X
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২
বকেয়া ভ্যাট দিতে হবে সব এয়ারলাইন্সকে

বাড়ছে বিমানের ভাড়া

চৌধুরী আকবর হোসেন
২৪ জুলাই ২০১৬, ১৪:২৪আপডেট : ২৪ জুলাই ২০১৬, ১৯:৩২

বাড়ছে বিমান ভাড়া দেশি-বিদেশি সব এয়ারলাইন্সকে ২০০৯ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত অ্যারোনটিক্যাল চার্জের ওপর ১৫ শতাংশ হারে ভ্যাট দিতে হবে। গত বছর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক) আরোপ করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। যদিও ভ্যাট আরোপের বিরুদ্ধে উচ্চ আদালতে রিট দায়ের করে একাধিক এয়ারলাইন্স। যা সম্প্রতি খারিজ করে দেন আদালত। ফলে বিমান ভাড়া বাড়বে বলে জানিয়েছে এয়ারলাইন্সগুলো।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিমান ল্যান্ডিং, পার্কিং, রুট নেভিগেশনসহ বিভিন্ন অ্যারোনটিক্যাল খাতের মাশুল বাবদ এয়ারলাইন্সগুলো অর্থ পরিশোধ করে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের কাছে। এসব চার্জের ওপর গত বছর ১৫ শতাংশ ভ্যাট আরোপ করে এনবিআর। পাশাপাশি এয়ারলাইন্সগুলোকে ২০০৯ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত বকেয়া ভ্যাট পরিশোধের আদেশও দেওয়া হয়। এরপর উচ্চ আদালতে ভ্যাটের বিরুদ্ধে একাধিক এয়ারলাইন্স রিট দায়ের করে। যা সম্প্রতি খারিজ করে দেন আদালত। এ রায়/আদেশের সার্টিফাইড কপি গত ১ মার্চ দেওয়া হয়। যা পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য সিভিল এভিয়েশনে পাঠানো হয় ৩০ জুন। ফলে অ্যারোনটিক্যাল চার্জে ১৫ শতাংশ ভ্যাট আদায়ে কোনও বাধা নেই।

হাইকোর্ট থেকে রায়ের কপি পাওয়ার পর দেশি-বিদেশি যেসব এয়ারলাইন্স অ্যারোনটিক্যাল সেবা নেয় তাদের চিঠি দিয়েছে সিভিল এভিয়েশন। ভ্যাট আদায়ের জন্য দেশের সব বিমানবন্দরের ব্যবস্থাপকদের নির্দেশনা দিয়েছে সিভিল এভিয়েশন।

জানা গেছে,অ্যারোনটিক্যাল চার্জের ওপর ১৫ শতাংশ হারে ভ্যাট আরোপ এবং বকেয়া ভ্যাটের কারণে বিপাকে পড়েছে এয়ারলাইন্সগুলো। বিশেষ করে ২০০৯ সাল থেকে বকেয়া ভ্যাট নিয়ে অসন্তোষ রয়েছে দেশি-বিদেশি এয়ারলাইন্সগুলোর।

এ বিষয়ে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, দেশের এয়ারলাইন্সগুলো  বিভিন্ন প্রতিবন্ধকতার সঙ্গে লড়াই করে ব্যবসা করছে। বিমানের সব ধরনের যন্ত্রাংশই আমদানি করতে হয়। সেসব যন্ত্রাংশ আমদানি করতেও ভ্যাট দিতে হয়। বাড়তি ভ্যাটের কারণে পরিচালন ব্যয় আরও বাড়বে। ফলে যাত্রীদের ভ্রমণ ব্যয় বাড়াবে।

বাংলাদেশে ওমান এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজে খন্দকার এ কবির বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এটি বাস্তবায়ন হলে যাত্রীদের খরচ বেড়ে যাবে। আমার জানা মতে, বিশ্বের অন্য কোনও দেশে অ্যারোনটিক্যাল চার্জে মূসক দেওয়ার কোনও নিয়ম নেই।’

নভো এয়ারের ম্যানেজার (মাকেটিং ) মাহফুজুল আলম বলেন, ‘সরকার ভ্যাট আরোপ করলে আমরা দিতে বাধ্য। কিন্তু এই ভ্যাট আরোপের ফলে দেশের এয়ারলাইন্সগুলো বাড়তি চাপের মধ্যে পড়বে। যাত্রীদের ভাড়া বাড়বে, ফলে ব্যবসায় প্রতিবন্ধকতা তৈরি হবে।’

এ বিষয়ে সিভিল এভিয়েশন অথরিটির পরিচালক (এটিএস) মো. নুরুল ইসলাম বলেন, ‘আমরা রায়ের পর সব এয়ারলাইন্সগুলোকে বকেয়া ভ্যাট পরিশোধের জন্য চিঠি দিয়েছি। তাদের কাছ থেকে পেলে এনবিআরকে দেওয়া হবে। এছাড়া, যেসব এয়ারলাইন্স ২০০৯ সালে অপারেশনে ছিল এখন নেই তাদের বিষয়ে কী হবে জানতে এনবিআরকে চিঠি দেওয়া হবে।’

কোনও এয়ারলাইন্স ভ্যাট পরিশোধে ব্যর্থ হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন এনবিআর সদস্য (মূসক নীতি) ব্যারিস্টার জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন, ‘ভ্যাট পরিশোধে আদেশ জারি করা হয়েছে। কোনও এয়ারলাইন্স তা না দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

/এসটি/ এপিএইচ/

আরও পড়ুন

সিরাজগঞ্জে ৬টি ককটেলসহ জেএমবির চার নারী সদস্য আটক

পুলিশ না পাওয়ায় রাজউকের উচ্ছেদ অভিযান স্থগিত

সম্পর্কিত
সর্বশেষ খবর
আমরা মিডিয়ার স্বাধীনতা চাই: হাসনাত আব্দুল্লাহ
আমরা মিডিয়ার স্বাধীনতা চাই: হাসনাত আব্দুল্লাহ
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ে দুদকের অভিযান
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ে দুদকের অভিযান
আপাতত আন্দোলন নয়, অধ্যাদেশ জারির পর সিদ্ধান্ত
আপাতত আন্দোলন নয়, অধ্যাদেশ জারির পর সিদ্ধান্ত
লারাকে সম্মান জানাতেই রেকর্ড গড়েননি মুল্ডার!
লারাকে সম্মান জানাতেই রেকর্ড গড়েননি মুল্ডার!
সর্বাধিক পঠিত
বাংলাদেশে নিজের অনেক ভক্ত জানার পর যা বললেন কেট উইন্সলেট
বাংলাদেশে নিজের অনেক ভক্ত জানার পর যা বললেন কেট উইন্সলেট
প্রসিকিউশন গণহত্যার দালিলিক প্রমাণ দিতে পারেনি: শেখ হাসিনার স্টেট ডিফেন্স
প্রসিকিউশন গণহত্যার দালিলিক প্রমাণ দিতে পারেনি: শেখ হাসিনার স্টেট ডিফেন্স
‘আ.লীগের সদস্যরা যেন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতে না পারে’
‘আ.লীগের সদস্যরা যেন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতে না পারে’
তিন নেতাকে অব্যাহতি দিলেন জিএম কাদের
তিন নেতাকে অব্যাহতি দিলেন জিএম কাদের
আসন্ন নির্বাচনে এগিয়ে বিএনপি, দ্বিতীয় জামায়াত: সানেমের জরিপ
আসন্ন নির্বাচনে এগিয়ে বিএনপি, দ্বিতীয় জামায়াত: সানেমের জরিপ