X
বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩
১৩ আশ্বিন ১৪৩০

২৫-২৬ মার্চ ১৯৭১: বিশ্ব গণমাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মার্চ ২০২২, ১০:০০আপডেট : ২৬ মার্চ ২০২২, ১১:০৪

একাত্তর সালের ২৫ মার্চ রাতে নিরস্ত্র বাঙালির ওপর পাকিস্তানি বাহিনীর আক্রমণের ফলশ্রুতিতে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন শেখ মুজিবুর রহমান। ২৬ মার্চের প্রথম প্রহরে আটক হওয়ার আগেই বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন তিনি। ধানমন্ডির ৩২ নম্বর থেকেই সেই ঘোষণা দিয়েছিলেন বঙ্গবন্ধু।

স্বাধীন বাংলা বেতার কেন্দ্র তাদের সম্প্রচার শুরু করে ২৬ মার্চ। তৎকালীন রাষ্ট্র নিয়ন্ত্রিত বেতারের চট্টগ্রামের কয়েকজন কর্মী শহর থেকে অনেকটা দূরে নিরাপদ জায়গা হিসেবে কালুরঘাটে বেতারের ছোট্ট একটি কেন্দ্রে তাদের প্রথম অনুষ্ঠান করেন। ওই অনুষ্ঠানেই স্বাধীনতার সেই ঘোষণা প্রথম সম্প্রচার হয়। বঙ্গবন্ধুর নামে চট্টগ্রামের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হান্নান স্বাধীনতার ঘোষণা পাঠ করেছিলেন। 

অস্ট্রেলিয়ান এপি, ২৭ মার্চ ১৯৭১

১৯৭১ সালের ২৫ মার্চ রাতের ঢাকার পরিস্থিতি ও বঙ্গবন্ধুকে গ্রেফতারের ঘটনা ২৭ মার্চেই বিশ্বের অন্তত ২৫টি দেশের পত্রিকা ও সংবাদ সংস্থার খবরে প্রকাশ হয়।

আ ফ ম সাঈদ তার ‘বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা: ফ্যাক্টস অ্যান্ড উইটনেস’ বইতে স্বাধীনতার ঘোষণা সম্পর্কে বিদেশি সংবাদ মাধ্যমের রিপোর্টের একটি সংকলন প্রকাশ করেছেন। ওই সংকলন অনুযায়ী বিবিসির খবরে তখন বলা হয়, ‘...কলকাতা থেকে সংবাদপত্র প্রতিষ্ঠানের খবরে প্রকাশ করা হয়, পূর্ব পাকিস্তানের নেতা শেখ মুজিবুর রহমান এক গোপন বেতার থেকে জনসাধারণের কাছে প্রতিরোধের ডাক দিয়েছেন।’

ভয়েস অব আমেরিকার খবরে বলা হয়, ‘ঢাকায় পাকিস্তান বাহিনী আক্রমণ শুরু করেছে। শেখ মুজিবুর রহমান একটি বার্তা পাঠিয়েছেন এবং সারা বিশ্বের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছেন তিনি।’

ব্যাংকক পোস্ট

দিল্লির দ্য স্টেটসম্যান-এর খবর ছিল, ‘বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা করেছে, সামরিক অভিযানের প্রতিবাদে শেক মুজিবুর রহমানের পদক্ষেপ। একটি গোপন বেতার থেকে প্রচারিত ভাষণে শেখ মুজিবুর রহমান পাকিস্তানের পূর্বাংশকে স্বাধীন বাংলাদেশ হিসেবে নতুন নামকরণ করেছেন।’

দ্য ডেইলি টেলিগ্রাফ, লন্ডন ২৭ মার্চের পত্রিকায় ‘সিভিল ওয়ার ফ্লেয়ারস ইন ইস্ট পাকিস্তান: শেখ এ ট্রেইটর, সেইস প্রেসিডেন্ট' শিরোনামে প্রকাশিত সংবাদে শেখ মুজিবুর রহমান কর্তৃক পূর্ব পাকিস্তানের স্বাধীনতা ঘোষণা ও ইয়াহিয়া খানর ভাষণে শেখ মুজিবকে ‘বিশ্বাসঘাতক’ বলার কথা উল্লেখ করা হয়।

ব্রিটেনের দ্য গার্ডিয়ান পত্রিকায় বলা হয়, ‘২৬ মার্চ প্রেসিডেন্ট ইয়াহিয়া খান জাতির উদ্দেশে রেডিওতে ভাষণ দেওয়ার পরপরই দ্য ভয়েস অব বাংলাদেশ নামে একটি গোপন বেতারকেন্দ্র থেকে শেখ মুজিবুর রহমান কর্তৃক পূর্ব পাকিস্তানের স্বাধীনতা ঘোষণা করা হয়েছে। তাঁর এই ঘোষণা অপর এক ব্যক্তি পাঠ করেন।’

এর বাইরে ভারতের বহু সংবাদপত্র এবং আর্জেন্টিনা, ব্রাজিল, ক্যানাডা, দক্ষিণ আফ্রিকা, জাপান, হংকং, নরওয়ে, তুরস্ক, সিঙ্গাপুরসহ অনেক দেশের খবরে স্থান পায় বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার খবর।

২৫-২৬ মার্চ ১৯৭১: বিশ্ব গণমাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা

আর্জেন্টিনার বুয়েনস এইরেস হেরাল্ডের ২৭ মার্চের সংখ্যার একটি খবরের শিরোনাম ছিল, ‘বেঙ্গলি ইন্ডিপেন্ডেন্স ডিক্লেয়ার্ড বাই মুজিব।’

নিউইয়র্ক টাইমস-এও শেখ মুজিবুর রহমান ও ইয়াহিয়ার ছবি ছাপানো হয়। পাশেই লেখা হয় ‘স্বাধীনতা ঘোষণার পরই শেখ মুজিব আটক।’

২৫-২৬ মার্চ ১৯৭১: বিশ্ব গণমাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা

বার্তা সংস্থা এপির খবর ছিল, ‘আওয়ামী লীগ নেতা শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা ঘোষণার পর পূর্ব পাকিস্তানে গৃহযুদ্ধ শুরু হয়েছে।’

আয়ারল্যান্ডের দ্য আইরিশ টাইমস-এর শিরোনামেও ছিল পূর্ব পাকিস্তানের স্বাধীনতা ঘোষণা, আর সঙ্গে ছাপানো হয় বঙ্গবন্ধুর ছবি।

ব্যাংকক পোস্ট-এর খবরে বলা হয়, ‘শেখ মুজিবুর রহমান বাংলাদেশ নাম দিয়ে পূর্ব পাকিস্তানের স্বাধীনতা ঘোষণার পর পাকিস্তানে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে।’

/ইএইচএস/ইউআই/এপিএইচ/এফএ/
সম্পর্কিত
‘দুঃসাহসী খোকা’ বঙ্গবন্ধুর কিশোরবেলা সম্পর্কে জানতে সাহায্য করবে: তথ্যমন্ত্রী
টরন্টোতে ‘মুজিব: দ্য মেকিং অব আ নেশন’ সিনেমার প্রথম প্রদর্শনী
‘জয়বাংলা’ স্লোগানে বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করলেন হিরো আলম
সর্বশেষ খবর
মালয়েশিয়া ফেরত যাত্রীর পায়ুপথে স্বর্ণের বার, মিললো এক্স-রে করে
মালয়েশিয়া ফেরত যাত্রীর পায়ুপথে স্বর্ণের বার, মিললো এক্স-রে করে
টিভিতে আজকের খেলা (২৮ সেপ্টেম্বর, ২০২৩)
টিভিতে আজকের খেলা (২৮ সেপ্টেম্বর, ২০২৩)
রোগীদের খাবার নিয়ে দুর্নীতি, ১৬০ টাকার মুরগি ৪২৮ টাকা
রোগীদের খাবার নিয়ে দুর্নীতি, ১৬০ টাকার মুরগি ৪২৮ টাকা
ঢাবির এক অধ্যাপকের পদানবতি, ৯৯ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
ঢাবির এক অধ্যাপকের পদানবতি, ৯৯ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
সর্বাধিক পঠিত
হাথুরুসিংহের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ও তামিমকে বিশ্বকাপে পাঠাতে আইনি নোটিশ
হাথুরুসিংহের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ও তামিমকে বিশ্বকাপে পাঠাতে আইনি নোটিশ
যে কারণে থাকছে না ৩ দিনের ইন্টারনেট প্যাকেজ
মোবাইল ইন্টারনেটের দাম বাঁধা হবে তো?যে কারণে থাকছে না ৩ দিনের ইন্টারনেট প্যাকেজ
৬ দিনে রিজার্ভ কমলো আরও ৩০ কোটি ডলার
৬ দিনে রিজার্ভ কমলো আরও ৩০ কোটি ডলার
 ‘বিবাহিত মেয়েদের দায়িত্ব স্বামীদের’, বিশ্ববিদ্যালয়ের না!
 ‘বিবাহিত মেয়েদের দায়িত্ব স্বামীদের’, বিশ্ববিদ্যালয়ের না!
‘আসল’ ঘটনা জানাবেন তামিম!
‘আসল’ ঘটনা জানাবেন তামিম!