X
শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৫
২৫ মাঘ ১৪৩১

শেখ হাসিনার নির্বাচনি এলাকায় উন্নয়ন কাজের দায়িত্ব পেলেন অবসরপ্রাপ্ত সচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ অক্টোবর ২০২২, ১৪:১২আপডেট : ২৬ অক্টোবর ২০২২, ১৫:৫৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনি এলাকার উন্নয়ন কার্যক্রমের দায়িত্ব পেলেন সদ্য অবসরে যাওয়া সচিব মো. শহীদ উল্লা খন্দকার। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা মঙ্গলবার (২৫ অক্টোবর) এক চিঠি দিয়ে নিজের নির্বাচনি এলাকা গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপড়া) উন্নয়ন কার্যক্রমের দায়িত্ব পালনের জন্য তাকে প্রতিনিধি হিসেবে মনোনয়ন দিয়েছেন।

প্রধানমন্ত্রী স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় দায়িত্ব পালনে ব্যস্ততার জন্য জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচনি এলাকা-২১৭ গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া)-এর উন্নয়ন কার্যক্রমে আমার পক্ষে দায়িত্ব পালনের জন্য মো. শহীদ উল্লা খন্দকারকে প্রতিনিধি মনোনয়ন প্রদান করা হলো। প্রধানমন্ত্রী স্বাক্ষরিত চিঠি

মো. শহীদ উল্লা খন্দকারের আগে সাবেক ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ শেখ হাসিনা নির্বাচনি এলাকার উন্নয়নের দায়িত্ব পালন করতেন। তিনি ২০২০ সালের ১৪ জুন করোনায় আক্রান্ত হয়ে মারা যান।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সচিব শহীদ উল্লা খন্দকার বেশ কয়েক দফা চুক্তিভিত্তিক নিয়োগের পর গত ২৯ সেপ্টেম্বর অবসরে যান।

বিসিএস (প্রশাসন) ক্যাডারের পঞ্চম ব্যাচের কর্মকর্তা হিসেবে ১৯৮৬ সালে শহীদ উল্লা খন্দকার চাকরিতে যোগদান করেন। পরবর্তী সময়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন তিনি। ২০১৭ সালের ২৯ সেপ্টেম্বর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব পদ থেকে অবসর যান। পরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০১৭ সালের প্রজ্ঞাপনে তাকে দুই বছর মেয়াদে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। পরবর্তী সময়ে ২০১৯ সালে তাকে আবার দুই বছরের জন্য একই পদে চুক্তিভিত্তিক নিয়োগ করা হয়। ২০২১ সালে তার চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়। শহীদ উল্লা খন্দকার ১৯৪৮ সালের ২৩ সেপ্টেম্বর গোপালগঞ্জের কোটালীপাড়ায় জন্মগ্রহণ করেন।

 

/ইএইচএস/এফএস/এমওএফ/
সম্পর্কিত
ঘন কুয়াশায় চার গাড়ির সংঘর্ষে ঝরলো প্রাণ, আহত ২০
বিএনপির একপক্ষ সভার আয়োজন করেছে, আরেক পক্ষ চেয়ার-টেবিল নিয়ে গেছে
গোপালগঞ্জে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেফতার ১
সর্বশেষ খবর
ধানমন্ডি ৩২ নম্বরসহ সারা দেশে হামলা-ভাঙচুরের জন্য শেখ হাসিনাই দায়ী: গোলাম পরওয়ার
ধানমন্ডি ৩২ নম্বরসহ সারা দেশে হামলা-ভাঙচুরের জন্য শেখ হাসিনাই দায়ী: গোলাম পরওয়ার
হামাস নেতাদের সঙ্গে ইরানের সর্বোচ্চ নেতার বৈঠক
হামাস নেতাদের সঙ্গে ইরানের সর্বোচ্চ নেতার বৈঠক
জনপ্রশাসন সংস্কারে শিক্ষার্থীরা কী চান
জনপ্রশাসন সংস্কারে শিক্ষার্থীরা কী চান
সরকারের সহনশীলতার কারণে এগুলো ঘটছে
বর্তমান পরিস্থিতি নিয়ে আসিফ নজরুলসরকারের সহনশীলতার কারণে এগুলো ঘটছে
সর্বাধিক পঠিত
গাজীপুরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পিটুনি, ফেসবুকে যা লিখলেন সারজিস আলম
গাজীপুরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পিটুনি, ফেসবুকে যা লিখলেন সারজিস আলম
৩২ নম্বরের বাড়ি ভাঙার ঘটনায় নিন্দা ও বিচার দাবি ২৬ বিশিষ্ট নাগরিকের
৩২ নম্বরের বাড়ি ভাঙার ঘটনায় নিন্দা ও বিচার দাবি ২৬ বিশিষ্ট নাগরিকের
আমরা একটি সুস্থ জাতি দেখতে চাই: সেনাপ্রধান
আমরা একটি সুস্থ জাতি দেখতে চাই: সেনাপ্রধান
সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুরের সময় ১৫ জনকে পিটিয়ে আহত
মসজিদের মাইকে ডাকাতির ঘোষণাসাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুরের সময় ১৫ জনকে পিটিয়ে আহত
এভাবে আর কতদিন, সমস্যা সমাধান করতে হবে: জনপ্রশাসন সচিব
এভাবে আর কতদিন, সমস্যা সমাধান করতে হবে: জনপ্রশাসন সচিব