X
শনিবার, ১৮ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

ডিজিটাল নিরাপত্তা আইন থাকবে, তবে সংশোধনে রাজি সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মার্চ ২০২৩, ১৫:০৪আপডেট : ০৯ মার্চ ২০২৩, ১৫:০৪

ডিজিটাল নিরাপত্তা আইন বলবৎ থাকবে। তবে প্রয়োজন হলে এর সংশোধন বা পরিবর্তন করতে রাজি আছে সরকার। বৃহস্পতিবার (৯ মার্চ) ইউরোপীয় ইউনিয়নভুক্ত আট রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের পরে সাংবাদিকদের তিনি এই একথা জানান আইনমন্ত্রী আনিসুল হক।

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), ফ্রান্স, ইতালি, স্পেন, সুইডেন, ডেনমার্ক, নেদারল্যান্ড এবং জার্মানির রাষ্ট্রদূত আইনমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।

মন্ত্রী বলেন, ‘ডিজিটাল সিকিউরিটি আইন বিষয়ে আমি পরিষ্কারভাবে বলতে চাই, এটি সাইবার অপরাধ বন্ধ করার জন্য করা হয়েছে এবং সাইবার অপরাধ বন্ধ করার জন্য এটি থাকবে। আমরা টেকনিক্যাল নোট পেয়েছি এবং সবদিক পর্যালোচনা করে যদি দেখা যায় কিছু জায়গায় স্পষ্টতার জন্য কিছু করার দরকার হয়, তাহলে সংশোধন বা পরিবর্তন করতে আমরা রাজি আছি।’

তিনি আরও বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে সরকার এবং আমি বলেছি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কাছ থেকে এ বিষয়ে একটি টেকনিক্যাল নোট পেয়েছি। সেটি আমরা পর্যালোচনা করছি এবং পরে আমরা সিদ্ধান্ত নেবো। আমি তাদের জানিয়েছি আগামি ১৪ মার্চ সুশীল সমাজের ১০জন প্রতিনিধির সঙ্গে এই আইন নিয়ে বৈঠক করবো।

রাষ্ট্রদূতদের সঙ্গে ডিজিটাল সিকিউরিটি আইন, ডাটা প্রটেকশন আইন, এন্টি-ডিসক্রিমিনেশন আইন এবং সুশীল সমাজ নিয়ে তাদের সঙ্গে বিশদ আলোচনা হয়েছে।

এন্টি-ডিসক্রিমিনেশন আইন

মন্ত্রী জানান, এন্টি-ডিসক্রিমিনেশন  (বৈষম্যবিরোধী) আইন করতে যাচ্ছে সরকার। মন্ত্রী জানান যে এটি নিয়ে ইইউ সাধুবাদ জানিয়েছে এবং জানতে চেয়েছে এটি কবে পাস হবে। আমি তাদের বলেছি মাঝখানে জাতীয় সংসদের একটি সেশন হবে। কিন্তু সেখানে বিল পাস করার মতো সময় হবে না। আমার মনে হয় এটি বাজেট সেশনের সময়ে পাস হবে।

ডাটা প্রটেকশন আইন

ডাটা প্রটেকশন আইন নিয়ে স্টেকহোল্ডার সঙ্গে আলোচনা হয়েছে এবং পরে আবার আলোচনা হবে জানিয়ে মন্ত্রী বলেন, ডাটা প্রটেকশন আইন উপাত্ত নিয়ন্ত্রণের জন্য করা হচ্ছে না। এটি উপাত্ত সুরক্ষার জন্য করা হচ্ছে। আলোচনার মধ্যে তারা বলেছেন যে স্টেকহোল্ডার সঙ্গে বৈঠকের সময়ে আন্তর্জাতিক কোম্পানির প্রতিনিধিরা থাকতে পারবে কিনা। আমি বলেছি আন্তর্জাতিক কোম্পানির প্রতিনিধিরা থাকতে পারবে।

নির্বাচন পর্যবেক্ষক

আগামীসংসদ নির্বাচনে বিদেশিরা পর্যবেক্ষক পাঠাতে চায়, এ বিষয়ে মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ বিষয়ে কোনও আপত্তি নেই। সেটি তিনি পরিষ্কারভাবে বলে দিয়েছেন। এখন নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে কতজনকে আনবে এবং কতজনকে আনবে না। আমার মনে হয় এ বিষয়ে নির্বাচন কমিশনও দ্বিমত করবে না।’

/এসএসজেড/এফএস/
সম্পর্কিত
শ্রম আইন সংশোধনে ফলপ্রসূ আলোচনা: আইনমন্ত্রী
শ্রম আইন সংশোধনে আইএলও’র সঙ্গে আলোচনা চলছে: আইনমন্ত্রী
যশোরে বার অ্যাসোসিয়েশন ভবন নির্মাণের আশ্বাস আইনমন্ত্রীর
সর্বশেষ খবর
ন্যায়বিচার পাওয়া প্রত্যেকের মৌলিক অধিকার: প্রধান বিচারপতি
ন্যায়বিচার পাওয়া প্রত্যেকের মৌলিক অধিকার: প্রধান বিচারপতি
খারকিভে হামলা আরও তীব্র করবে রাশিয়া, আশঙ্কা ইউক্রেনের
খারকিভে হামলা আরও তীব্র করবে রাশিয়া, আশঙ্কা ইউক্রেনের
যে জাদুঘরের পরতে পরতে মুক্তিযুদ্ধের ইতিহাস
যে জাদুঘরের পরতে পরতে মুক্তিযুদ্ধের ইতিহাস
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
সর্বাধিক পঠিত
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
ইসরায়েলগামী অস্ত্রের জাহাজ নোঙর করতে দেয়নি স্পেন
ইসরায়েলগামী অস্ত্রের জাহাজ নোঙর করতে দেয়নি স্পেন
দাম কমেছে সবজি-মাংসের, তবু পরিস্থিতি অস্বাভাবিক
দাম কমেছে সবজি-মাংসের, তবু পরিস্থিতি অস্বাভাবিক
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির