X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২
সংসদে রুস্তম আলী ফরাজী

‘অর্থমন্ত্রী নীরব হয়ে গেছেন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জানুয়ারি ২০২৩, ১৯:৪১আপডেট : ১২ জানুয়ারি ২০২৩, ১৯:৫৮

বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে চুপ থাকায় জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের কঠোর সমালোচনা করেছেন জাতীয় পার্টির সংসদ সদস্য রুস্তম আলী ফরাজী। তিনি বলেন, শেয়ার বাজার, অর্থনৈতিক অবস্থা, রিজার্ভ, রেমিট্যান্স কিছু নিয়েই অর্থমন্ত্রী কথা বলেন না। তিনি অত্যন্ত সজ্জন, বিনয়ী, অভিজ্ঞ, বিদ্বান ব্যক্তি। তাকে সম্মান না করে পারা যায় না। কিন্তু তিনি নীরব কেন?

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে রুস্তম আলী ফরাজী এসব কথা বলেন। অর্থমন্ত্রীর সমালোচনা করলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেন বিরোধী দল জাতীয় পার্টির এই এমপি।

রুস্তম আলী ফরাজী বলেন, অনেকে ‘ফ্রি স্টাইলে’ ঋণখেলাপি হচ্ছে। নয়-ছয় করে, ঘুষ-দুর্নীতি করে টাকা আয় করছে। সে টাকা নিয়ে বিদেশে পাচার করে—এগুলো দেখবেন অর্থমন্ত্রী।

অর্থমন্ত্রী একেবারে নীরব হয়ে গেছেন মন্তব্য করে জাপা এমপি বলেন, অর্থমন্ত্রীকে জবাব দিতে হবে, বিতর্কে অংশ নিতে হবে। জাতিকে আশাবাদী করতে হবে, বোঝাতে হবে কারা অপপ্রচার চালায়। কারা বলে ব্যাংক শূন্য, রিজার্ভ শূন্য, দেশে দুর্ভিক্ষ হবে।

তিনি বলেন,‘ এসবের জবাব দেবে কে? অর্থমন্ত্রী। আশা করি তিনি ব্যাখ্যা দেবেন।’

ফরাজী বলেন, পাচার করা অর্থ ফিরিয়ে আনতে হবে। এটা করা অর্থমন্ত্রীর অর্পিত দায়িত্ব। যারা চুরিচামারি করে, নয়-ছয় করে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে তাদের ছবি পত্রিকায় ছাপিয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। বলেন, তাহলে মানুষ দেখবে, থুতু দেবে। কারণ, তারা মানুষ না।

তিনি বলেন, বারবার মন্ত্রী হতে চায়। কারণ, এখানে টাকার খনি আছে। টাকার জন্য হতে চায়। বারবার মন্ত্রী হওয়ার দরকার নেই।

অর্থমন্ত্রীর সমালোচনা করলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করে জাপা সংসদ সদস্য বলেন, অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ অনেকটাই ভালো আছে। এজন্য অনেক ভালো কাজ করতে হয়েছে। সেগুলো করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সংশ্লিষ্টদের মধ্যে দায়িত্ব বণ্টন করে দিয়েছেন। কিন্তু অনেকে নিজের কাজ না করে প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে থাকেন। এটাই সমস্যা। পদ্মা সেতু নির্মাণ করায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষকে প্রধানমন্ত্রীর জন্য সারা জীবন দোয়া করতে হবে।

ওয়ার্কার্স পার্টি থেকে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লুৎফুন্নেসা খান বলেন, বৈশ্বিক সংকটের মধ্যে উন্নয়নের ধারা বজায় রাখা কঠিন ছিল। তবে সেটা ধরে রাখা গেছে। প্রধানমন্ত্রী সময়োপযোগী পদক্ষেপ নিতে সক্ষম হয়েছেন। মূল্যস্ফীতি কমে এসেছে, কিন্তু খাদ্য মূল্যস্ফীতি এখনও বেশি। তিনি বঙ্গবন্ধুর আমলের মতো সাধারণ মানুষের জন্য রেশনিং ব্যবস্থা চালু করার দাবি জানান। সবার জন্য না হলেও গার্মেন্ট শ্রমিকদের জন্য এই ব্যবস্থা করার দাবি জানান তিনি।

লুৎফুন্নেসা খান বলেন, এ বছর শিক্ষার্থীদের নির্ধারিত সময়ে সবাইকে বই দেওয়া সম্ভব হয়নি। বইয়ে অসংখ্য বানান ভুল, কাগজ নিম্নমানের, বইয়ে সাম্প্রদায়িক বিষয় আছে। এগুলো এই সুন্দর উদ্যোগকে ম্লান করেছে।

অন্যদের মধ্যে সরকারি দলের সংসদ সদস্য অসীম কুমার উকিল, আমিরুল আলম মিলন, সাহিদুজ্জামান, বদরুদ্দোজা ফরহাদ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আরমা দত্ত, সৈয়দা জোহরা আলাউদ্দীন প্রমুখ বক্তব্য দেন।

/ইএইচএস/এমএস/এমওএফ/
সম্পর্কিত
সাবেক অর্থমন্ত্রী লোটাস কামালের অবৈধ সম্পদের অনুসন্ধানে দুদক
অন্যায় করে পার পাওয়া যায়, এমন সংস্কৃতি থেকে বেরোতে হবে: ড. সালেহউদ্দিন
কীভাবে ১২ মাসে মূল্যস্ফীতি সাড়ে ছয় শতাংশে নামিয়ে আনবেন, অর্থমন্ত্রীকে হাজ্জাজ
সর্বশেষ খবর
নটর ডেম কলেজের আরেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
নটর ডেম কলেজের আরেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
নৌ পথে ঈদযাত্রা ও পশুবাহী নৌযান নিরাপত্তায় কাজ করছে পুলিশ: অতিরিক্ত আইজিপি
নৌ পথে ঈদযাত্রা ও পশুবাহী নৌযান নিরাপত্তায় কাজ করছে পুলিশ: অতিরিক্ত আইজিপি
থাইল্যান্ডে গেছেন মির্জা ফখরুল
থাইল্যান্ডে গেছেন মির্জা ফখরুল
যুক্তরাজ্যের নতুন অভিবাসন নীতির তীব্র সমালোচনা: নার্স, বিশ্ববিদ্যালয় ও এমপিদের শঙ্কা
যুক্তরাজ্যের নতুন অভিবাসন নীতির তীব্র সমালোচনা: নার্স, বিশ্ববিদ্যালয় ও এমপিদের শঙ্কা
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি