বাজেটের উপর আলোচনাকালে সংসদে অর্থমন্ত্রী ও প্রতিমন্ত্রীর কেউই উপস্থিত না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় পার্টির সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ। স্পিকারকে তিনি বলেন, ‘আপনার কাছে দাবি জানিয়ে কী লাভ হবে। সংসদে অর্থমন্ত্রী নেই, প্রতিমন্ত্রীও নেই। কে আমাদের বক্তব্যের জবাব দেবে। আমরা কি আকাশের সঙ্গে কথা বলবো? এখানে কথা বলা আর আকাশের সঙ্গে কথা বলা একই কথা।’
ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে রবিবার অধিবেশনের শুরুতে প্রশ্নোত্তর পর্ব টেবিলে উত্থাপনের পর প্রস্তাবিত ২০১৫-১৬ অর্থবছরের বাজেটের উপর সাধারণ আলোচনা শুরু হয়।
/ইএইচএস/এসটি/