ইরানের সিরাজে গত ১৪ আগস্ট চেরাগ দরগায় সংঘটিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। ওই হামলায় দুজন নিরীহ ব্যক্তির প্রাণহানি হয়েছে এবং গত এক বছরে এটি দ্বিতীয় হামলা।
বুধবার (১৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ মনে করে ধর্মীয় স্থান এবং নিরীহ ধর্মপ্রাণ মানুষের ওপর হামলা কাপুরোষিত কাজ এবং এ ধরনের হামলার বিরুদ্ধে ইরানের সঙ্গে সংহতি প্রকাশ করে বাংলাদেশ।