X
বুধবার, ১৪ মে ২০২৫
৩১ বৈশাখ ১৪৩২

বাংলাদেশ থেকে কর্মী নিতে চায় হুন্দাই

শেখ শাহরিয়ার জামান
২৬ ডিসেম্বর ২০২১, ১৪:০২আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, ১৯:৪০

দক্ষিণ কোরিয়ার অন্যতম বড় কোম্পানি হুন্দাই জাহাজ নির্মাণ খাতে বাংলাদেশ থেকে টেকনিশিয়ান ও পেইন্টার নিতে আগ্রহী। এর ফলে ওই দেশে দক্ষ শ্রমিক পাঠানোর একটি সুযোগ তৈরি হয়েছে। এরইমধ্যে এ বিষয়ে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) ও বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডকে (বোয়েসল) উদ্যোগ নেওয়ার অনুরোধ জানিয়ে চিঠি পাঠানো হয়েছে।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, জাহাজ নির্মাণ খাতে এক নম্বর দেশ হচ্ছে দক্ষিণ কোরিয়া। বাংলাদেশ দূতাবাসের সঙ্গে ওই কোম্পানির একাধিক বৈঠক হয়েছে। এর ফলশ্রুতিতে হুন্দাই কোম্পানি বাংলাদেশ থেকে শ্রমিক নিতে আগ্রহী হয়।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন উৎপাদনশীল খাতে শ্রমিক গেলেও শিপ বিল্ডিংয়ে কোনও দক্ষ শ্রমিক পাঠানো হয়নি। এর ফলে একটি সুযোগ তৈরি হয়েছে।

কারা আবেদন করতে পারবেন

টেকনিশিয়ানদের ক্ষেত্রে ডিপ্লোমাধারী, ওয়েল্ডিংয়ে প্রশিক্ষণ আছে এবং সাত বছরের অভিজ্ঞতা আছে এমন ব্যক্তিরা আবেদন করতে পারবে। পেইন্টারের ক্ষেত্রে রসায়ন বা কেমিক্যাল বিষয়ে কলেজ বা ব্যাচেলর ডিগ্রিধারীরা আবেদন করতে পারবে। ব্যাচেলর ডিগ্রিধারীদের জন্য এক বছর এবং কলেজ ডিগ্রিধারীদের জন্য পাঁচ বছরের অভিজ্ঞতার প্রয়োজন হবে।

উভয় চাকরির ক্ষেত্রে বেতনের পরিমাণ প্রায় ২ লাখ টাকা এবং থাকা ও দুপুরের খাবার কোম্পানি থেকে দেওয়া হবে।

নতুন সুযোগ

এ বিষয়ে আরেক কর্মকর্তা বলেন, হুন্দাই কোম্পানিতে যদি বাংলাদেশি শ্রমিকরা সফলভাবে কাজ করতে পারেন, তবে অন্য জাহাজ নির্মাণ কোম্পানিও বাংলাদেশ থেকে শ্রমিক নেবে।

তিনি বলেন, কোরিয়া অফশোর অ্যান্ড শিপবিল্ডিং অ্যাসোসিয়েশনের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। বাংলাদেশ এ খাতে অনেক দূর এগিয়ে গেছে এবং এই বিষয়ে তাদের অবহিত করা হয়েছে।

ওই অ্যাসোসিয়েশনের সদস্য হিসেবে আরও পাঁচটি কোম্পানি আছে এবং এর ফলে সেখানে শ্রমিক পাঠানো সম্ভব হবে।

শ্রমিক রিক্রুটের ক্ষেত্রে কোনও প্রতারণার আশঙ্কা আছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, এক্ষেত্রে প্রতারণার আশঙ্কা কম। কারণ, হুন্দাই কোম্পানি নিজে শ্রমিক রিক্রুট করবে। তবে এক্ষেত্রে তাদের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করতে হবে।

/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
লিবিয়ায় নিরাপত্তা সংকট: প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার নির্দেশ
মালয়েশিয়ায় বকেয়া বেতনের দাবিতে ঢাকায় মন্ত্রণালয়ের সামনে কর্মীদের অবস্থান
যেকোনও শর্তে মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার দাবি
সর্বশেষ খবর
ড. মুহাম্মদ ইউনূসকে ডি-লিট ডিগ্রি দিলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
ড. মুহাম্মদ ইউনূসকে ডি-লিট ডিগ্রি দিলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
সর্বজনীন পেনশন স্কিমে নতুন সিদ্ধান্ত
সর্বজনীন পেনশন স্কিমে নতুন সিদ্ধান্ত
জেলে মিন্টুর উপার্জনের একমাত্র অবলম্বন নৌকা-জাল পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা
জেলে মিন্টুর উপার্জনের একমাত্র অবলম্বন নৌকা-জাল পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা
সৌদি আরবে ট্রাম্প-শারা বৈঠক: ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের আহ্বান
সৌদি আরবে ট্রাম্প-শারা বৈঠক: ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের আহ্বান
সর্বাধিক পঠিত
বিমানবন্দরে তিন উপদেষ্টা, জেরার মুখে দায়িত্বরতরা
সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগবিমানবন্দরে তিন উপদেষ্টা, জেরার মুখে দায়িত্বরতরা
রাতে চিয়া বীজ খেলে এই ৬ উপকার পাবেন
রাতে চিয়া বীজ খেলে এই ৬ উপকার পাবেন
বাড়লো স্বর্ণের দাম, বুধবার থেকে কার্যকর
বাড়লো স্বর্ণের দাম, বুধবার থেকে কার্যকর
রাজধানীতে ৩০০ লিমিটেডের যাত্রা শুরু
রাজধানীতে ৩০০ লিমিটেডের যাত্রা শুরু
শেখ হাসিনাকে অবসরে গান শোনাতেন মমতাজ: পাবলিক প্রসিকিউটর
শেখ হাসিনাকে অবসরে গান শোনাতেন মমতাজ: পাবলিক প্রসিকিউটর