X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

শীত বাড়ছে, থাকতে পারে আরও দুই দিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জানুয়ারি ২০২৩, ১৯:০১আপডেট : ১২ জানুয়ারি ২০২৩, ১৯:০১

শৈত্যপ্রবাহের এলাকা যেমন বেড়েছে, তেমনি কমে গেছে তাপমাত্রা। আজ বৃহস্পতিবার (১২ জানুয়ারি) ঢাকার আশপাশের জেলাগুলোতে বইছে শৈত্যপ্রবাহ। ঢাকায়ও বইছে কনকনে বাতাস। তাপমাত্রাও কমেছে প্রায় ৩ ডিগ্রির মতো। আগামী দুই দিন এই তাপমাত্রা অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া অধিদফতর জানিয়েছে।

বৃহস্পতিবার ঢাকার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা দুটোই কমেছে। বেড়ে গেছে শীতের তীব্রতা। গত ২৪ ঘণ্টায় ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬৷ যা গতকাল ছিল ২৮ দশমিক ২। আর সর্বনিম্ন তাপমাত্রা গতকাল ছিল ১৫ দশমিক ৩, আজ তা ৩ ডিগ্রি কমে হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, গতকাল ছিল রাজশাহী ও ঈশ্বরদীতে ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

দেশের ২৯ অঞ্চলের তাপমাত্রা ১০ ডিগ্রির মধ্যে আছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এর মধ্যে বদলগাছিতে ৬ দশমিক ৮, তেঁতুলিয়ায় ৭ দশমিক ২,  রাজশাহীতে ৭ দশমিক ৪, ঈশ্বরদীতে ৭ দশমিক ৫, যশোরে ৮, বরিশাল ও দিনাজপুরে ৮ দশমিক ৪, রাজারহাট ও গোপালগঞ্জে ৮ দশমিক ৫, রংপুরে ৮ দশমিক ৬, বগুড়া ও মাদারিপুরে ৮ দশমিক ৮, ভোলা, কুমারখালি ও তাড়াশে ৯, ফরিদপুরে ৯ দশমিক ২, ডিমলা ও টাঙ্গাইলে ৯ দশমিক ৫, সৈয়দপুরে ৯ দশমিক ৮, খেপুপাড়া ১০,  সাতক্ষীরা ও নিকলিতে ১০ দশমিক ২, কুমিল্লা, ফেনী, খুলনা, সীতাকুণ্ড ও শ্রীমঙ্গলে ১০ দশমিক ৫, পটুয়াখালীতে ১০ দশমিক ৭,  ময়মনসিংহে ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

আজ টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, মানিকগগঞ্জ, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, বরিশাল এবং ভোলা জেলাসহ রাজশাহী ও রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু এলাকা থেকে কমতে পারে।

আবহাওয়া অধিদফতর জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও আশেপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আগামী ২৪ ঘণ্টায় পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

কুয়াশার বিষয়ে বলা হয়, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা ও তৎসংলগ্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এবং এটি কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

তাপমাত্রার বিষয়ে বলা হয়, সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

 

/এসএনএস/এফএস/
সম্পর্কিত
বৃষ্টির প্রার্থনায় বিভিন্ন জেলায় নামাজ আদায়
আরও বিস্তৃত হবে তাপপ্রবাহ, তবে সিলেটে হতে পারে বৃষ্টি
হজ ব্যবস্থাপনায় বিশৃঙ্খলার শঙ্কা এজেন্সি মালিকদের
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী