X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

‘যুক্তরাষ্ট্রের প্রাইভেসি আইন, ফ্রিডম অব স্পিচ নিয়ে কষ্টে আছেন ব্লিনকেন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মার্চ ২০২৩, ২০:২৯আপডেট : ০৯ মার্চ ২০২৩, ২১:৪৩

পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেছেন, যুক্তরাষ্ট্রে প্রচলিত প্রাইভেসি আইন এবং ফিডম অব স্পিচ অ্যান্ড মিডিয়া নিয়ে কষ্টে আছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিনকেন। তিনি বলেন, ‘মার্কিন মন্ত্রীর মতে, এ বিষয়ে যুক্তরাষ্ট্রের তুলনায় বাংলাদেশের অবস্থান অনেক ভালো।’

বৃহস্পতিবার (৯ মার্চ) ভারতে জি-২০ সফর নিয়ে সাংবাদিকদের ব্রিফ করার সময় এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। গত ১-৩ মার্চ ভারত সফর করেন তিনি।

আব্দুল মোমেন জানান, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী তাকে বলেছেন ‘আমার দেশে আমি অনেক কষ্টে আছি। আপনি তো অনেক ভালো আছেন। আমার দেশে প্রাইভেসি আইন, ফিডম অব স্পিচ অ্যান্ড মিডিয়া—এগুলোর জ্বালায় আমি বড় কষ্টে আছি। আপনার থেকে বেশি কষ্টে আছি আমি।’

ভারত সফরকালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীসহ অনেকের সঙ্গে বৈঠক করেন আব্দুল মোমেন।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী আমার পাশে বসেছিলেন এবং অনেকক্ষণ আলাপ করেছেন। আমাদের দেশের যে সমস্যা, সেগুলো নিয়ে আলাপ হয়েছে। তাদের দেশের সমস্যা, সেগুলো নিয়েও আলাপ হয়েছে। এটি অত্যন্ত গঠনমূলক আলাপ। তাদের উপলব্ধি খারাপ নয়। কিন্তু তারপরেও বিভিন্ন লোক বিভিন্ন রকমের উসকানিমূলক আচরণ করে। কিন্তু মনে হয়, আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে ভালো বন্ধন তৈরি করতে পেরেছি।’

নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা হয়নি

অনেকক্ষণ আলাপ করলেও দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে র‌্যাব ও সংস্থাটির বর্তমান ও সাবেক কর্মকর্তাদের ওপর দেওয়া মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা হয়নি বলে জানান আব্দুল মোমেন।

তিনি জানান, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা হয়নি। নির্দিষ্ট কোনও বিষয় নিয়ে আলোচনা হয়নি।

কী নিয়ে আলোচনা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘আলোচনা হয়েছে যে আমরা যে উন্নয়ন করেছি, সেটিতে আরও তারা সম্পৃক্ত হতে চায়। তারা বলেছে, তার দেশেও লোক মারা যায়, পুলিশ মেরে ফেলে এবং তোমাদের দেশেও হয়। কিন্তু সেগুলো সরকার করে না। আমার দেশেও সরকার করে না। এগুলো নিয়ে খুব ভালো আলোচনা হয়েছে।’

আব্দুল মোমেন বলেন, ‘মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আমাকে বলেছেন, এ ধরনের কিছু ঘটনা ঘটে, কিন্তু আমরা আপনাদের সঙ্গে আছি। আপনারা একটি আদর্শ দেশ।’

/এসএসজেড/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সামুদ্রিক পরিবহন সহযোগিতা চুক্তি সই করলো বিমসটেক
ট্রাম্পের হুমকির মধ্যেই পানামা গেলেন তার পররাষ্ট্রমন্ত্রী রুবিও
১৬ ডিসেম্বরকে কেন্দ্র করে নরেন্দ্র মোদির এক্স বার্তার জবাব দেবে পররাষ্ট্র মন্ত্রণালয়
সর্বশেষ খবর
সড়ক ও জনপথের প্রকল্প পরিচালকের বিরুদ্ধে দুদকের মামলা
সড়ক ও জনপথের প্রকল্প পরিচালকের বিরুদ্ধে দুদকের মামলা
আশিক চৌধুরীর ব্যক্তিগত তথ্য শেয়ার করে বিডার দুঃখ প্রকাশ
আশিক চৌধুরীর ব্যক্তিগত তথ্য শেয়ার করে বিডার দুঃখ প্রকাশ
দুটি সার গুদাম নির্মাণের সিদ্ধান্ত
দুটি সার গুদাম নির্মাণের সিদ্ধান্ত
আগের মেয়র-সিডিএ চেয়ারম্যান জলাবদ্ধতা সৃষ্টির জন্য দায়ী: ফাওজুল কবির খান
আগের মেয়র-সিডিএ চেয়ারম্যান জলাবদ্ধতা সৃষ্টির জন্য দায়ী: ফাওজুল কবির খান
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
স্বর্ণের দাম আবার কমলো
স্বর্ণের দাম আবার কমলো
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি