারবর্গকে হুমকি দিয়ে অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় একজন পুলিশ কনস্টেবল ও একজন দুষ্কৃতকারী আহত হয়।

 

 

/এফএ/এমওএফ/
সম্পর্কিত
শেখ রেহানাকে নিয়ে টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা
বঙ্গবন্ধু-প্রধানমন্ত্রীকে কটূক্তি করে স্ট্যাটাস, এক ব্যক্তির বিরুদ্ধে মামলা
ভিয়েনায় বাংলাদেশ দূতাবাসে বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্য উন্মোচন
সর্বশেষ খবর
ইরানি প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারে ‘দুর্ঘটনা’, মেলেনি সন্ধান
ইরানি প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারে ‘দুর্ঘটনা’, মেলেনি সন্ধান
তাপপ্রবাহে বিদ্যালয়ে মানতে হবে যেসব নির্দেশনা
তাপপ্রবাহে বিদ্যালয়ে মানতে হবে যেসব নির্দেশনা
কারখানার ছাদ থেকে পড়ে নারী পোশাকশ্রমিকের মৃত্যুর অভিযোগ
কারখানার ছাদ থেকে পড়ে নারী পোশাকশ্রমিকের মৃত্যুর অভিযোগ
কী থাকছে হিমায়িত মাংস আমদানি নীতিমালায়
কী থাকছে হিমায়িত মাংস আমদানি নীতিমালায়
সর্বাধিক পঠিত
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ