X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

বিদেশের মাটিতে দেশের সুনাম সমুন্নত রাখতে হবে: সুদানে সেনাবাহিনী প্রধান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ফেব্রুয়ারি ২০২২, ০০:৩২আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২২, ০০:৩২

বিদেশের মাটিতে দেশের সুনাম সমুন্নত রাখতে বাংলাদেশি শান্তিরক্ষীদের নির্দেশনা দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। একই সঙ্গে তিনি পেশাদারিত্ব বজায় রেখে নিরলসভাবে কাজ করে যেতে সকল বাংলাদেশি শান্তিরক্ষীদের নির্দেশনা দেন।

দক্ষিন সুদান সফররত সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ গত দুই দিনে (১৯ ও ২০ ফেব্রুয়ারি) ইউনাইটেড নেশনস মিশন ইন সাউথ সুদান (ইউএনএমআইএসএস) ফোর্স হেডকোয়ার্টার্স এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত সকল বাংলাদেশি কন্টিনজেন্ট পরিদর্শন করেন। এসময় তিনি বাংলাদেশি শান্তিরক্ষীদের প্রতি নির্দেশনা দেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার (২০ ফেব্রুয়ারি) রাতে এসব তথ্য জানানো হয়েছে।

রবিবার (২০ ফেব্রুয়ারি) সেনাবাহিনী প্রধান সুদানের ওয়াউতে নিয়োজিত বাংলাদেশ পদাতিক ব্যাটালিয়ন পরিদর্শন উপলক্ষে জাতিসংঘের বিমান যোগে সেখানে যান। সেখানে তিনি কন্টিনজেন্ট এর সকল পদবীর জন্য আয়োজিত দরবার নেন, দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন ও তাদের খোঁজ খবর নেন।

পরবর্তীতে সেখানে ব্যানবাট-৫ নির্মিত বাংলাদেশ-সাউথ সুদান ফ্রেন্ডশিপ ইয়ুথ ক্লাব উদ্বোধন করেন বাংলাদেশের সেনাবাহিনী প্রধান। স্থানীয় যুবসমাজকে নানামুখী প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ যুবশক্তিকে পরিণত করার উদ্দেশ্য নিয়ে এই ইয়ুথ ক্লাবটি প্রতিষ্ঠা করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ সুদানের কালচার এ্যন্ড ইয়ুথ স্পোর্টস্ মন্ত্রী জনাব মোঃ আলী গণি, ক্রীড়া মহাপরিচালক জনাব গ্যব্রিয়েল সুসান এবং ক্লাবের ক্রীড়া পরিচালক জনাব রবার্ট সহ বাংলাদেশ সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এছাড়াও ওয়াউ রিজিয়নের হেড অব অফিস জনাব স্যাম কুরুটারো মুহুমুরে সেনাবাহিনীর প্রধানের সাথে সাক্ষাৎ করেন। সাক্ষাতকালে হেড অফ অফিস সেখানে নিয়োজিত বাংলাদেশ কন্টিনজেন্ট এর ভূয়সী প্রশংসা করেন এবং মিশন এর বিভিন্ন বিষয় নিয়ে সেনাবাহিনী প্রধানের সাথে আলোচনা করেন।

এর আগে শনিবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানী জুবা-তে বাংলাদেশ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন কোম্পানি বিএএনসিইসি-২১ এবং বাংলাদেশ রিজিওনাল প্রোটেকশন ফোর্স বিএনপিআরপিএফ-৫ পরিদর্শন করেন সেনাবাহিনী প্রধান। এসময় মিশন এলাকার সার্বিক পরিস্থিতি এবং বাংলাদেশি শান্তিরক্ষীদের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করা হয়।

/আরটি/জেজে/
সম্পর্কিত
ফরিদপুর রেলের বস্তিতে যৌথবাহিনীর অভিযানে আটক ১৫
যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে আটক ৩৮৫
সোহরাওয়ার্দী উদ্যানে যৌথবাহিনীর অভিযান
সর্বশেষ খবর
মুন্সীগঞ্জের সাবেক এমপি ফয়সাল বিপ্লবের সাত দিনের রিমান্ড
মুন্সীগঞ্জের সাবেক এমপি ফয়সাল বিপ্লবের সাত দিনের রিমান্ড
‘ক্যাপ্টেন কুল’ নামটা নিজের করে নিচ্ছেন ধোনি! 
‘ক্যাপ্টেন কুল’ নামটা নিজের করে নিচ্ছেন ধোনি! 
গাজীপুরে পোশাকশ্রমিক হৃদয় হত্যাকারীদের বিচার দাবি
গাজীপুরে পোশাকশ্রমিক হৃদয় হত্যাকারীদের বিচার দাবি
কেএমপি কমিশনারের পদত্যাগ ইস্যুতে খুলনায় বৈষম্যবিরোধীরা দ্বিধাবিভক্ত
কেএমপি কমিশনারের পদত্যাগ ইস্যুতে খুলনায় বৈষম্যবিরোধীরা দ্বিধাবিভক্ত
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
অন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
প্রশাসনে থামছে না আন্দোলনঅন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি