X
রবিবার, ১১ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

সংসদীয় কমিটির বৈঠকে সচিব কেন অনুপস্থিত, ক্ষোভ সদস্যদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মে ২০২৩, ১৯:০৯আপডেট : ২৩ মে ২০২৩, ১৯:০৯

ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবের নিয়মিত অনুপস্থিতিতে ক্ষোভ প্রকাশ করেছেন কমিটির সদস্যরা। সচিবের বিরুদ্ধে তারা টেলিফোন না ধরারও অভিযোগ করেন। একইসঙ্গে চলতি হজ মৌসুমে চিকিৎসাসেবা, সহায়ক টিম, কারিগরি টিম ও প্রশাসনিক টিমে প্রয়োজনের অতিরিক্ত সদস্য যুক্ত করার অভিযোগ করেন সদস্যরা। পরে অবশ্য ধর্ম প্রতিমন্ত্রী বিষয়টি ক্ষমা ‍সুন্দর ‍দৃষ্টিতে দেখার অনুরোধ করলে কমিটির সদস্যরা নিবৃত হন।

সোমবার (২২ মে) অনুষ্ঠিত ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে।

বৈঠক সূত্র জানায়, কমিটির বৈঠকে সচিব কাজী এনামুল হাসান প্রায়শই অনুপস্থিত থাকায় কমিটির আগের বৈঠকে ক্ষোভ প্রকাশ করা হয়। ওই বৈঠকে কমিটির সভাপতি রুহুল আমিন মাদানী এমপি বলেন, ‘ধর্ম প্রতিমন্ত্রী সরকারি কাজে ঢাকার বাইরে থাকায় সভায় উপস্থিত হতে না পারলেও তিনি নিজে ফোন করে সভাপতিকে অবহিত করেন। কিন্তু সচিব সভায়  যোগদান না করার বিষয়টিও কাউকে অবহিত করেন না।’ সচিব কেন বৈঠকে উপস্থিত হননি, তার কারণ ওই বৈঠকে উপস্থিত ধর্ম মন্ত্রণালয়ের প্রতিনিধিরা জানাতে পারেননি উল্লেখ করে সভাপতি বলেন, ‘সচিবের সভায় যোগদানের বিষয়ে তার একান্ত সচিবকে একাধিকবার টেলিফোনে অবহিত করা হলেও তিনি সাড়া দেননি। পরে বৈঠকে সচিবের উপস্থিত না হওয়ার বিষয়টি পরবর্তী সভায় অবহিত করার অনুশাসন দেওয়া হয়।’

জানা গেছে, সোমবারের বৈঠকেও সচিব যথারীতি উপস্থিত না হওয়ায় কমিটির সদস্যরা প্রশ্ন তোলেন। পরে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বিষয়টির ব্যাখ্যা দিয়ে বলেন, ‘সচিব মহোদয় শারীরিকভাবে অসুস্থ। তিনি কানে কিছুটা কম শোনেন। এ কারণে তিনি সব প্রোগ্রামে থাকতে পারেন না। সব সময় টেলিফোনে অ্যাটেন্ড করতে পারেন না।’ অসুস্থতার বিবেচনায় বিষয়টি  ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করেন প্রতিমন্ত্রী। অবশ্য, কানে কম শোনার পরও সচিবের মতো একটি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন— সেই প্রশ্নও তোলেন কমিটির সভাপতি।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, ধর্ম সচিব সংসদীয় কমিটির শেষ ৮টি বৈঠকের মধ্যে মাত্র দুটি বৈঠকে উপস্থিত ছিলেন। সোমবার অনুষ্ঠিত কমিটির ১৮তম বৈঠকের মধ্যে সবশেষ তিনি ১৫তম বৈঠকে উপস্থিত ছিলেন।

জানা গেছে, সোমবারের বৈঠকে চলতি হজ মৌসুমে মেডিক্যাল, নার্স, সহায়ক, কারিগরি ও প্রশাসনিক টিমের তালিকা নিয়ে প্রশ্নো তোলা হয়। ওই টিমে কারা কারা আছে, তার তথ্যও মন্ত্রণালয়ের কাছে চাওয়া হয়। তবে, মন্ত্রণালয় থেকে কোনও তালিকা সরবরাহ করা হয়নি। এ সময়ে কমিটির সদস্য নজিবুল বশর মাইজভান্ডারী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘কৃচ্ছ্রতা সাধনের জন্য প্রধানমন্ত্রী সরকারিভাবে হজযাত্রা নিরুৎসাহিত করেছেন। আমরা বিষয়টি মেনে নিয়েছি। কিন্তু এসব টিমে কত সংখ্যক লোক যাচ্ছেন। তারা সংশ্লিষ্ট কাজে দক্ষ কিনা সেটা জানা দরকার। এসব টিমে যারা যান, তাদের বিমানভাড়াসহ যাবতীয় খরচ বহন করা হয়। পাশাপাশি তাদের টিএ/ডিএ প্রদান করতে হয়। প্রত্যেককে কয়েক লাখ করে টাকা দিতে হয়।’

জানতে চাইলে কমিটির সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সংসদীয় কমিটির বৈঠকে সচিব উপস্থিত না হওয়ার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। তিনি কানে কম শোনেন এবং অসুস্থ জানিয়ে প্রতিমন্ত্রী ক্ষমা সুন্দর সৃষ্টিতে দেখতে অনুরোধ করেছেন। তবে, আমাদের কথা হলো— এভাবে দিনের পর দিন অনুপস্থিত থাকলে কার্যক্রম চলে কিভাবে? অসুস্থ হলে তো বিকল্প ব্যবস্থা হতে পারে।’

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী যেখানে কৃচ্ছ্রতাসাধনের জন্য বিনা পয়সায় হজে না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। সেই জায়গায় আমরা গতবার সুপারিশ করেছিলাম ৫০-৬০ জনের সহায়তাকারী দল পাঠাতে। আর মক্কা ও মদিনা থেকে বাংলাদেশিদের সহায়তাকারী হিসেবে রাখলে দেশের অর্থ সাশ্রয় হতো। সেখানে কী কারণে ২৩০ জনকে পাঠানো হচ্ছে।’

তিনি বলেন, ‘সহায়তাকারী হিসেবে কারা কারা যাচ্ছেন, সেই তালিকাও সংসদীয় কমিটিকে দেওয়া হয়নি। শুনতেছি প্রশাসনের কর্মকর্তা গতবারের চেয়েও বেশি যাচ্ছেন। এটা তো দেশের অর্থের অপচয়। এটার ব্যাখ্যা চেয়েছি আমরা।’ বিষয়টি নিয়ে তিনি আগামী অধিবেশনে সংসদে কথা বলবেন বলেও বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন।

 

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
হজযাত্রীর লাগেজে পাওয়া গেলো তামাক-গুল
দুই জনের মৃত্যুসৌদি পৌঁছেছেন ২৫৪২৮ হজযাত্রী
এজেন্সিগুলোকে ধর্ম মন্ত্রণালয়ের চিঠিসোমবার দুপুরের মধ্যে ১০ হাজার হজযাত্রীর ভিসা আবেদনের নির্দেশ
সর্বশেষ খবর
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
আমের এই আচার বানিয়ে ফেলা যায় তেল ছাড়াই
আমের এই আচার বানিয়ে ফেলা যায় তেল ছাড়াই
২০২২ সালের খসড়া চুক্তিকে কেন্দ্র করে শান্তি আলোচনা চায় রাশিয়া
২০২২ সালের খসড়া চুক্তিকে কেন্দ্র করে শান্তি আলোচনা চায় রাশিয়া
তিনি এখন হলিউডের শীর্ষ কাঙ্ক্ষিত ব্যাচেলর!
তিনি এখন হলিউডের শীর্ষ কাঙ্ক্ষিত ব্যাচেলর!
সর্বাধিক পঠিত
আরও কমলো স্বর্ণের দাম
আরও কমলো স্বর্ণের দাম
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ