X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১
জুলহাজ-তনয় হত্যা

খুনিদের ‘ছবি আঁকলেও’ তা প্রকাশ নিয়ে সিদ্ধান্তহীনতায় পিবিআই!

আমানুর রহমান রনি
১৪ মে ২০১৬, ১৬:২৬আপডেট : ১৪ মে ২০১৬, ১৬:৩৯

জুলহাজ ও তনয়

কলাবাগানে জোড়া খুনের ঘটনায় প্রত্যক্ষদর্শীদের বর্ণনা শুনে হত্যকারীদের ছবি আঁকলেও তা প্রকাশ নিয়ে সিদ্ধান্তহীনতায় রয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় তা প্রকাশের কৌশল নির্ধারণ নিয়ে ভাবছেন তারা। এছাড়া ছবি যদি প্রকৃত অপরাধীদের সঙ্গে না মেলে তখন অন্য কোনও নির্দোষ ব্যক্তি ফেঁসে যেতে পারেন বলেও কর্মকর্তারা মনে করছেন।  পিবিআই সূত্রে এ তথ্য জানা গেছে। 

নাম প্রকাশে অনিচ্ছুক পিবিআই-এর এক কর্মকর্তা বলেন, ‘ফেস ড্রয়িং হয়তো হলো। এতে আমি একটি ছবি পেলাম। কিন্তু  লোক তো খুঁজে পাচ্ছি না। আমরা কিছু কাজ এগিয়েছি। কিন্তু তা ফেস ড্রয়িং থেকে বা অন্য কিভাবে এগিয়েছি, তা বলতে পারব না।’

এই কর্মকর্তা  আরও বলেন, ‘আমি এই জায়গাটিতে আটকে গেছি। ছবি যদি পেয়ে যাই, তাহলে আমি ওই লোকটিকে কিভাবে খুঁজব? কিভাবে তাকে খুঁজে বের করব?’

আরও পড়ুন-  খুনিদের ‘ছবি আঁকলেও’ তা প্রকাশ নিয়ে সিদ্ধান্তহীনতায় পিবিআই!  তোমাদের নিয়েই আরেকবার ক্ষমতায় যাওয়ার চেষ্টা করবো: এরশাদ 

পত্রিকায় বা থানায় ছবি দিয়ে অপরাধীদের খুঁজে বের করা যায় কিনা? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘হ্যাঁ, যায়। এটা খুব সিম্পল কথা। সাদামাটা কথায় দেওয়া যায়। তবে সব কিছু দেওয়া যায় না। আমরা আমাদের মতো করে খোঁজ করছি। এটা অত্যন্ত সেনসেটিভ ইস্যু। আমরা সতর্কতার সঙ্গে এগিয়ে যাচ্ছি। বিষয়টি নিয়ে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীও কাজ করছে।’

এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে কোনও কিছু আশা করা যায় কিনা এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা বলেন, ‘আমিতো আশায় আশায় বসে আছি। আপনি আমাকে এই সমাধান দিতে পারবেন? ছবি পেলে কী করব? হয়তো প্রিন্ট মিডিয়ায় দেওয়া যায়। তবে সমস্যাও আছে। আপনি শুধু আমাকে যদি বলতে পারেন যে, ছবি দিয়ে কিভাবে অপরাধীদের খুঁজে পাব? তাহলে জানাবেন।’

গত এপ্রিলে ইংল্যান্ড থেকে দু’কোটি টাকায় মানুষের মুখাবয়ব আঁকতে সমর্থ এমন একটি সফটওয়্যার আনে পিবিআই। কোনও ব্যক্তির বর্ণনা শুনে তার মুখের ছবি আঁকতে পারে এই সফটওয়্যার। বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে পিবিআইর কাছেই একমাত্র এই সফটওয়্যারটি আছে। তবে অন্য আইন-শৃঙ্খলা বাহিনী চাইলেও এই সফটওয়্যার ব্যবহার করতে পারবে। এই সফটওয়্যারে কাজ করার দক্ষতা অর্জনের জন্য ইতোমধ্যে পিবিআই’র বেশ কয়েকজন পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

কলাবাগানে জোড়া খুনের ঘটনায় ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি), র‌্যাব, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), পিবিআইসহ আরও কয়েকটি গোয়েন্দা সংস্থা হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কাজ করছে। তবে এখনও কেউ কোনও সমাধান করতে পারেননি এই হত্যাকাণ্ডের। অগ্রগতির কথাও জানাতে পারেননি তদন্তের দায়িত্বে থাকা কোনও ব্যক্তি।

আরও পড়ুন -  খুনিদের ‘ছবি আঁকলেও’ তা প্রকাশ নিয়ে সিদ্ধান্তহীনতায় পিবিআই! প্রয়োজনে পাকিস্তানের সঙ্গে সব কূটনীতিক সম্পর্ক ছিন্ন: শেখ সেলিম

ঘটনাস্থল থেকে সংগৃহীত আলামত পরীক্ষা করছে সিআইডি। তবে সিআইডি এখনও কোনও কিছু ডিবিকে জানায়নি।

উল্লেখ্য, গত ২৫ এপ্রিল সন্ধ্যায় রাজধানীর কলাবাগানে খুন হন ইউএসএআইডির কর্মকর্তা ও মার্কিন রাষ্ট্রদূতের সাবেক প্রটোকল অফিসার জুলহাজ মান্নান (৩৫) ও তার বন্ধু নাট্যকর্মী মাহবুব তনয় (২৮)। নিহত জুলহাজ সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির খালাতো ভাই। জুলহাজ বাংলাদেশে সমকামীদের অধিকার নিয়ে কাজ করতেন। ‘রূপবান’ নামে একটি পত্রিকাও সম্পাদনা করতেন তিনি। অন্যদিকে তনয় ছিলেন আশা ইউনিভার্সিটির শিক্ষার্থী। লোকনাট্য নামের একটি থিয়েটারের সঙ্গে তিনি যুক্ত ছিলেন।

হত্যাকাণ্ডের পর কলাবাগান থানায় নিহত জুলহাজের বড়ভাই মিনহাজ মান্নান একটি এবং কলাবাগান থানার পুলিশ একটি মামলা দায়ের করেন।

বর্তমানে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ মামলা দুটি তদন্ত করছে। তবে তদন্তের অগ্রগতির বিষয়ে কিছু জানাতে পারেনি মহানগর গোয়েন্দা পুলিশের (দক্ষিণ) উপ-কমিশনার (ডিসি) মাশরুকুর রহমান খালেদ।তিনি বলেন, ‘হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কারা? হত্যাকাণ্ডে কয়জন জড়িত ছিল? এসব নিয়ে আমরা সবাই মিলে কাজ করছি। সন্দেহজনক অনেকেই আছে। অনেক গ্রুপ সন্দেহের তালিকায়। তবে সন্দেহ আর তথ্য প্রমাণ দিয়ে শনাক্ত করা এক বিষয় না। আমরা কাজ করছি। ভালো কাজ হচ্ছে।’

/এআরআর/ এপিএইচ/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ