X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

২০ কিশোর বাংলাদেশিকে মিয়ানমার থেকে ফিরিয়ে আনা হয়েছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ এপ্রিল ২০২৫, ১৩:০৩আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ১৩:০৩

পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে মিয়ানমারে আটকে পড়া ২০ কিশোর বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা সমুদ্র অভিযান’-এ করে তারা চট্টগ্রামের নৌবাহিনীর ঘাঁটি বানৌজা ঈসা খাঁ-এ অবতরণ করেন। ইয়াঙ্গুনের বাংলাদেশ দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে তাদের সাক্ষাৎকার ও যাচাইকরণ প্রক্রিয়া পরিচালনা এবং ট্রাভেল পারমিট ইস্যুর কার্যক্রম পরিচালনা করে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইয়াঙ্গুন শহরের এমআইটিটি বন্দর থেকে এই ২০ জন বাংলাদেশি নাগরিককে নিয়ে গত ১৩ এপ্রিল বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ দেশে প্রত্যাবাসনের উদ্দেশ্যে যাত্রা করে। ফিরে আসা ২০ জনই অপ্রাপ্তবয়স্ক কিশোর, যারা একটি অসাধু দালালচক্রের মাধ্যমে মালয়শিয়ায় পাচারের চেষ্টাকালে মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে অনুপ্রবেশের অভিযোগে আটক হয়। অতঃপর পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ইয়াঙ্গুনের বাংলাদেশ দূতাবাস তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা নেয়।

যাচাইকৃত বাংলাদেশি নাগরিকদের আগমনের পর পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ পুলিশ, চট্টগ্রাম জেলা প্রশাসন ও সিভিল সার্জন অফিস, চট্টগ্রাম-এর প্রতিনিধিরা অভ্যর্থনা জানায়। অভ্যর্থনা, যথাযথ ইমিগ্রেশন কার্যাদি সম্পাদন এবং স্বাস্থ্য পরীক্ষা শেষে তাদের চট্টগ্রাম সার্কিট হাউজে নিয়ে আসা হয় এবং সেখান থেকে চটগ্রাম জেলা প্রশাসন ও মেট্রোপলিটন পুলিশের সহায়তায় নিজ নিজ অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, সাম্প্রতিক ভূমিকম্পে উদ্ধার তৎপরতা ও চিকিৎসা কার্যক্রম পরিচালনার জন্য মিয়ানমারে যাওয়া ৫৫ সদস্যের দলটিও ১০ দিনব্যাপী কার্যক্রম শেষ করে একই জাহাজে বাংলাদেশে ফিরে আসে।

 

/এসএসজেড/আরআইজে/
সম্পর্কিত
মিয়ানমারে ইন্দোনেশিয়ান ইনফ্লুয়েন্সারকে ৭ বছরের কারাদণ্ড
তেহরানে আটকে পড়া ২৮ বাংলাদেশি ঢাকা ফিরতে পারেন মঙ্গলবার
স্কুল থেকে ঝরে পড়া কিশোর-কিশোরীদের কর্মসংস্থানে ‘স্কিলফো’ সম্প্রসারিত হচ্ছে ১৬ জেলায়
সর্বশেষ খবর
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি