X
সকল বিভাগ
সেকশনস
সকল বিভাগ

ওবায়দুল কাদের শঙ্কামুক্ত: বিএসএমএমইউ ভিসি

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১৮:২৪

চিকিৎসার জন্য ভর্তি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শঙ্কামুক্ত বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক শরফুদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘টানা রাজনৈতিক কর্মসূচির কারণে উনি অনেক পরিশ্রম করেছেন। ওনার একটু বিশ্রাম প্রয়োজন।’  মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

অধ্যাপক শরফুদ্দিন আহমেদ বলেন, ২০১৯ সালের মার্চ মাসে অসুস্থ হওয়ার পর থেকে নিয়মিত বিএসএমএমইউতে মেডিক্যাল চেকআপ করেন ওবায়দুল কাদের। আজও উনি চেকআপে এসেছিলেন। এ সময় আমাদের ১০ জনের বিশেষজ্ঞ একটি চিকিৎসক দল তাকে পরীক্ষা-নিরীক্ষা করেন। তারা বলেছেন,উনি  বেশি পরিশ্রম করেছেন। তাই বিশ্রাম দরকার। চিকিৎসকদের পরামর্শে তাকে ৩১২ নম্বর কেবিনে ভর্তি করা হয়েছে।

শরফুদ্দিন বলেন, আমরা একটু আগে দেখে এসেছি উনার অক্সিজেন স্যাচুরেশন ৯৯। হৃৎস্পন্দন ৭৩। তার মানে সব স্বাভাবিক। বয়সের কারণে তার ডায়াবেটিসসহ উচ্চ রক্তচাপ রয়েছে জানিয়ে এই চিকিৎসক বলেন, আশা করছি ওষুধে তিনি ঠিক হয়ে যাবেন। তিনি শঙ্কামুক্ত।

চিকিৎসার জন্য ওবায়দুল কাদের দেশের বাইরে যেতে চান না বলেও জানান বিএসএমএমইউ ভিসি। তিনি বলেন,  বিষয়টি আমাদের বিস্মিত করেছে। বিশেষজ্ঞ হিসেবে আমরা যে সবাইকে চিকিৎসা দিতে সক্ষম তার প্রমাণও উনি রাখলেন।

তিনি বলেন, আগামীকাল সকাল ১০ টায় মেডিক্যাল বোর্ড তাকে পুনরায় দেখবে। সেসময় পরবর্তী আপডেট জানানো হবে।

ওবায়দুল কাদেরের করোনাজনিত সমস্যা নেই বলে জানিয়ে ভিসি বলেন, তবে করোনা প্রকোপ  যেহেতু আছে, তাই তার কাছে কেউ যাতে না আসে সে চেষ্টা করছি।

শ্বাসকষ্ট আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এ বয়সে হাঁটলে অনেকের এমন হয়। তবে সেটা বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে।

ফুসফুসে সংক্রমণ আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ জাতীয় কিছু থাকলেও থাকতে পারে। সেটার জন্য আমরা সংক্রমণের ওষুধ দিবো। এটা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে, দুশ্চিন্তার কিছু নাই। আমরা নরমাল মনিটরিং করে দেখেছি। এখন উনি ভালো আছেন।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, উনার ফুসফুসে পানি আছে কিনা, সেটা আগামীকাল বোর্ডের পর্যবেক্ষণের পর জানতে পারবো। এখনও আমরা এই বিষয়টি জানতে পারেনি।

ভিসি অধ্যাপক শরফুদ্দিন আহমেদের নেতৃত্বে গঠিত মেডিক্যাল বোর্ডে আরও রয়েছেন, প্রো ভিসি একেএম মোশাররফ হোসেন ও অধ্যাপক জাহিদ হোসেন, অধ্যাপক আবু নাছের রিজভী, অধ্যাপক ফজলুর রহমান, অধ্যাপক আতিকুর রহমান, অধ্যাপক ফরিদ আহমেদ, অধ্যাপক নজরুল ইসলাম, অধ্যাপক আরাফাত।

/পিএইচসি/এমআর/
বাংলা ট্রিবিউনের সর্বশেষ
প্রধানমন্ত্রীর সঙ্গে চলচ্চিত্র নির্মাতা গৌতম ঘোষের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে চলচ্চিত্র নির্মাতা গৌতম ঘোষের সাক্ষাৎ
পাঞ্জাবকে হারিয়ে প্লে-অফের আশায় দিল্লি
আইপিএলপাঞ্জাবকে হারিয়ে প্লে-অফের আশায় দিল্লি
৪ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু
৪ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু
এশিয়ান কাপ ফুটবল: ছিটকে গেলেন বাংলাদেশ গোলকিপার
এশিয়ান কাপ ফুটবল: ছিটকে গেলেন বাংলাদেশ গোলকিপার
এ বিভাগের সর্বাধিক পঠিত
পি কে হালদার আওয়ামী লীগের কেউ নন: ওবায়দুল কাদের
পি কে হালদার আওয়ামী লীগের কেউ নন: ওবায়দুল কাদের