X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

১০ জনের নাম প্রকাশ করবে না সার্চ কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ফেব্রুয়ারি ২০২২, ১৯:১০আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২২, ২৩:৪০

প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার বাছাইয়ের অংশ হিসেবে রাষ্ট্রপতি গঠিত সার্চ কমিটি আগামী ২২ ফেব্রুয়ারির বৈঠকে ১০ জনের নাম চূড়ান্ত করবে। তবে তাদের নাম প্রকাশ করা হবে না।

রবিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বৈঠক শেষে কমিটির সভাপতি আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আজকের বৈঠক পর্যন্ত সার্চ কমিটি ১২ থেকে ১৩ জনের নাম চূড়ান্ত করেছে। তবে আগামী ২২ ফেব্রুয়ারির বৈঠকে ১০ জনের নাম চূড়ান্ত করা হবে। যদিও তাদের নাম প্রকাশ করবে না সার্চ কমিটি।’

এর আগে  নির্ধারিত বৈঠকে সভাপতিত্ব করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান। তার সঙ্গে ছিলেন কমিটির সদস্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহাহিসাব নিরীক্ষক মোহাম্মদ মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসাইন ও কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক।

সার্চ কমিটির প্রধান বলেন, ‘নতুন আইনের অধীনে সার্চ কমিটি হওয়ার পর আমরা নিজেদের মধ্যে মোট ছয়টি মিটিং করেছি। আর সুশীল সমাজের সঙ্গে চারটি মিটিং করেছি। আগামী ২২ ফেব্রুয়ারি বিকাল সাড়ে চারটায় আরেকটি মিটিং বাকি আছে। সেই মিটিং করার পর আশা রাখছি, আপাতত আমরা আমাদের কাজ শেষ করতে পারবো। এই কমিটিতে আমার সঙ্গে আমার আরও পাঁচজন সহকর্মী আছেন। মিটিং করে আমরা ৩২২ জনের নামের তালিকা প্রকাশ করেছিলাম। তারপর বিশিষ্ট সাংবাদিকরা কথা বলতে আগ্রহ প্রকাশ করায়, আমরা তাদের সঙ্গেও কথা বলেছি। তারাও কিছু নাম দিয়ে গিয়েছিলেন। আমরা নাম দেওয়ার সময় বাড়িয়েছিলাম। একটি কথা বলেছিলাম, এরপরও কেউ নাম পাঠালে আমরা বিবেচনায় নেবো। সময় বর্ধিত করার পর কিছু রাজনৈতিক দল নাম পাঠিয়েছিল। সব নাম আমরা বিবেচনায় নিয়ে গতকালকে (শনিবার) পঞ্চম সভায় ২০ জনের নাম চূড়ান্ত করেছিলাম। আজকের সভাতে ১০টি নাম চূড়ান্ত করতে পারিনি। কাছাকাছি এসেছি। আমরা ১২-১৩টি  নামের মধ্যে আবার ১০ জনকে খুঁজে বেড়াচ্ছি। আশা করি, আগামী ২২ ফেব্রুয়ারি আমরা সর্বশেষ মিটিং করে নামের তালিকা চূড়ান্ত করে রাষ্ট্রপতির কাছে তা পাঠিয়ে দেবো।’

উপস্থিত গণমাধ্যমকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা দীর্ঘদিন আমাদের সঙ্গে ছিলেন। নিচে দাঁড়িয়ে ছবি তোলার জন্য, নিউজ করার জন্য অপেক্ষা করেছেন। সেজন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আপনাদের এই সহযোগিতা না থাকলে, জাতি অনেককিছুই জানতে পারতো না। নিয়মিত নিউজ করেছেন। এর মাধ্যমে মানুষও অনেককিছু জানতে পেরেছেন। আমরা চেষ্টা করেছি, আইনে যতটুকু কুলায় ততটুকু করতে। আমাদের আইনে বলা আছে, ১৫ কার্যদিবসের মধ্যে আমাদেরকে রিপোর্ট দিতে হবে। সেই কার্যদিবস আগামী ২৭ ফেব্রুয়ারি শেষ হবে। তবে আমরা তার আগেই আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে আশা করছি, সে তালিকা রাষ্ট্রপতির কাছে পৌঁছাতে পারবো।’

এক প্রশ্নের জবাবে বিচারপতি ওবায়দুল হাসান বলেন, ‘আইনত আমাদের কাজ নাম সুপারিশ করা। আমরা তাই করবো। তালিকা দেওয়া পর রাষ্ট্রপতি বললে তখন আমরা নাম প্রকাশ করতে পারবো। নয়তো তিনিই নামগুলো প্রকাশ করবেন। একমাত্র তার অনুমতি ছাড়া নামগুলো প্রকাশ করার সুযোগ আমাদের নেই।’

প্রস্তাবিত নামের বাইরে সার্চ কমিটি তালিকায় অন্য কোনও নাম যুক্ত করবে কিনা, জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের এখতিয়ার আছে। তবে আমরা সেটি করতে চাই না।’

প্রসঙ্গত, ‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২’-এর বিধান মতে, গত ৫ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন গঠনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে প্রধান করে অনুসন্ধান বা সার্চ কমিটি গঠন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

এছাড়াও অনুসন্ধান কমিটির সাচিবিক দায়িত্ব পালন করছেন মন্ত্রিপরিষদের পক্ষে সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

/বিআই/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সার্চ কমিটিতে প্রস্তাবিতদের থেকেই সিইসি ও ইসি নিয়োগ
গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন সম্ভব হবে, আশা রাষ্ট্রপতির
বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রপতির সঙ্গে সার্চ কমিটির সাক্ষাৎ 
সর্বশেষ খবর
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া