X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

কেরির জন্য প্রস্তুতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ আগস্ট ২০১৬, ১৯:২৮আপডেট : ২৪ আগস্ট ২০১৬, ২০:৪৩

মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির ঢাকা সফর সফল করতে বাংলাদেশ সরকার ইতোমধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী।

তিনি বলেন, আগামী ২৯ আগস্ট মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি একদিনের সরকারি সফরে ঢাকা আসছেন।

বুধবার রাজধানীর ইস্কাটনের বিস অডিটরিয়ামে এক সেমিনার শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বিষয়ে এক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানের পর সাংবাদিকদের বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি আগামী ২৯ আগস্ট ঢাকা আসছেন। তার সফরে আমরা আনন্দিত। তিনি বলেন, এটা নিয়ে অনেকদিন ধরেই কথা চলছিল। বিভিন্ন কারণে জন কেরি আসতে পারেননি। তার সফরে সবকিছু নিয়েই আলোচনা হবে। আমরা কেরির সফরের আয়োজনের প্রস্তুতি নিচ্ছি।

বাংলাদেশ কী কী বিষয়গুলিতে অগ্রাধিকার দেবে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী বলেন, দুই দেশের সম্পর্কের সবদিক নিয়েই আলোচনা হবে।

এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলেন, জন কেরি এ অঞ্চলে আসছেন, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ দেশ এবং সে কারণেই তিনি এদেশে আসছেন।

হুমায়ুন কবির বলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির এ সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক পর্যালোচনা এবং বর্তমান ও ভবিষ্যত সহযোগিতার আরও ক্ষেত্র অনুসন্ধান করা হবে।

বাংলাদেশসহ বিশ্বব্যাপী সাম্প্রতিক সন্ত্রাসী ঘটনার পরিপ্রেক্ষিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফরের গুরুত্ব কত টুকু জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, বাংলাদেশ-মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সহযোগিতা একটি চলমান প্রক্রিয়া। তারা আমাদের এ বিষয়ে সহযোগিতা দিয়ে আসছে এবং এটি অব্যাহত থাকবে বলে মনে করি।

প্রাক্তন এ রাষ্ট্রদূত বলেন, সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিশা দেশাই ঢাকা সফরের সময়ে বলেছিলেন, ঢাকা যে ধরনের সহযোগিতা চায়, মার্কিন যুক্তরাষ্ট্র সে ধরনের সহযোগিতাই দেবে। এখন দেখার বিষয়, ঢাকা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে কোন ধরনের সহযোগিতা চায়।

মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি মার্কিন যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের আগে জন কেরির সফরের তাৎপর্য বিষয়ে জানতে চাইলে প্রাক্তন রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলেন, ওয়াশিংটনে যেই ক্ষমতায় আসুক বাংলাদেশ বিষয়ে তাদের নীতির কোনও পরিবর্তন হবে না। তিনি বলেন, আমি মনে করি না মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে যেই জয়লাভ করুক, তার কোনও প্রভাব বাংলাদেশের সম্পর্কের ওপর পড়বে।

এদিকে, সরকারের একাধিক সূত্র জানায়, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আসা একটি প্রতিনিধিদল ইতোমধ্যে কাজ শুরু করেছে।

এছাড়া জন জন কেরির সঙ্গে যে সাংবাদিকদল আসবেন, তাদের বিভিন্ন জায়গায় প্রবেশের জন্য পাসের ব্যবস্থা করার অনুরোধ জানানো হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসের পক্ষ থেকে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির এটিই প্রথম বাংলাদেশ সফর এবং পরে তিনি ঢাকা থেকে দিল্লি যাবেন। জন কেরির ঢাকা সফর উপলক্ষে মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বুধবার দুপুরে পররাষ্ট্র সচিব এম শহীদুল হকের সঙ্গে দেখা করেন।

এর আগে ২০১২ সালে তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও বর্তমানে সে দেশের আসন্ন নির্বাচনে ডেমোক্র্যাট প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটন ঢাকা সফর করেন।

/এসএসজেড/এবি/

আরও পড়ুন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি আগামী সপ্তাহে ঢাকা আসছেন

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইংল্যান্ড অধিনায়ক ব্রুকের প্রথম সিরিজের স্কোয়াডে জ্যাকস, পটস
ইংল্যান্ড অধিনায়ক ব্রুকের প্রথম সিরিজের স্কোয়াডে জ্যাকস, পটস
ব্যবসায়ীর ওপর হামলা করে ৫ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ
ব্যবসায়ীর ওপর হামলা করে ৫ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ
বিনিয়োগে দেশি উদ্যোক্তাদের গুরুত্ব দেওয়ার আহ্বান রাজনৈতিক দলগুলোর
বিনিয়োগে দেশি উদ্যোক্তাদের গুরুত্ব দেওয়ার আহ্বান রাজনৈতিক দলগুলোর
বলিউডের পোস্টার থেকে উধাও পাকিস্তানি তারকারা!
বলিউডের পোস্টার থেকে উধাও পাকিস্তানি তারকারা!
সর্বাধিক পঠিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
স্বর্ণের দাম আবার কমলো
স্বর্ণের দাম আবার কমলো
হাইকোর্টের রায়ে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল ইতিহাসে এটাই প্রথম: প্রধান বিচারপতি
হাইকোর্টের রায়ে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল ইতিহাসে এটাই প্রথম: প্রধান বিচারপতি
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
নটর ডেম কলেজের আরেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
নটর ডেম কলেজের আরেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার