X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

রমজানের মধ্যেই আলেমদের মুক্তির দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ এপ্রিল ২০২২, ০০:৩৭আপডেট : ০১ এপ্রিল ২০২২, ০০:৪২

রমজানের মধ্যেই কারাবন্দি আলেমদের মুক্তির দাবি জানিয়েছেন দেশের খ্যাতনামা আলেমরা। বৃহস্পতিবার এক বিবৃতিতে তারা বলেন, দীর্ঘ সময় ধরে বহুসংখ্যক আলেম কারাগারে বন্দি রয়েছেন। ইতোপূর্বে এতো আলেমকে একসঙ্গে কখনও জেলে পাঠানো হয়েছে বলে আমাদের জানা নেই। এই আলেমদের অনেকে আছেন, যারা কোনওভাবে কোনও ধরনের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না।

বিবৃতিটি দিয়েছেন হেফাজতে ইসলামের আমির মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরীসহ দেশের আলেমদের একটি দল। এতে বলা হয়, বিশেষ একজন কারাবন্দি আলেমকে উদ্দেশ্যমূলকভাবে, যে কোনও মূল্যে মামলার রায় ঘোষণা করে কারাবন্দি করে রাখার এবং নানা রকম মামলা দিয়ে রায় ঘোষণার পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে। একদিকে পরিবারের সঙ্গে কোনও ধরনের যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না, অপরদিকে দ্রুত রায় ঘোষণা করে তাকে সামাজিক ও ধর্মীয়ভাবে কোণঠাসা করার অপচেষ্টা করা হচ্ছে। অনেকে আছেন বয়োজ্যেষ্ঠ। দীর্ঘ কারাবাসের কারণে তারা অসুস্থ হয়ে পড়ছেন। এছাড়া কারাবন্দি আলেমদের প্রতিটি পরিবার চরম মানবেতর জীবনযাপন করছে। তাদের সন্তানদের মুখের দিকে তাকালে আমরা স্থির থাকতে পারি না। কারা আইন মোতাবেক একজন বন্দির পরিবারের সঙ্গে যোগাযোগের বিধান থাকলেও আলেমদের ক্ষেত্রে সে সুযোগটি যথাযথভাবে দেওয়া হচ্ছে না। এটাকে আইনের সুস্পষ্ট লঙ্ঘন ছাড়া কি বলা যেতে পারে? এতে কি মানবাধিকারের লঙ্ঘন হচ্ছে না? তাহলে অতি উৎসাহী হয়ে কারা এসব করছে, তা সরকারের সংশ্লিষ্ট মহলকে খতিয়ে দেখতে আমরা অনুরোধ জানাচ্ছি।

বিবৃতিতে আসন্ন রমজানের মধ্যেই মাওলানা জুনায়েদ আল হাবীব, মাওলানা মামুনুল হক, মুফতী সাখাওয়াত হোসাইন রাজী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা আতাউল্লাহ আমীনসহ গ্রেফতারকৃত সব আলেমদের নিঃশর্ত মুক্তি দাবি করা হয়।

বিবৃতিদাতাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন আল জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসার মহাপরিচালক মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরী, জামিয়া ইসলামীয়া মাদানিয়া যাত্রাবাড়ী মাদ্রাসার  মহাপরিচালক মাহমুদুল হাসান, জামিয়া নূরিয়া ইসলামিয়া মহাপরিচালক আতাউল্লাহ হাফেজ্জী, আব্দুল হামিদ (মধুপুর পীর), মাওলানা আহমাদ দিদার কাসেমী, মাওলানা জিয়াউদ্দীন আব্দুর রহমান হাফেজ্জী প্রমুখ।

/সিএ/এমপি/
সম্পর্কিত
শব্দচয়ন ‘অনাকাঙ্ক্ষিত’, হেফাজতের দুঃখপ্রকাশ
নারীর প্রতি ‘অশালীন মন্তব্য’: হেফাজত ইসলামকে লিগ্যাল নোটিশ
৫ মে: হেফাজতের ঘরোয়া মতবিনিময়, সড়কে কর্মসূচি শিবিরের
সর্বশেষ খবর
স্লোগানে স্লোগানে উত্তাল সমাবেশস্থল
স্লোগানে স্লোগানে উত্তাল সমাবেশস্থল
কেমন পোপ হবেন লিও চতুর্দশ?
কেমন পোপ হবেন লিও চতুর্দশ?
ভারত-পাকিস্তান সংঘাত: ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি
ভারত-পাকিস্তান সংঘাত: ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি
পল্টন মোড়ে নুরুল হকের নেতৃত্বে অবস্থান
পল্টন মোড়ে নুরুল হকের নেতৃত্বে অবস্থান
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ