প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, মাতারবাড়ী-মহেশখালী সমন্বিত অবকাঠামো উন্নয়ন উদ্যোগ এমআইডিআই প্রকল্পগুলো যখন পুরোপুরি শেষ হবে, এই পুরো অঞ্চলে তখন একটি রূপান্তর হবে। তিনি বলেন, ‘আমরা মনে করছি, সেখানে বিশেষ করে মাতারবাড়ী-মহেশখালীকে ঘিরে নতুন একটা সিঙ্গাপুর হবে, নতুন একটা শহর হবে। সেটা হবে এই পুরো অঞ্চলের জন্য সবচেয়ে বড় বন্দর, লজিস্টিক এবং জ্বালানি হাব।’
মঙ্গলবার (২৭ মে) রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শফিকুল আলম বলেন, ‘এটার সুফল শুধু বাংলাদেশের সীমানার মধ্যে না, সীমানার বাইরে গিয়েও আশপাশের সবাই পাবে। আমরা মনে করছি যে এটা নেপাল, ভুটান এবং আশপাশে যারা আছেন, সবাই এটা দ্বারা উপকৃত হবেন।’
প্রধান উপদেষ্টার বাসভবন, আদালত চত্বরসহ বেশ কিছু জায়গায় বিক্ষোভ সমাবেশের ক্ষেত্রে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিষেধাজ্ঞা পালনের বিষয়ে কারও ক্ষেত্রে নমনীয়, আবার কারও ক্ষেত্রে কঠোর হওয়ার বিষয়ে সরকারের অবস্থান সম্পর্কে জানতে চাইলে প্রেস সচিব বলেন, ‘আমি আশা করবো সবাই আইনের প্রতি শ্রদ্ধাশীল হবেন। আইনকে নিজের হাতে তুলেন নেবেন না। আমরা মনে করি সুনির্দিষ্ট দাবি দাওয়া যথাযথ কর্তৃপক্ষ কিংবা সংস্থার কাছে জানাতে পারেন।’
জামায়াত নেতার সাজামুক্তির বিষয়ে শফিকুল আলম বলেন, ‘আদালতের বিষয়ে আমি কোনও মন্তব্য করবো না। এটা আদালতের এখতিয়ার। প্রধান বিচারপতি সম্প্রতি প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন। এটা ছিল উনি কিছু দিন আগে দক্ষিণ আফ্রিকা সফর করেছেন। দক্ষিণ আফ্রিকায় ট্রুথ অ্যান্ড রিকন্সিলেশন কমিশন আছে। তো সেগুলো… উনি আসলে দক্ষিণ আফ্রিকায় সফর করেছেন, এটি নিয়েই তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলতে এসেছিলেন। এর বাইরে কিছু না।’
প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কোনও ফোনালাপ হয়েছে কিনা, এমন প্রশ্নে প্রেস সচিব বলেন, ‘এই বিষয়ে আমি অবগত না।’