X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

পি কে হালদারকে আবারও ফেরত চেয়েছে বাংলাদেশ

শেখ শাহরিয়ার জামান
২০ জুন ২০২২, ০০:৪১আপডেট : ২০ জুন ২০২২, ০০:৪১

ভারতে আটক হওয়া হাজার হাজার কোটি টাকা পাচারকারী পি কে হালদারকে আবার ফেরত চেয়েছে বাংলাদেশ। রবিবার সন্ধ্যায় দিল্লিতে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকরের মধ্যে একান্ত বৈঠক এবং পরবর্তীতে আনুষ্ঠানিক জয়েন্ট কনসালটেটিভ কমিশনের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।

এ বিষয়ে একজন কর্মকর্তা বলেন, ‘এক্সট্রাডিশন চুক্তির অধীনে ইতিমধ্যে আমরা পি কে হালদার এবং তার ছয়জন সহযোগীকে ফেরত চেয়েছি। আশা করছি তাদেরকে দ্রুত ফেরত দেবে ভারত সরকার।’ এক্সট্রাডিশন চুক্তির মাধ্যমে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়ে থাকে সরকার এবং এজন্য বিচারিক ব্যবস্থার শরণাপন্ন হতে হবেনা বলে তিনি জানান।

তিনি বলেন, এ বিষয়ে সরকারের সিদ্ধান্ত চূড়ান্ত কারণ বিষয়টি রাজনৈতিক।

ভূ-রাজনীতি

ভূ-রাজনৈতিক কারনে বিভিন্ন ধরনের সংকট তৈরি হচ্ছে। এ সংকট মোকাবিলা করার জন্য আঞ্চলিকভাবে কাজ করার প্রস্তাব দিয়েছে ভারত।

ওই কর্মকর্তা বলেন, রাশিয়া-ইউক্রেন সংঘাতের কারনে সাপ্লাই চেইন বাধাগ্রস্থ হচ্ছে। এরফলে খাদ্য, জ্বালানি নিরাপত্তাসহ বিভিন্ন ধরনের সংকট তৈরি হচ্ছে। এই সংকট উত্তরণে কানেক্টিভিটি জোরদারসহ একসঙ্গে কাজ করার প্রস্তাব দিয়েছে ভারত।

এ বিষয়ে বাংলাদেশের আপত্তি নেই জানিয়ে ওই কর্মকর্তা বলেন, ‘প্রতিবছর আমরা লাখ লাখ টন গম রাশিয়া ও ইউক্রেন থেকে আমদানি করি  যা এবছর করা সম্ভব হয়নি। এই সময়ে ভারত থেকে আমরা বড় আকারে গম আমদানি করছি’।

গম আমদানির জন্য আগের এলসির মাল পাঠিয়ে দেওয়া হয়েছে এবং বর্তমানে খোলা এলসিগুলো ভারত যাচাই-বাছাই করার পরে পাঠাবে বলে জানান ওই কর্মকর্তা।

লাইন অফ ক্রেডিট

বাংলাদেশকে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের জন্য ভারত আট বিলিয়ন ডলারের লাইন অফ ক্রেডিট দিয়েছে। এটির বাস্তবায়ন নিয়ে বিভিন্ন সময়ে জটিলতা তৈরি হয়েছে এবং সেগুলো সমাধানের জন্য দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে।

ওই কর্মকর্তা বলেন, বৈঠকে দুইপক্ষের জটিলতাগুলো কীভাবে দুর করা যায় সেটি নিয়ে আলোচনা হয়েছে। ঋণের গ্রেস পিরিয়ড এবং স্থানীয়ভাবে পণ্য সংগ্রহ করার ক্ষেত্রে যে জটিলতা রয়েছে সেগুলো দুর করার জন্য ২১ জুন দুইপক্ষ দিল্লিতে বৈঠক করবে তিনি জানান।

তিনি বলেন, এ বছর এলওসি বাস্তবায়ন আগের বছরগুলোর তুলনায় ভালো।

সীমান্ত হত্যাকাণ্ড

বর্তমান সময়ে বাংলাদেশ-ভারত সীমান্তে হত্যাকাণ্ড কম হলেও বন্ধ হয়নি। এটি বন্ধের জন্য জোর তাগাদা দিয়েছে ঢাকা। এ বিষয়ে ওই কর্মকর্তা বলেন, সীমান্ত হত্যা বন্ধে পেট্রোলিং বাড়ানোসহ অন্যান্য ব্যবস্থা নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া সীমান্তে অপরাধ কমানোর বিষয় নিয়েও আলোচনা হয়।

পাট রফতানির ওপর শুল্ক

বাংলাদেশ থেকে পাট আমদানির ওপর এন্টি-ডাম্পিং শুল্ক আরোপ করেছে ভারত সরকার। এ বিষয়ে প্রথম থেকে আপত্তি জানিয়েছে ঢাকা।

এ বিষয়ে কর্মকর্তা বলেন, আমাদেরকে জানানো হয়েছে যে বিষয়টি ভারত কর্তৃপক্ষ তাদের চুড়ান্ত পর্যালোচনা করছে। আমাদের পক্ষ থেকে বলা হয়েছে পর্যালোচনার পরে এটি যেন প্রত্যাহার করা হয়।

/জেজে/
সম্পর্কিত
পি কে হালদারসহ ২৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
পি কে হালদারসহ ৩ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
পিকে হালদারের ৫ সহযোগীর ব্যাংক হিসাব ফ্রিজের নির্দেশ
সর্বশেষ খবর
গ্রেনাডায় ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে দিয়ে টেস্ট সিরিজ অস্ট্রেলিয়ার
গ্রেনাডায় ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে দিয়ে টেস্ট সিরিজ অস্ট্রেলিয়ার
নদীতে ইলিশের দেখা মিলছে না কেন
নদীতে ইলিশের দেখা মিলছে না কেন
অধিনায়ক মুল্ডারের ডাবল সেঞ্চুরিতে প্রথম দিনে দক্ষিণ আফ্রিকার রেকর্ড রান
অধিনায়ক মুল্ডারের ডাবল সেঞ্চুরিতে প্রথম দিনে দক্ষিণ আফ্রিকার রেকর্ড রান
ফার্মগেটে ককটেল বিস্ফোরণ, একজন আহত
ফার্মগেটে ককটেল বিস্ফোরণ, একজন আহত
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে