X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

রেলওয়েতে ২০ হাজার পদ শূন্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৫৭আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৫৭

রেলওয়ের বিভিন্ন শ্রেণিতে প্রায় ২০ হাজার পদ শূন্য রয়েছে। শিগগিরই রেলের জনবল সংকট নিরসন হবে বলে মন্ত্রী আশা প্রকাশ করেন।

সোমবার (৪ সেপ্টেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে চট্টগ্রাম-১১ আসনের এম আব্দুল লতিফের প্রশ্নের জবাবে রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন এ তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।

নুরুল ইসলাম সুজন বলেন, রেলওয়ের বিভিন্ন শ্রেণিতে প্রায় ২০ হাজার পদ শূন্য রয়েছে। গত ৯ মাসে বিভিন্ন ক্যাটাগরিতে দুই হাজার ৮৮০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। রেলের জনবল সংকট শিগগিরই নিরসন হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।

গত ৫ বছরে ১৩০টি নতুন ব্রডগেজ কোচ, ২৫৮টি মিটারগেজ কোচ, ৩০টি মিটারগেজ ও ২৫টি ব্রডগেজ লোকোমোটিভ রেলবহরে যুক্ত হয়েছে। এছাড়া ৮৯টি মিটারগেজ কোচ, ২২০টি ব্রডগেজ কোচ, ৭৫টি মিটারগেজ লাগেজ ভ্যান, ৫০টি ব্রডগেজ লাগেজ ভ্যান, ৫৮০টি মিটার গেজ ওয়াগন, ৪২০টি ব্রডগেজ ওয়াগন ও ১৫টি লোকোমোটিভ সংগ্রহের কার্যক্রম চলমান রয়েছে।

কাজিম উদ্দিন আহম্মেদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমান সরকারের আমলে ৮৫১ কিলোমিটার নতুন রেলপথ নির্মাণ করা হয়েছে। এ সময়ে এক হাজার ১৪টি নতুন রেল সেতু নির্মাণ, ৯৫২টি রেল সেতু পুনর্বাসন/পুননির্মাণ, ১৩২টি স্টেশন ভবন নির্মাণ, ২৩১টি ভবন সংস্কার, ৩৪০ কিমি রেলপথ ডুয়েল গেজে রূপান্তর এবং এক হাজার ৩৭৯ কিমি রেলপথ পুননির্মাণ করা হয়েছে।

মামুনুর রশীদ কিরণের প্রশ্নের জবাবে রেলমন্ত্রী জানান, ঢাকা হতে চট্টগ্রাম রুটে বৈদ্যুতিক ট্রেন সার্ভিস চালুর লক্ষ্যে সম্ভাব্যতা সমীক্ষা প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এ প্রকল্পের মাধ্যমে নারায়ণগঞ্জ হতে ঢাকা হয়ে চট্টগ্রাম পর্যন্ত ইলেকট্রিক ট্র্যাকশন প্রবর্তনের জন্য সম্ভাব্যতা সমীক্ষা এবং বিশদ ডিজাইনের কাজ সম্পন্নের জন্য পরামর্শক নিয়োগে গত ১৭ জুলাই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আগামী বছর এপ্রিলে এই সমীক্ষা সমাপ্ত হবে বলে মন্ত্রী আশা প্রকাশ করে বলেন, সমীক্ষা প্রকল্প সমাপ্ত হলে মূল প্রকল্প গ্রহণ করা হবে।

হাজী মো. সেলিমের প্রশ্নের জবাবে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী বেগম জিলাতুন নেসা জানান, মহিলা সহায়তা কর্মসূচির আওতায় এ পর্যন্ত ১২ হাজার ৪৩৯ জন নারীকে নিরাপদ আশ্রয়, ২৮ হাজার ৫২০ জনকে আইনি সহায়তা, ১০ লাখ ৪০ হাজার জনকে খাদ্য সহায়তা, দুই লাখ ২৮ হাজার ৬৪৩ জনকে ঋণ প্রদান ও ১২ লাখ ৫৪ হাজার নারীকে ভাতা প্রদান করা হয়েছে।

/ইএইচএস/এমএস/
সম্পর্কিত
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন
৪ হাজার ২৬১ কোটি টাকার লাইনে চলে একটি ট্রেন
স্টেশন মাস্টার ছাড়াই চলছে রেলওয়ে স্টেশন, স্থানীয়দের অবস্থান কর্মসূচি
সর্বশেষ খবর
রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাইয়ের অ্যাডহক কমিটি ও নির্বাচন কমিশন গঠন
রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাইয়ের অ্যাডহক কমিটি ও নির্বাচন কমিশন গঠন
টিসিবির ভুয়া কার্ড বাতিল করা হবে: খাদ্য উপদেষ্টা
টিসিবির ভুয়া কার্ড বাতিল করা হবে: খাদ্য উপদেষ্টা
সদ্য নির্মিত সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেলো শ্রমিকের
সদ্য নির্মিত সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেলো শ্রমিকের
প্রকৌশলী তুহিনের মুক্তি না দিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
প্রকৌশলী তুহিনের মুক্তি না দিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
সর্বাধিক পঠিত
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘সাময়িক’ ফ্লাইট বন্ধ করলো নভোএয়ার
‘সাময়িক’ ফ্লাইট বন্ধ করলো নভোএয়ার