X
রবিবার, ২০ জুলাই ২০২৫
৫ শ্রাবণ ১৪৩২

ব্রাজিলকে বাংলাদেশ থেকে সরাসরি তৈরি পোশাক আমদানির আহ্বান

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৮ এপ্রিল ২০২৪, ১৪:০৬আপডেট : ০৮ এপ্রিল ২০২৪, ১৫:৪৭

বাংলাদেশ থেকে সরাসরি তৈরি পোশাক (আরএমজি) পণ্য আমদানি করতে ব্রাজিলকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘বাংলাদেশ থেকে আরএমজি পণ্য তৃতীয় পক্ষের মাধ্যমে সীমিত পরিসরে ব্রাজিলে রফতানি করা হচ্ছে। দেশটি সরাসরি বাংলাদেশ থেকে আরএমজি পণ্য আমদানি করলে ব্রাজিলের জন্য এটি আরও সাশ্রয়ী হবে।’

সোমবার (৮ এপ্রিল) সকালে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরার নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় শেখ হাসিনা এ আহ্বান জানান। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এম নজরুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করেন।

বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে বাণিজ্যিক ভারসাম্য নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে শেখ হাসিনা বলেন, ‘দুই দেশের মধ্যে বাণিজ্যিক ভারসাম্য ব্রাজিলের দিকে ঝুঁকছে। এই ভারসাম্য নিশ্চিত করতে ব্রাজিল বাংলাদেশ থেকে পাট ও পাটজাত পণ্য এবং চামড়াজাত পণ্যসহ আরও পণ্য আমদানি করতে পারে।’

সরকারপ্রধান বলেন, ‘ব্রাজিল থেকে মূলত চিনি, সয়াবিন তেল ও তুলা আমদানি করে বাংলাদেশ। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানোর বিশাল সুযোগ রয়েছে।’

তিনি বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপরও জোর দেন।

রিও ডি জেনিরোতে আগামী ২৪ জুলাই অনুষ্ঠেয় ক্ষুধা ও দারিদ্র্যের বিরুদ্ধে একটি বৈশ্বিক জোট গঠনে জি-২০ টাস্ক ফোর্সের চূড়ান্ত বৈঠকে যোগ দিতে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার একটি আমন্ত্রণপত্র প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী। মাউরো ভিয়েরা শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নেরও ভূয়সী প্রশংসা করেন।

তিনি বলেন, ‘ব্রাজিল উন্নয়নের পথে বাংলাদেশের অগ্রযাত্রার অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায়। ব্রাজিল ও বাংলাদেশের জনসংখ্যা সমপরিমাণ এবং উভয় দেশ ক্ষুধা ও দারিদ্র্য নিরসনে কাজ করে যাচ্ছে।’

তিনি গাজা ইস্যুতে বাংলাদেশের অবস্থানের প্রশংসা করে বলেন, ‘তার দেশও গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে।’ বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে বাংলাদেশ ও ব্রাজিল একই মত পোষণ করে বলেও জানান তিনি।

শেখ হাসিনা গাজায় ইসরায়েলের হামলাকে গণহত্যা হিসেবে বর্ণনা করেন। কারণ, ইরায়েলের বর্বরোচিত হামলায় এমনকি হাসপাতাল ও আশ্রয় কেন্দ্রে হামলায় নারী, শিশু ও বয়স্ক মানুষ নিহত হয়েছে। তিনি বলেন, ‘নারী, শিশু ও বয়স্ক ব্যক্তিরাও হামলা থেকে রেহাই পাননি।’

প্রধানমন্ত্রী শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন, ‘দক্ষিণ আমেরিকার দেশ হিসেবে ব্রাজিল প্রথম ১৯৭৩ সালের ১৫ মে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়।’

এছাড়া তিনি বাংলাদেশের ফুটবলের উন্নয়নে ব্রাজিলের সহায়তা চেয়েছেন। ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার নাম সংবলিত তার দেশের জাতীয় ফুটবল দলের জার্সিও প্রধানমন্ত্রীকে উপহার দেন।

এ সময় ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম তোফাজ্জেল হোসেন মিয়া ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন।

সূত্র: বাসস

আরও পড়ুন-

জুলাইয়ে ব্রাজিল সফর করতে পারেন প্রধানমন্ত্রী

ব্রাজিলে তৈরি পোশাকের শুল্কমুক্ত প্রবেশাধিকার চেয়েছে বাংলাদেশ

ব্রিকসে যোগ দিতে ব্রাজিলের সমর্থন চায় বাংলাদেশ, চায় বায়ো ফুয়েলও

ব্রাজিলের সঙ্গে সম্পর্কে যেসব বিষয়ে আগ্রহী বাংলাদেশ

ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা আসছেন, চারটি চুক্তির সম্ভাবনা

ব্রাজিল-আর্জেন্টিনার সঙ্গে সম্পর্ক বাড়াতে চায় সরকার

/আরকে/
সম্পর্কিত
৪০ বছরের ব্যবসায় এমন সংকট দেখিনি: এ কে আজাদ
প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে ছয় মামলা বিচারের জন্য বদলির নির্দেশ 
গম আমদানিতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা স্মারক সই
সর্বশেষ খবর
গত বছরের তুলনায় ডেঙ্গু রোগী বেড়েছে: মন্ত্রণালয়ের প্রতিবেদন
গত বছরের তুলনায় ডেঙ্গু রোগী বেড়েছে: মন্ত্রণালয়ের প্রতিবেদন
রাজনৈতিক দলের মতভিন্নতায় হতাশার কিছু নাই: মির্জা ফখরুল
রাজনৈতিক দলের মতভিন্নতায় হতাশার কিছু নাই: মির্জা ফখরুল
ডানা কাপে অংশ নিতে স্কলাসটিকা ফুটবল টিমের ডেনমার্ক যাত্রা
ডানা কাপে অংশ নিতে স্কলাসটিকা ফুটবল টিমের ডেনমার্ক যাত্রা
সাবেক মেয়র আতিকসহ ১০ জনের বিরুদ্ধে ২ মাসে তদন্ত শেষ করার নির্দেশ
সাবেক মেয়র আতিকসহ ১০ জনের বিরুদ্ধে ২ মাসে তদন্ত শেষ করার নির্দেশ
সর্বাধিক পঠিত
জামায়াতের আমিরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল
জামায়াতের আমিরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল
কোন দিকে যাচ্ছে দেশের অর্থনীতি
কোন দিকে যাচ্ছে দেশের অর্থনীতি
এনসিপি নেতাদের নিরাপত্তায় ডগ স্কোয়াড দিয়ে হোটেলে তল্লাশি
এনসিপি নেতাদের নিরাপত্তায় ডগ স্কোয়াড দিয়ে হোটেলে তল্লাশি
৪০ বছরের ব্যবসায় এমন সংকট দেখিনি: এ কে আজাদ
৪০ বছরের ব্যবসায় এমন সংকট দেখিনি: এ কে আজাদ
বক্তব্য দেওয়ার সময় মঞ্চে পড়ে গেলেন জামায়াতের আমির
বক্তব্য দেওয়ার সময় মঞ্চে পড়ে গেলেন জামায়াতের আমির