X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

বিদেশের মাটিতে দেশের সুনাম সমুন্নত রাখতে হবে: সুদানে সেনাবাহিনী প্রধান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ফেব্রুয়ারি ২০২২, ০০:৩২আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২২, ০০:৩২

বিদেশের মাটিতে দেশের সুনাম সমুন্নত রাখতে বাংলাদেশি শান্তিরক্ষীদের নির্দেশনা দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। একই সঙ্গে তিনি পেশাদারিত্ব বজায় রেখে নিরলসভাবে কাজ করে যেতে সকল বাংলাদেশি শান্তিরক্ষীদের নির্দেশনা দেন।

দক্ষিন সুদান সফররত সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ গত দুই দিনে (১৯ ও ২০ ফেব্রুয়ারি) ইউনাইটেড নেশনস মিশন ইন সাউথ সুদান (ইউএনএমআইএসএস) ফোর্স হেডকোয়ার্টার্স এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত সকল বাংলাদেশি কন্টিনজেন্ট পরিদর্শন করেন। এসময় তিনি বাংলাদেশি শান্তিরক্ষীদের প্রতি নির্দেশনা দেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার (২০ ফেব্রুয়ারি) রাতে এসব তথ্য জানানো হয়েছে।

রবিবার (২০ ফেব্রুয়ারি) সেনাবাহিনী প্রধান সুদানের ওয়াউতে নিয়োজিত বাংলাদেশ পদাতিক ব্যাটালিয়ন পরিদর্শন উপলক্ষে জাতিসংঘের বিমান যোগে সেখানে যান। সেখানে তিনি কন্টিনজেন্ট এর সকল পদবীর জন্য আয়োজিত দরবার নেন, দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন ও তাদের খোঁজ খবর নেন।

পরবর্তীতে সেখানে ব্যানবাট-৫ নির্মিত বাংলাদেশ-সাউথ সুদান ফ্রেন্ডশিপ ইয়ুথ ক্লাব উদ্বোধন করেন বাংলাদেশের সেনাবাহিনী প্রধান। স্থানীয় যুবসমাজকে নানামুখী প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ যুবশক্তিকে পরিণত করার উদ্দেশ্য নিয়ে এই ইয়ুথ ক্লাবটি প্রতিষ্ঠা করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ সুদানের কালচার এ্যন্ড ইয়ুথ স্পোর্টস্ মন্ত্রী জনাব মোঃ আলী গণি, ক্রীড়া মহাপরিচালক জনাব গ্যব্রিয়েল সুসান এবং ক্লাবের ক্রীড়া পরিচালক জনাব রবার্ট সহ বাংলাদেশ সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এছাড়াও ওয়াউ রিজিয়নের হেড অব অফিস জনাব স্যাম কুরুটারো মুহুমুরে সেনাবাহিনীর প্রধানের সাথে সাক্ষাৎ করেন। সাক্ষাতকালে হেড অফ অফিস সেখানে নিয়োজিত বাংলাদেশ কন্টিনজেন্ট এর ভূয়সী প্রশংসা করেন এবং মিশন এর বিভিন্ন বিষয় নিয়ে সেনাবাহিনী প্রধানের সাথে আলোচনা করেন।

এর আগে শনিবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানী জুবা-তে বাংলাদেশ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন কোম্পানি বিএএনসিইসি-২১ এবং বাংলাদেশ রিজিওনাল প্রোটেকশন ফোর্স বিএনপিআরপিএফ-৫ পরিদর্শন করেন সেনাবাহিনী প্রধান। এসময় মিশন এলাকার সার্বিক পরিস্থিতি এবং বাংলাদেশি শান্তিরক্ষীদের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করা হয়।

/আরটি/জেজে/
সম্পর্কিত
অসাধ্য সাধন করে পাহাড়ের বুকে সড়ক, যোগাযোগের নতুন মাইলফলক
কর্নেল কমান্ড্যান্ট হলেন মেজর জেনারেল মোস্তফা কামাল পাশা
দেশ স্বাধীন না হলে এত সম্মান-উন্নয়ন অর্জিত হতো না: সেনাপ্রধান
সর্বশেষ খবর
ইতিহাস বিকৃত করে বিএনপি সফল হয়নি, এখন আবোল-তাবোল বলছে: পররাষ্ট্রমন্ত্রী
ইতিহাস বিকৃত করে বিএনপি সফল হয়নি, এখন আবোল-তাবোল বলছে: পররাষ্ট্রমন্ত্রী
শাহীনকে সরিয়ে বাবরকে নেতৃত্বে ফেরার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে পিসিবি!
শাহীনকে সরিয়ে বাবরকে নেতৃত্বে ফেরার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে পিসিবি!
মেঘলা আকাশ থেকে ঝরতে পারে বৃষ্টি, বাড়বে গরম
মেঘলা আকাশ থেকে ঝরতে পারে বৃষ্টি, বাড়বে গরম
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়