X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

মাতৃভাষার প্রতি ৬৭ বিদেশি শিল্পীর শ্রদ্ধা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:১৭আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৫৪

‘বিশ্ব মায়ের সুর-ছন্দ-সংগীত-বাণী' শিরোনামে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে পালিত হলো অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের নানা কর্মসূচি। একাডেমির পক্ষ থেকে মঙ্গলবার  (২১ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে একাডেমির আয়োজনে শহীদ বেদিতে শ্রদ্ধা জানান বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন ভাষাভাষির আমন্ত্রিত বিদেশি অতিথি ও শিল্পীরা।

মাতৃভাষার প্রতি ৬৭ বিদেশি শিল্পীর শ্রদ্ধা মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সম্মিলিতভাবে দেশি-বিদেশি শিল্পীদের অংশগ্রহণে পরিবেশিত হয় জাতীয় সংগীত ও অমর একুশের গান। আমন্ত্রিত বিদেশি অতিথিদের উত্তরীয় পরিয়ে দেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। উদ্বোধনী বক্তব্যে কেন্দ্রীয় শহীদ মিনারের মর্যাদা রক্ষা ও তা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

মাতৃভাষার প্রতি ৬৭ বিদেশি শিল্পীর শ্রদ্ধা ‘বিশ্বের সব মাতৃভাষা রক্ষা করবে বাংলাদেশ’ শীর্ষক আয়োজন নিয়ে প্রতিবছরের মতো এবারও বিশ্বের বিভিন্ন ভাষাভাষির শিল্পীরা সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন। কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানমালায় অংশ নেন বাংলাদেশসহ, জাপান, ইরান, নেপাল, কানাডা, ইন্দোনেশিয়া, রাশিয়া, জার্মান, আলজেরিয়া, আমেরিকা, সোমালিয়া, ভুটান, ইন্ডিয়াসহ বিভিন্ন দেশের শিল্পীরা।

মাতৃভাষার প্রতি ৬৭ বিদেশি শিল্পীর শ্রদ্ধা অনুষ্ঠানে জাপানি শিল্পী মায়ে ওয়াতানাবে ও সানসুকে মিজুতানি বাংলা ভাষায় গান পরিবেশন করেন। দলীয় নৃত্য পরিবেশন করেন নেপালের শিল্পীরা। এছাড়া দলীয় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করেন ভারতের একদল শিল্পী।

মাতৃভাষার প্রতি ৬৭ বিদেশি শিল্পীর শ্রদ্ধা আয়োজনের দ্বিতীয় পর্বে জাতীয় নাট্যশালা মিলনায়তনে মঙ্গলবার সন্ধ্যায় সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন বিদেশি শিল্পীরা। জাপানি ভাষায় গান, ইংরেজি কবিতা পাঠ করেন কানাডার শিল্পী মোহাম্মদ যুশা সাবিহ, ইন্দোনেশিয়ার ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করেন চাকমা, ইলাওয়াতী, ইনদাহ পারমাতা লুবিস, রাশিয়ান শিল্পী ভিকটোরিয়া জাখারোভা কবিতা পাঠ করেন, ফিউশন গান পরিবেশন করেন আমেরিকান শিল্পীরা।

মাতৃভাষার প্রতি ৬৭ বিদেশি শিল্পীর শ্রদ্ধা বিদেশি শিল্পীদের পাশাপাশি বাংলাদেশি শিল্পীরাও গান পরিবেশন করেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সব ভাষাকে শ্রদ্ধা জানাতে সন্ধ্যার আয়োজনে বিশেষ পরিবেশনা উপস্থাপন করেন বাংলাদেশের শিল্পীরা। বিশ্বের বিভিন্ন দেশের ভাষায় গান, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন তারা।

/এমআরএস/এপিএইচ/
সম্পর্কিত
কৃষকের তিন হাজার সূর্যমুখীতে ফুটে উঠলো ‘অমর ২১’
দিল্লি হাইকমিশনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
শূন্য নো-ম্যান্স ল্যান্ডভাষা দিবসে বাংলাদেশ উপ-হাইকমিশন আড়ম্বরহীন আয়োজন
সর্বশেষ খবর
আমিরাতে সপ্তম রাউন্ডে নীড়-তাহসিনের ড্র
আমিরাতে সপ্তম রাউন্ডে নীড়-তাহসিনের ড্র
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে উদ্বিগ্ন ভারত
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে উদ্বিগ্ন ভারত
আন্দোলনের মুখে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ-উপাচার্য ও কোষাধ্যক্ষকে অব্যাহতি
আন্দোলনের মুখে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ-উপাচার্য ও কোষাধ্যক্ষকে অব্যাহতি
ছেলের আন্তর্জাতিক অভিষেকে রোনালদোর আবেগঘন পোস্ট
ছেলের আন্তর্জাতিক অভিষেকে রোনালদোর আবেগঘন পোস্ট
সর্বাধিক পঠিত
হাইকোর্টের রায়ে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল ইতিহাসে এটাই প্রথম: প্রধান বিচারপতি
হাইকোর্টের রায়ে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল ইতিহাসে এটাই প্রথম: প্রধান বিচারপতি
বিমানবন্দরে তিন উপদেষ্টা, জেরার মুখে দায়িত্বরতরা
সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগবিমানবন্দরে তিন উপদেষ্টা, জেরার মুখে দায়িত্বরতরা
নটর ডেম কলেজের আরেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
নটর ডেম কলেজের আরেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
এনবিআর ভেঙে দুই ভাগ হলো, অধ্যাদেশ জারি
এনবিআর ভেঙে দুই ভাগ হলো, অধ্যাদেশ জারি
সাবেক এমপি শিল্পী মমতাজ গ্রেফতার
সাবেক এমপি শিল্পী মমতাজ গ্রেফতার