X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

ডাচদের সামনে ৫৫ সেকেন্ডে ‘নতুন বাংলাদেশের’ গল্প

শেখ শাহরিয়ার জামান
২১ অক্টোবর ২০২২, ১৭:৪৭আপডেট : ২১ অক্টোবর ২০২২, ১৭:৪৮

স্বাধীনতার পরে বহির্বিশ্বে বাংলাদেশের পরিচয় ছিল— দারিদ্রপীড়িত স্বল্পোন্নত একটি দেশ। পরবর্তী সময়ে জোটে বন্যা, খরা ও দুর্ভিক্ষের তকমাও। সেই অবস্থা থেকে বাংলাদেশের উন্নয়ন উত্তরণ অনেকটা বিস্ময়কর। মানবসম্পদ ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশের অগ্রগতি পৃথিবীর অনেক উন্নয়নশীল দেশের চাইতেও ভালো। বদলে যাওয়া এই ‘নতুন বাংলাদেশের’ গল্প তুলে ধরতে ৫৫ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছে নেদারল্যান্ডসে বাংলাদেশ অ্যাম্বাসি।

সংশ্লিষ্টরা বলছেন, দেশের সার্বিক অবস্থার পরিবর্তন হয়েছে, কিন্তু এখনও বহির্বিশ্বে বাংলাদেশের পুরনো আখ্যান বা কাহিনীর তেমন পরিবর্তন হয়নি। এর বিবিধ কারণ রয়েছে। এরমধ্যে একটি হয়তো বাংলাদেশ তার নিজের নতুন গল্প বহির্বিশ্বে সঠিক যোগাযোগমূলকভাবে উপস্থাপন করতে পারছে না।

বাংলাদেশের নতুন গল্প বিদেশিদের কাছে বোধগম্য এবং গ্রহণযোগ্যভাবে তুলে ধরার প্রয়াস নিয়েছেন নেদারল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ। তার মতে বাংলাদেশের নতুন কাহিনি বিদেশিদের কাছে তুলে ধরতে হলে তারা যেভাবে বোঝে সেভাবেই তাদের কাছে উপস্থাপন করতে হবে।

এ বিষয়ে বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘আমি এখানে বাংলাদেশের কাহিনি বলছি এবং সেটি ডাচরা যেভাবে বোঝে সেভাবে। এই পদ্ধতিতে তাদের সঙ্গে আমি কমিউনিকেট করছি।টুইটার, ফেসবুক, লিঙ্কডইনসহ অন্যান্য যোগাযোগ মাধ্যম আমি ব্যবহার করি এবং সেখানে যে কনটেন্ট দেওয়া হয়, সেটি ডাচদের পছন্দ, রুচি, মননশীলতা বিবেচনা করে দিয়ে থাকি।’

বাংলাদেশের ছোট্ট এই ভৌগলিক অঞ্চলের সভ্যতা অনেক পুরনো। এই অঞ্চলের সংস্কৃতি ও ঐতিহ্য কয়েক হাজার বছরের পুরোনো। তবে বিভিন্ন কারণে এই সভ্যতা, সংস্কৃতি ও ঐতিহ্যের গল্প বিশ্বের কাছে সেভাবে উপস্থাপন করা হয়নি উল্লেখ করে রিয়াজ হামিদুল্লাহ বলেন, ‘বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে ধর্ম-বর্ণ নির্বিশেষে এই অঞ্চলে হাজার বছরের সম্প্রীতি, সামাজিক বন্ধন ও সংস্কৃতিতে তুলে ধরার চেষ্টা করছি। বাংলাদেশ যে একটি স্থিতিশীল দেশ এবং এখানে বিভিন্ন ধরনের উজ্জ্বল বৈশিষ্ট্য আছে। সেগুলো ডাচরা যেভাবে গ্রহণ করতে চায় সেভাবে উপস্থাপন করছি।

তিনি উদাহরণ টেনে বলেন, ‘আমি একবার বাংলাদেশ দূতাবাসে অ্যাসেম্বলি ফেস্টিভালে সিঙ্গাড়াসহ অন্যান্য খাবারের আয়োজন করি। হেগের মেয়র সিঙ্গাড়া খেয়ে এর বিষয়ে জানতে আগ্রহী হন। আমি তাকে বোঝালাম এরমধ্যে আলু, আদা, মরিচসহ অন্যান্য উপকরণ আছে। আমি বাংলাদেশের খাবারের সঙ্গে তাদের যে স্বাদ, সেটার মধ্যে একটি যোগসূত্র স্থাপনের চেষ্টা করেছি। এতে দেখেছি, এটি ভালো কাজ করে।’

বাংলাদেশ: এ বিগ কান্ট্রি ইন এ স্মল প্লেস

ঐতিহ্যবাহী ডাচ ডিজাইন উইকে প্রথমবারের মতো অংশগ্রহণ করছে বাংলাদেশ এবং সেই উপলক্ষে ৫৫ সেকেন্ডের একটি ভিডিও তৈরি করা হয়েছে। ‘বাংলাদেশ: এ বিগ কান্ট্রি ইন এ স্মল প্লেস’ শিরোনামের ভিডিওতে দেশকে উপস্থাপন করা হয়েছে।

ভিডিওর বর্ণনা তুলে ধরে রিয়াজ হামিদুল্লাহ বলেন, এটি অনেক চিন্তা করে তৈরি করা হয়েছে। এই ৫৫ সেকেন্ডে আমি বাংলাদেশের সম্প্রীতি, সংস্কৃতি, সামাজিক মূল্যবোধ, নারীর ক্ষমতায়ন, ধর্ম নিরপেক্ষতা, স্থিতিশীলতাকে তুলে ধরার চেষ্ঠা করেছি। গোটা জিনিসটাকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেটি ডাচরা সহজে তার সঙ্গে সম্পৃক্ত হতে পারে। 

/ইউএস/
সম্পর্কিত
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
ইউরোপে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাপমাত্রা বাড়ছে
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
সর্বশেষ খবর
রাঙামাটিতে ডাম্প ট্রাক খাদে পড়ে ৬ শ্রমিক নিহত
রাঙামাটিতে ডাম্প ট্রাক খাদে পড়ে ৬ শ্রমিক নিহত
আরও বিস্তৃত হবে তাপপ্রবাহ, তবে সিলেটে হতে পারে বৃষ্টি
আরও বিস্তৃত হবে তাপপ্রবাহ, তবে সিলেটে হতে পারে বৃষ্টি
বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের শেষ ম্যাচের ভেন্যু চূড়ান্ত
বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের শেষ ম্যাচের ভেন্যু চূড়ান্ত
ফিরলেন ১৭৩ বাংলাদেশি, মিয়ানমারে ফেরত যাবেন ২৮৮ জন
ফিরলেন ১৭৩ বাংলাদেশি, মিয়ানমারে ফেরত যাবেন ২৮৮ জন
সর্বাধিক পঠিত
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?